এই মুহূর্তে

প্রকাশ্য দিবালোকে বাস স্ট্যান্ডে পুলিশ সপাটে চড় মারল এক ব্যক্তিকে, বিজেপি শাসিত রাজ্যে চরম নির্মমতা

নিজস্ব প্রতিনিধি:‌ আবার ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে দেখা গেল নির্মমতা। পুলিশের ঔদ্ধত্য দেখে চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের। যা নিয়ে এখন তুমুল শোরগোল পড়ে গিয়েছে। যোগী আদিত্যনাথ রাজ্যের পুলিশ সরাসরি এক সাধারণ নাগরিককে সপাটে চড় মারল রাস্তায়। প্রকাশ্য দিবালোকে ঘটা এই ঘটনা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কারণ এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সুতরাং সাধারণ নাগরিকরা কতটা নিরাপদ পুলিশের কাছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তরপ্রদেশের বরৈলি এলাকায় এক ব্যক্তিকে সপাটে চড় মারা নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ এদিকে উত্তরপ্রদেশের বরৈলি থেকে পুলিশের বর্বরতার এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। আর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, বাস স্ট্যান্ডে বচসার সময় একজন ট্রাফিক পুলিশের সাব–ইন্সপেক্টর একজন ব্যক্তিকে সপাটে চড় মারছেন। একজন ট্রাফিক পুলিশের সাব–ইন্সপেক্টর খাকি পোশাক পরে এই কাজ করলেন। পুলিশের ওই পোশাকে ‘‌উত্তরপ্রদেশ পুলিশ’‌ লেখা। আর বরৈলি বাস স্ট্যান্ডের ভিতরে ওই পুলিশ দাঁড়িয়ে উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহণ কর্পোরেশন বাসে পার্কিং চালান জারি করছিল। এমনকী ওই পুলিশ অফিসারকে নিজের মোবাইল ফোনে বাসের ছবি তুলতেও দেখা যায়।

 

তারপর ঠিক কী ঘটল?‌ পুলিশ অফিসার নিজের মোবাইলে দাঁড়িয়ে থাকা বাসের ছবি তুলছে দেখে এক ব্যক্তির কৌতূহল হয়। কারণ রাজ্য সড়ক পরিবহণ কর্পোরেশনের বাস স্ট্যান্ডের ভিতরে দাঁড়িয়ে থাকা বাসের ছবি তুলছিল ওই পুলিশ সাব–ইন্সপেক্টর। একইসঙ্গে চালানও কাটছিল ওই পুলিশ অফিসার। ওই পুলিশ অফিসারের কর্মকাণ্ড ভিডিও করছিলেন এক ব্যক্তি। তিনি পুলিশ অফিসারকে প্রশ্ন করেন যে, বাস স্ট্যান্ডের ভিতরে পার্ক করা একটি বাসকে কেন জরিমানা করা হচ্ছে?‌ কিছুক্ষণ পরেই এই নিয়ে বচসা আরও তীব্র হয়। আর তখন পুলিশ অফিসার ক্যামেরার সামনে ওই ব্যক্তিকে সপাটে চড় মারেন। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এবং নিন্দার ঝড় উঠেছে।

আর কী জানা যাচ্ছে?‌ ওই ব্যক্তিকে সপাটে চড় মারার পর, সাব–ইন্সপেক্টর ওই ব্যক্তিকে হুমকি দেন। যেটাও দেখা যায় ভিডিও’‌তে। ওই পুলিশ অফিসার বলছেন যে, তিনি বিষয়টি আরও বাড়ানোর জন্য পুলিশ সুপারের (এসপি) কাছে যাবেন। সপাটে চড় মারার পরের অডিও’‌র কিছু অংশ অস্পষ্ট এবং ভিডিওটি কিছুক্ষণ পরেই শেষ হয়ে যায়। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও এখন পর্যন্ত অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনও বিভাগীয় বা আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা স্পষ্ট নয়। তবে অতীতে এমন উদাহরণ আরও রয়েছে বিজেপি শাসিত রাজ্যে। গুজরাটে একজন মহিলাকে মারার ঘটনা ঘটেছিল। তাতেও অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধুম ৩-স্টাইলে চুরি, পুলিশকে বোকা বানিয়ে ১৫ লক্ষ টাকার গাড়ি নিয়ে পালাল দুই চোর

উত্তরপ্রদেশে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ, বাদ গেল ২ কোটি ৮৯ লক্ষের নাম

‘আমারও প্যারোল চাই’, ধর্ষক রাম রহিমের পর এবার আবদার মাফিয়া ডন আবু সালেমের

নেপালে মসজিদ ভাঙচুর নিয়ে উত্তেজনা তুঙ্গে, জারি কার্ফু, সীমান্ত সিল করল ভারত

কারুরে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় অভিনেতা বিজয়কে তলব CBI-এর

‘বিলাস রাও দেশমুখের নাম মুছে ফেলতে পারবেন না’, মহারাষ্ট্রের বিজেপি মুনিয়াকে চ্যালেঞ্জ পুত্র রীতেশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ