এই মুহূর্তে




কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে ‘পাক-বান্ধব’ তুরস্কের সংস্থা




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে ‘পাকিস্তান বান্ধব’ তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশনের ‘সুরক্ষা ছাড়পত্র’ বাতিল করেছিল কেন্দ্রীয সরকার। ফলে দেশের মোট ন’টি বিমানবন্দরে পরিচালনা এবং পরিষেবা-ক্ষেত্রে কাজ হাতছাড়া হয়েছে সংস্থাটির। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার (১৬ মে) দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংস্থাটি। আবেদনে বলা হয়েছে ‘জাতীয় নিরাপত্তা’র ছুটকো অজুহাত দেখিয়ে ‘সুরক্ষা ছাড়পত্র’ বাতিল করা হয়েছে। কোনও রকম আগাম সতর্কতা ছাড়াই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিনিয়োগকারী ও ৩,৭৯১ জন কর্মীর ভবিষ্যত অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।’

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ নিরীহ পর্যটককে নৃশংসভাবে খুন করেছিল পাক জঙ্গিরা। ওই হামলার বদলা নিতে ত ৭ মে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়।। ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পরে খোলাখুলি ইসলামাবাদের পক্ষে দাঁড়ান তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ান। সমরাস্ত্র দিয়ে সাহায্য করেন ইসলামাবাদকে। ভারতের বিভিন্ন শহরে সামরিক ঘাঁটিতে আক্রমণ করতে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করেছিল পাকিস্তানি সেনা। আর ওই খবর জানাজানি হতেই তুরস্ককে বয়কটের ডাকে সরব হয়েছে দেশের মানুষ। শেষ পর্যন্ত সাধারণ মানুষের দাবির কাছে মাথানত করেই গতকাল বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশনের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের পথে হাঁটে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সংস্থাটিকে দেওয়া নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র বাতিল করে।

ওই সিদ্ধান্তের ফলে ভারতের বিমানবন্দরগুলিতে কাজ করতে পারবে না সেলেব অ্যাভিয়েশন। দেশের মোট ন’টি বিমানবন্দরে পরিচালনা এবং পরিষেবা-ক্ষেত্রের সঙ্গে জড়িত সেলেবি অ্যাভিয়েশন নিয়ন্ত্রিত সংস্থা ‘সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সংস্থার ইতিহাসে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিন’, কর্মীদের চিঠি টাটা চেয়ারম্যানের

সাম্প্রদায়িক দাঙ্গায় জ্বলছে ধুবড়ি, দেখামাত্রই গুলি চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা পরীক্ষা করা হবে, এল ডিজিসিএর কড়া নির্দেশ

চলন্ত এক্সপ্রেসে নাবালিকাকে যৌন ইঙ্গিত, অভিযুক্ত ব্যক্তিকে মাটিতে ফেলে পেটালেন যাত্রীরা

দু’দিন আগেই রাঙা হয়েছিল সিঁথি, বিমান দুর্ঘটনায় মুছল নববধূর সিঁদুর

ইজারায়েলি হামলার পর আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করল ইরান

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ