এই মুহূর্তে




বিহারে এনডিএ ফের ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রী কে? নীতীশের রক্তচাপ বাড়ালেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি, পটনা: আগামী নভেম্বর মাসে দুই দফায় বিহারে বিধানসভার ভোট। রাজ্যের ক্ষমতা দখলের ভোটযুদ্ধ নিয়ে সরগরম পাটলিপুত্র। আর তার মধ্যেই বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ‘রক্তচাপ’ বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির ভোট সেনাপতি অমিত শাহ। এনডিএ ক্ষমতায় ফিরলে নীতীশকুমারই ফের মুখ্যমন্ত্রী হবেন, এমন কোনও প্রতিশ্রুতি দেননি তিনি। উল্টে ‘পাল্টুবাজ’ সংযুক্ত জনতা দলের সর্বেসর্বার রাতের ঘুম কেড়ে নিয়ে বলেছেন, ‘এনডিএ ক্ষমতায় ফিরলে কে মুখ্যমন্ত্রী হবেন তা ঠিক করবেন নবনির্বাচিত বিধায়করা। এনডিএ শরিক দলের বিধায়করাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

বিহারের ২৪৩ বিধানসভা আসনে আগামী নভেম্বর মাসে দুই দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০ অক্টোবর থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছে। আগামিকাল ১৭ অক্টোবর শুক্রবার মনোনয়ন জমার শেষদিন। পরের দিন ১৮ অক্টোবর তা পরীক্ষা করে দেখা হবে। প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। ১১ নভেম্বর রাজ্যে দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে নির্বাচন হবে। ওই দফায় ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। এবারের ভোটেও মূল লড়াই এনডিএ বনাম আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধনের মধ্যে। ইতিমধ্যেই এনডিএ’র শরিক দলগুলির আসন রফা চূড়ান্ত হয়েছে। আসন রফা অনুযায়ী ১০১টি করে আসনে লড়বে বিজেপি এবং নীতীশের দল জেডিইউ। ছয়টি আসনে লড়বে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাজির হিন্দুস্থান আওয়াম মোর্চা। বাকি ৩৫ আসনে লড়বে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। তবে বিরোধী শিবির মহাগঠবন্ধনের মধ্যে এখনও আসন সমঝোতা চূড়ান্ত হয়নি।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বৈদ্যুতিন চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর উদ্দেশে সঞ্চালক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ‘এনডিএ জিতলে কে মুখ্যমন্ত্রী হবেন?’ জবাবে খানিকটা হেসে শাহ বলেন, ‘কাউকে মুখ্যমন্ত্রী বানানোর আমি কে? এতগুলি দলের জোট। ভোট শেষ হওয়ার পরে যখন জোট শরিক দলগুলির বিধায়ক দলের নেতারা বৈঠকে বসবেন তখন তাঁরাই ঠিক করবেন, কে তাদের নেতা হবেন? শুধু এটকু বলতে পারি এখন নীতীশকুমারের নেতৃত্বে নির্বাচন লড়ছি।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বিহারে ফের এনডিএ ক্ষমতায় এলে বিজেপি যে নীতীশকে আর মুখ্যমন্ত্রীর পদ ছাড়বে না, তা পরোক্ষে বুঝিয়ে দিয়ছেন শাহ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ! শীর্ষনেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আরও ৭ মাওবাদী খতম

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ