এই মুহূর্তে




মায়ের প্রেমিকের ধর্ষণের শিকার হয়ে মৃত্যু আড়াই বছরের শিশুর, নৃশংস ঘটনা মুম্বইয়ে




নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মায়ানগরী মুম্বইয়ে ফের ভয়ঙ্কর ঘটনা। এবার মায়ের প্রেমিকের হাতে ধর্ষণের পরেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হল আড়াই বছরের নিষ্পাপ শিশুর। ইতিমধ্যেই নিহত শিশুর মা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার ৭০, ৬৪,৬৫ (২), ৬৬, ১০৩,২৩৮, ৩ (৫) ধারার পাশাপাশি পকসো আইনের ৬,১০,২১ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় আড়াই বছরের শিশুটিকে মালবনী জনকল্যাণ নগরের এক সরকারি হাসপাতালে চিকি‍ৎসার জন্য নিয়ে আসে গর্ভধারিনী মা। পরীক্ষার পর চিকি‍ৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। পরীক্ষা করতে গিয়েই শিশুটির গোপনাঙ্গে গভীর ক্ষত দেখতে পান চিকি‍ৎসকরা। তাদের মনে সন্দেহ তৈরি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। তড়িঘড়ি হাসপাতালে পৌঁছেই শিশুটির মৃতদেহ নিজেদের হেফাজতে নেন পুলিশ আধিকারিকরা।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিহত শিশুটির মায়ের তিন বছর আগেই বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। বিবাহ বিচ্ছেদের সময়ে গর্ভবতী ছিলেন। শিশুটির জন্মের পরেই ১৯ বছর বয়সী এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়ান মহিলা। গতকাল রবিবার রাতে মায়ের চোখের সামনেই আড়াই বছরের শিশুটকে ধর্ষণ করে ওই তরুণ। বাঁচার জন্য আর্ত চি‍ৎকার করতে থাকে একরত্তি শিশুটি। কিন্তু চোখের সামনে মেয়ের উপরে ওই অকথ্য অত্যাচার দেখেও বাঁচাতে ছুটে আসেননি মহিলা। কিন্তু ধর্ষণের পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকি‍ৎসকদের প্রথমে ভুলপথে পরিচালিত করার চেষ্টা চালান শিশুটির মা।

প্রসঙ্গত গত এপ্রিল মাসেই মুম্বইয়ে ১০ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল প্রতিবেশি অটোচালকের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করেছিল পুলিশ। মায়ানগরীতে শিশুদের সঙ্গে ধর্ষণের ঘটনা লাগামছাড়া হওয়ায় পুলিশের ঘুম উবেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সংস্থার ইতিহাসে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিন’, কর্মীদের চিঠি টাটা চেয়ারম্যানের

সাম্প্রদায়িক দাঙ্গায় জ্বলছে ধুবড়ি, দেখামাত্রই গুলি চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা পরীক্ষা করা হবে, এল ডিজিসিএর কড়া নির্দেশ

চলন্ত এক্সপ্রেসে নাবালিকাকে যৌন ইঙ্গিত, অভিযুক্ত ব্যক্তিকে মাটিতে ফেলে পেটালেন যাত্রীরা

দু’দিন আগেই রাঙা হয়েছিল সিঁথি, বিমান দুর্ঘটনায় মুছল নববধূর সিঁদুর

পাল্টা হামলা চালাবে ইরান, আগেভাগেই সতর্ক হচ্ছে ইজরায়েল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ