এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পুজোর ভ্রমণ: সুন্দরী তিস্তার পাড়েই ক্যাম্পিং, হাতছানি দিয়ে ডাকছে ত্রিবেণী

নিজস্ব প্রতিনিধি: গ্রামের নাম ত্রিবেণী, কালিম্পং ও সিকিমের মাঝে এই নতুন আকর্ষণ। এবার পুজোয় হাতছানি দিয়ে ডাকছে ত্রিবেণী। একেবারে নতুন আঙ্গীকে এবং অন্যকিছুর স্বাদ পেতে চলে আসুন উত্তরবঙ্গের এই নতুন ডেস্টিনেশনে। পুজোয় আর কয়েকদিন বাকি। ইতিমধ্যেই জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে ঠাঁই নেই। তাই অচেনা-অজানা জায়গা গুলির খোঁজ চলছে জোর কদমে। তাঁদের জন্যই রইল এই প্রতিবেদন। আবার পুজোর পর শীতের কুয়াশা গায়ে মাখতে যারা উত্তরবঙ্গে যেতে চান তাঁদের জন্যও থাকল খুঁটিনাটি তথ্য।

কালিম্পঙের পাহাড়ি গ্রাম, ত্রিবেনী। তিস্তা এখানে রঙ্গিতের সঙ্গে মিলিত হয়েছে উষ্ণ আলিঙ্গনে। বর্ষার পরই সুন্দরী তিস্তার পারে ছোট ছোট তাঁবুতে রাত্রিবাসের ব্যবস্থা। সন্ধ্যে নামলেই ক্যাম্প ফায়ার আর দেদার মজা। হ্যারিকেনের মিঠে আলোয় রাতের খাওয়া আর আকাশের তারা দেখতে দেখতে এক রোমান্টিক সময় কাটানো। সবমিলিয়ে এক অন্য ভ্রমণের স্বাদ এনে দেবে ত্রিবেণী। চা বাগান, বনবাংলো, বনবস্তি, ট্রি হাউসে তো অনেকেই থেকেছেন! কিন্তু রিভার বেডে রাত কাটানোর অ্যাডভেঞ্চার এক্কেবারে প্রথম হবে আপনার জীবনে। এই অনুভূতি সত্যিই আলাদা।

মূলত স্থানীয় বাসিন্দারাই এই অভিনব রাত্রিযাপণের ব্যবস্থা করেছে। তিস্তা ও রঙ্গীতের সঙ্গমস্থলের রিভার বেডে সার দিয়ে প্রায় ২০০ তাবু রাখা হয়েছে। এখানেই নদীবক্ষে হ্যারিকেনের আলোয় মায়াবী রাতের হাতছানি। পাশাপাশি তিস্তা আর রঙ্গিতের সঙ্গমে মিলবে রিভার রাফটিংয়ের রোমাঞ্চ। ফলে দ্রুত রাজ্য়ের মানচিত্রে জুড়তে চলেছে ত্রিবেণী। এই এলাহী ব্যবস্থার নাম তিস্তা এডভেঞ্চার ক্যামপেইন। কোভিড, লকডাউন, ঘরবন্দির দম বন্ধ থেকে বেরিয়ে এসে সবুজ, সতেজ পরিবেশে নিঃশ্বাস নেওয়ার নয়া ডেস্টিনেশন এই ত্রিবেণী ক্যাম্প সাইট।

তিস্তা এডভেঞ্চার ক্যামপেইনের তরফে বলা হচ্ছে, দার্জিলিং বা গ্যাংটকে আসা যাওয়ার পথে একরাত এখানে কাটিয়ে যান। চাইলে রিভার রাফটিং করতে পারেন। নাহলে পায়ে হেঁটেই উচ্ছ্বল তিস্তার পাড়ে নুড়িপাথর কুরিয়ে সময় কাটান। সন্ধ্যে নামলেই এক আলাদা জগতে পৌঁছে যাবেন। শহর, ধোঁয়া-দূষণ ছাড়িয়ে হ্যারিকেনের মায়াবি আলোয় তাবুতে রাত্রিবাস। সন্ধে নামলেই কফির মগে চুমুক ও ক্যাম্প ফায়ারের উষ্ণতা বা বার বি কিউ। সবচেয়ে বড় ব্যাপার স্থানীয় যুবক-যুবতীরাই পুরো বিষয়টি সামলাচ্ছেন। ফলে কর্মসংস্থান তৈরি হয়েছে প্রচুর। এলাকায় অর্থনৈতিক উন্নতিও হয়েছে। এখানে বুকিং হয় দুপুর থেকে পরদিন সকাল পর্যন্ত। গোটা প্য়াকেজের মধ্যে রাতে তাবুতে থাকা-সহ সন্ধ্যের চা-স্যাক্স, রাতের ডিনার এবং পরদিনের প্রাতঃরাশ। তবে ক্যাম্প ফায়ার ও বার বি কিউয়ের খরচ আলাদা।

এক রাত ত্রিবেণীতে থাকার জন্য মাথাপিছু প্রায় ১৫০০ টাকা খরচ হবে। এছাড়া রয়েছে গাড়ির খরচ। শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, তিনচুলে থেকে পৌঁছে যাওয়া যায় ত্রিবেণী গ্রামে। সেক্ষেত্রে নামতে হবে তিস্তা বাজারে। সেখান থেকে যে ক্যাম্পে যাবেন, তাঁদের ফোন করে গাড়ি বুক করে নিতে পারেন। তবে তাবু বুক করতে হলে আগেভাগেই করে নেওয়া ভালো। যোগাযোগ করতে পারেন 9564953100 এই নম্বরে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোয় কাছেপিঠে ঘুরতে যেতে চান, তালিকায় রাখুন এই তিনটি জায়গা

পুজোতে ঘুরতে যেতে চান, পরিকল্পনা কী করে ফেলেছেন, রইল কিছু ভ্রমণ তালিকা

কোথাও ‘ভিলেন’ রাবণকে পোড়ানো হয়, আবার কোথাও হয় ‘হিরো’ দশাননের পুজো

পুজোর ছুটিতে বাড়িতে থাকতে চান না! তাহলে ঘুরে আসুন বনলক্ষী, ঝিলিমিলি, কাঁকসার গড় জঙ্গল থেকে

দেবী দুর্গার আরাধনা করেন মুসলিম পুরোহিত

পুজোর ছুটিতে দূরে যেতে চান না, তাহলে ঘুরে আসুন বাংলার এই ৫ টি ডেস্টিনেশন থেকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর