এই মুহূর্তে




২৩ বছর আগে যমরাজকে হারিয়ে দিয়েছিলেন, এবার আর মৃত্যুকে এড়াতে পারলেন না জুবিন

নিজস্ব প্রতিনিধি: ২৩ বছর আগে পথ দুর্ঘটনায় বোন জংকী বরঠাকুরকে হারিয়েছিলেন জুবিন গর্গ। কোনও ক্রমে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। কিন্তু শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আর যমরাজকে ফাঁকি দিতে পারলেন না। সিঙ্গাপুরে গান শোনাতে গিয়ে স্কুবা ডাইভিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে চিরতরে বিদায় নিলেন। কাঁদিয়ে গেলেন গোটা দেশকে। কোটি-কোটি গুণমুগ্ধ শ্রোতাকে।

২৩ বছর আগে ২০০২ সালের ১২ জানুয়ারি দাদা জুবিন গর্গের এক গানের আসরে সঙ্গীত পরিবেশন করার কথা ছিল জংকী বরঠাকুরের। রখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। সহশিল্পীদের সঙ্গে রওনা হয়েছিলেন অনুষ্ঠানস্থলের দিকে। শোনিতপুর জেলার তেজপুরের কাছে বালিয়াপাড়ায় জংকীর গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। ওই ভয়াবহ সংঘর্ষে মৃত্যুর দেশে পাড়ি জমান জংকী। ওই গাড়িতেই যাওয়ার কথা ছিল জুবিনের। কিন্তু শেষ মুহুর্তে তিনি সিদ্ধান্ত বদলান। ব্যক্তিগত কাজের জন্য অন্য গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভাগ্য দেবতা সুপ্রসন্ন থাকায় বেঁচে গিয়েছিলেন জুবিন। কিন্তু শুক্রবার আর বাঁচতে পারলেন না।

১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরা অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন জুবিন। বাবা মোহিনী বরঠাকুর ছিলেন ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে ‘কপিল ঠাকুর’ ছদ্মনামে গান ও কবিতা লিখতেন। মা ইলি বরঠাকুর ছিলেন সঙ্গীতশিল্পী। তামুলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে  দশম শ্রেণি পাশ করার পর বি বড়ুয়া কলেজে বিএসসি’তে ভর্তি হন। তবে গানে মন দিতে পড়াশোনা ছাড়েন। ২০২৪ সালে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সাম্মানিক ডক্টর অফ লিটারেচার (ডি. লিট) ডিগ্রি প্রদান করা হয়।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘এত হিংসা, তাই আমাকে গালিগালাজ করছেন’, মাচা অনুষ্ঠানে গিয়ে কটাক্ষে বিদ্ধ ‘ভিলেন’ সুমিত

জুবিনের মৃত্যু নিছক দুর্ঘটনা? তদন্তে নামছে CID, কার কার বিরুদ্ধে এফআইআর দায়ের?

চির বিদায় জুবিন, রবিবার গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে গায়ককে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা

জুবিনের ময়নাতদন্ত শেষ, সিঙ্গাপুর থেকে দেশে ফিরছে গায়কের দেহ, জানালেন অসমের মুখ্যমন্ত্রী

সমুদ্রে নামার আগে ‘লাইফ জ্যাকেট’ খুলে ফেলেছিলেন জুবিন, বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে

প্রধানমন্ত্রী মোদি থেকে বলিউড-টলিউড, জুবিনের অকাল প্রয়াণে কাঁদছে গোটা দেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ