এই মুহূর্তে




বিচ্ছেদের ৯ বছর পর আবারও বিয়ে করতে প্রস্তুত দীপশিখা, খুঁজছেন ‘ধনী’ পাত্র




নিজস্ব প্রতিনিধি: সমাজে একটা প্রবাদ খুব প্রচলিত রয়েছে, তা হল বিনোদন মহলের মানুষদের সংসার টেকে না। কেউ আজ সংসার গড়ছেন তো, কাল ভাঙছেন। নতুন সম্পর্কে জড়াচ্ছেন। এমনটা বহু উদাহরণ রয়েছে বলিউডে। বিবাহবিচ্ছেদের নয়বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দীপশিখা। এ নিয়ে তৃতীয়বার বিয়ে করবেন বলিউড অভিনেত্রী। তিনি বলিউডের একজন সুপরিচিত অভিনেত্রী। বর্তমানে তিনি টেলিভিশনেও অভিনয় করেন। অথচ নব্বইয়ের দশকে রূপালী পর্দায় দাপিয়ে রাজ করতেন দীপশিখা নাগপাল। যাই হোক, অভিনেত্রীর এখন বয়স ৪৭ বছর। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই।

কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি সর্বদা খবরে থাকেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে তাঁর দু’বার বিবাহ হয়েছে। কিন্তু দুটি বিবাহই ব্যার্থ হয়েছে। সব দুঃখ ভুলে আবারও তিনি বিয়ে করতে চাইছেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দু’বার বিয়ে ভাঙার বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘এখন আমি প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিই। কিন্তু আগে এমন কিছু ছিল না। কাজ করার পর অনুশোচনা করতাম। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর আমি দ্বিতীয় বিবাহ করি। ভেবেছিলাম হয়তো এবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু তা হয়নি। যখন সম্পর্কের অন্য ব্যক্তি আপনাকে পরিবর্তন করার চেষ্টা করে, তখনই সমস্যার সূত্রপাত হয়।’ এরপর দীপশিখা বলেন, ‘আমি নিজেকে একেবারে বদলে ফেলেছিলাম, কিন্তু একটা সময় এসেছিল, যখন আমি ক্লান্ত হয়ে পড়ে ছিলাম। আমি আমার দ্বিতীয় বিবাহ সফল করার জন্যে অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু তা সফল হয়নি।এখন আমি অবিবাহিত। আমার বাচ্চারাও বলে মা, যদি তোমার প্রেমিক থাকে তাহলে বাড়ি নিয়ে আসো। কিন্তু আমি কারো সঙ্গে ডেটিং করছি না। যদি ছেলেটি ভাল হয়, তাহলে আমি তৃতীয় বিয়ে করতে প্রস্তুত।’

এরপর তিনি কেমন সঙ্গী চান সেই বিষয়ে বলেন, ‘আমি একটি কালো, লম্বা, সুদর্শন ছেলে চাই। তবে হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, তাঁকে অর্থবান হতে হবে। তাঁকে স্ব নির্মিত ব্যক্তি হতে হবে। যাতে সে কোনও দায়িত্ব থেকে পালিয়ে না যেতে পারে।’ প্রসঙ্গত, দীপ শিখার প্রথম বিবাহ হয়েছিল জিৎ উপেন্দ্রর সঙ্গে। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর তিনি কেশব অরোরার সঙ্গে স্থায়ী ভাবে বসবাস করতে শুরু করেন। কিন্তু ২০১৬ সালে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সন্তানদের মানুষ করতে পারছিনা’, চরম দারিদ্র্যে ইন্দর কুমারের প্রাক্তন স্ত্রী, হাত পাতলেন সলমানের কাছে

টাকার অভাবে হল না কিডনি প্রতিস্থাপন, অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

ডেবিউ ছবিতেই কামাল, মুক্তির দিনেই ২০ কোটি আয় করল আহান পান্ডের ‘Saiyaara’

‘ভেবেছিলাম মরেই যাব’, ক্যান্সারের কঠিন দিনগুলি কীভাবে পার করলেন মণীষা কৈরালা?

কুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল, মোনালিসার শুটিং দেখতে জনসমুদ্র, অবরুদ্ধ রাস্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ