এই মুহূর্তে




‘নারী শক্তির জয়!’ বিশ্বজয়ী মহিলা ক্রিকেট দলের সম্মানে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ঘুমার’

নিজস্ব প্রতিনিধি: ২ নভেম্বর ইতিহাস সৃষ্টি হয়েছে ভারতে। ৪৭ বছরে প্রথম মহিলা বিশ্বকাপে জিতেছে ভারত। অধিনায়ক হরমনপ্রীত কৌরদের কাঁধে চেপে ভারতে আইসিসি বিশ্বকাপের ট্রফি ঢুকেছে। যারা করেন মহিলারা শুধু রান্নাঘরেই ঠিক আছে, তারা আবার খেলতে পারে নাকি, খেলার মাঠে মহিলাদের মানায় নাকি? সেই গোটা সমাজের মুখে চুনকালি মাখিয়ে ভারতকে মহিলা বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি, শেফালি, আমনজ্যোৎ, রিচা, রেণুকা, জেমাইমারা। আন্তর্জাতিকস্তরে ভারত কে কয়েক গুণ এগিয়ে দিয়েছেন ভারতের মহিলা বাহিনীরা। যদিও ভারতের বিশ্বকাপে উচ্ছ্বসিত হয়েছে গোটা দেশের তরুণ সমাজ। সেদিন দেশজুড়ে রাতভর চলেছে সেলিব্রেশন। ভারতের মেয়েদের গর্বিত গিয়েছেন গোটা সমাজ। ৫২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছেন মহিলা মহল, যারা দেশে মহিলাদের ক্রিকেটের অনেকদিক খুলে দিয়েছেন। এবার সেই আনন্দে দেশজুড়ে ফের মুক্তি পেতে চলেছে অভিষেক বচ্চন এবং সাইয়ামি খেরের স্পোর্টস ড্রামা ‘ঘুমার’।

R বাল্কি পরিচালিত, ছবিটি শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ তারিখে দেশব্যাপী থিয়েটারে পুনঃপ্রকাশিত হবে। মূলত ২০২৩ সালের ১৮ আগস্ট, মুক্তি পেয়েছিল, ‘ঘুমার’। ছবিটি একজন মহিলা ক্রিকেটারের গল্প তুলে ধরেছিল। যিনি কোচের সহায়তায় চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে দেশকে জিতিয়ে ছিলেন। এ প্রসঙ্গে পরিচালক আর বাল্কি বলেছেন, ‘ঘুমার’ পুনরায় মুক্তির জন্যে প্রস্তুত। আমি রোমাঞ্চিত যে “ঘুমার” আমাদের মহিলা ক্রিকেটারদের অবিশ্বাস্য অর্জন উদযাপন করার জন্য আবার মুক্তি পাচ্ছে। “ঘুমার” মহিলা ক্রিকেট এবং মহিলা ক্রিকেটারদের স্থিতিস্থাপ কতার প্রতি শ্রদ্ধাঞ্জলি ছিল। আর “ঘুমার” শুটিং একই স্টেডিয়ামে হয়েছিল। দুটি ম্যাচ, কল্পকাহিনী, একটি সত্য, একই মাঠে। আমি আবার দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছি।’

 

 

View this post on Instagram

 

A post shared by Saiyami Kher (@saiyami)

বিশ্বকাপ জয়ের পর সাইয়ামি ইনস্টাগ্রামে ‘উইমেন ইন ব্লু’ মহিলাদের সঙ্গে ছবি শেয়ার করে তাদের অভিনন্দন জানিয়েছিলেন। সঙ্গে লিখেছিলেন, “আমাদের মেয়েরা ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ আয়োজনের সময় শুরু হওয়া এক যুদ্ধের ইতিহাস লিখেছিল। টাকা জমানো থেকে শুরু করে কিট ব্যাগ ভাগাভাগি করা পর্যন্ত! এটি কেবল মহিলাদের ক্রিকেটের জন্যই ঐতিহাসিক নয়, বরং স্বপ্ন দেখার সাহস করা প্রতিটি মহিলার জন্য, প্রতিটি মেয়ের জন্য ঐতিহাসিক বিষয়, যখন গোটা বিশ্ব বলেছিল যে মহিলারা ক্রিকেট পারবে না। তাও ভারতের নারীরা হাতে ব্যাট তুলে নিয়েছিল। ঘুমারে ঠিক যেখানে আমরা গুলি করেছিলাম, সেখানে দাঁড়িয়ে, আমাদের মেয়েদের ট্রফি তুলতে দেখে মনে হয়েছিল যেন জীবন পূর্ণ বৃত্তে পরিণত হয়েছে। আমাদের মেয়েদের জন্য গর্বিত। তাদের পাশে থাকা পরিবারগুলির জন্য গর্বিত। বিশ্বাস করার জন্য বিসিসিআইয়ের জন্য গর্বিত। এবং ডিওয়াই পাতিলে একটি অবিশ্বাস্য অভিজ্ঞতার জন্য বিজয় পাতিলের প্রতি কৃতজ্ঞ।” ঘুমার প্রযোজনা করেছেন রাকেশ ঝুনঝুনওয়ালা, অভিষেক এ বচ্চন, গৌরী শিন্ডে, উইং কমান্ডার রমেশ পুলাপাকা (অবসরপ্রাপ্ত), এবং অনিল নাইডু।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাহেবের জন্মদিনেই সম্পর্কে সিলমোহর ‘কথা’ সুস্মিতার, কীভাবে?

মুখ্যমন্ত্রী স্ট্যালিন-সহ তামিলনাড়ুর একঝাঁক তারকার বাড়িতে বোমা, হুমকি বার্তায় আতঙ্ক

‘আবারও আমার চরিত্র হননের চেষ্টা’, মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিলেন নোরা

আদালতে গিয়ে আত্মসমর্পণ, অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী মেহজাবিন

৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া, এখন কেমন আছেন কিংবদন্তি?

অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এবার অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ