এই মুহূর্তে




মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে হাঁটা, সরকারি অনুষ্ঠানে যোগদান, তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন রাজা-মধুবনী?

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে রাজনীতি-বিনোদন দুনিয়া মিলে মিশে একাকার। কেননা যেকোনও রাজ্যের নির্বাচনের আগে মিটিং মিছিলে দেখা যায় তারকাদের। কখনও তাঁরা পার্টির পতাকা ধরে রাখেন, আবার কখনও দলীয় নেতৃত্বের হয়ে কথা বলেন, আবার কখনও প্রচারে সামিল হন। তাতেই গুঞ্জন ওঠে পরবর্তী নির্বাচনের মুখ হতে পারেন সেই সকল তারকারা। বাংলা তারকাদের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই রাজ্যের শাসকদল তৃণমূলে যোগ দিয়েছেন বহু টলিউড তারকা। সরকারি মিটিং মিছিল তো আছেই, কখনও সখনও সরকারি অনুষ্ঠানে দেখা মেলে তাঁদের। সেই তালিকায় নয়া সংযুক্ত টলিউড অভিনেত্রী মধুবনী গোস্বামী এবং অভিনেতা রাজা গোস্বামী।

প্রায়শই তাদের তৃণমূলের মিছিল এবং সরকারি অনুষ্ঠানগুলিতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর পাশে হাঁটতেও দেখা যায়। তাহলে কী আগামী বছর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তারকা দম্পতি? হ্যাঁ, এখন সেই গুঞ্জনই উঠছে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় রাজা-মধুবনী। তবে ছেলে কেশবের জন্মের পর অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন মধুবনী। যদিও বাড়িতে নানারকম ব্যবসা করেন তিনি। এর মাঝেই ইন্ডাস্ট্রির অন্দরে নতুন আলোচনা। ২০২৬ সালের নির্বাচনে রাজনীতির ময়দানে দেখা যেতে পারে রাজা কিংবা মধুবনী কোনও একজনকে। সত্যি কি তাই? বর্তমানে রাজা অভিনয় করছেন স্টার জলসার ‘চিরসখা’তে। অবশ্য মধুবনীও মাঝে কয়েক দিনের জন্য ‘চিরসখা’র গল্পে দেখা দিয়েছিলেন। কিন্তু আবারও ক্যামেরার আড়ালে তিনি। তাতেই দুইয়ে দুইয়ে চার করেছে ভক্তরা। কেউ কেউ ধরেই নিয়েছেন, এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী। নয়তো ক্যামেরা থেকে পুরোপুরি আড়ালে চলে গেলেন কেন তিনি? কিন্তু এই জল্পনায় সায় দিলেন না রাজা।

অভিনেতা জানিয়েছেন, তাঁরা শিল্পী। সুতরাং এই ভাবনা পুরোপুরি ভুল। প্রথম ধারাবাহিকের পর থেকেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। উনি শিল্প এবং শিল্পী, উভয়কেই সম্মান করেন। সেই কারণেই মাননীয়ার ডাকে মাঝে মধ্যে অনুষ্ঠানে যাওয়া হয়। কোনও ভাবেই তাদের রাজনীতিতে যোগ দেওয়ার কোনও উদ্দেশ্য নেই। আপাতত রাজা ব্যস্ত চিরসখা নিয়েই। যেখানে তিনি কমলিনীর ছোট ছেলের চরিত্রে অভিনয় করছেন। যে চরিত্র নিয়ে আলোচনাও হয়েছে অনেক। কেননা এককালে একটি সিরিয়ালে কমলিনী তথা অপরাজিতার সঙ্গে জুটি বেঁধেছিলেন রাজা। আর এখন তাঁরা মা-ছেলের ভূমিকা পালন করছেন। সেই নিয়েই ইন্টারনেটে ব্যাপক ট্রোলিং হয়েছিল। অন্যদিকে মধুবনী আপাতত ছেলে, সংসার এবং ব্যবসা নিয়েই ব্যস্ত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফর্মে ফিরল ‘পরশুরাম’, টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’-র, শীর্ষাসন দখলে কার?

বিরাট পদক্ষেপ! দুবাইয়ে ‘আল্ট্রা-লাক্সারি’ প্রাইভেট আইল্যান্ড তৈরি করতে চলেছেন রণবীর-আলিয়া

‘আপনাদের লজ্জা নেই?’ ধর্মেন্দ্রর জুহুর বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড় দেখে চটলেন সানি দেওল

জনসমক্ষে রশ্মিকার হাতে আদরের চুম্বন, তবে কী সম্পর্কে সিলমোহর দিয়েই দিলেন বিজয়?

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

‘যব মেট জয়-বীরু’, একাই গাড়ি চালিয়ে বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে গেলেন অমিতাভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ