এই মুহূর্তে




নিজের অশ্লীল ছবি-ভিডিও বিক্রি করে ২ মাসে ১০ কোটি আয়!, কে এই বাঙালি অভিনেত্রী?




নিজস্ব প্রতিনিধিঃ অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়, মুম্বই ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় নাম। খোলামেলা ফ্যাশনের কারণে প্রায়শই তিনি সংবাদের শিরোনাম দখল করেন। এমনকী তিনি মুম্বই পাপারাজ্জিদের কাছেও ফেভারিট। বাঙালি হয়ে ও বলিউডে নিজের জায়গা পোক্ত করেছেন তিনি। তাঁর সৌন্দর্য, অসাধারণ ফ্যাশন স্টেটমেন্ট সবটাই মুগ্ধ করে ভক্তদের। তবে এবার অভিনেত্রী যা জানালেন, তা শুনে কুপোকাত ভক্তরা। সম্প্রতি অভিনেত্রী জানালেন, গত দুই মাসে তিনি নিজের একাধিক অশ্লীল ছবি-ভিডিও বিক্রি করে প্রায় ১০ কোটি টাকা উপার্জন করেছেন। আর অভিনেত্রীর সাহসী স্বীকারোক্তি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দাবি করেছেন, এটা কী করে সম্ভব? হ্যাঁ, বিষয়টি একেবারেই সত্য।

খুশি কেবল তাঁর ছবি ও ভিডিও শেয়ার করেই কয়েক কোটি টাকা রোজগার করেছেন। এই বিষয়ে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘আসলে আমি সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম। এই অ্যাপটি এখনও আছে। কিন্তু এখন আমরা আমাদের কন্টেন্ট পরিবর্তন করেছি।’ এরপর অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ওই অ্যাপে কোনও অশ্লীল কন্টেন্ট আছে কিনা তাঁর? সেই উত্তরে অভিনেত্রী খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে জানান,’না তখনও কোনও আপত্তিকর কন্টেন্ট ছিল না। কারণ তখন আমি ওয়েব সিরিজ করতাম। তবে অ্যাপে কিছু লোক ছিল, যাঁরা আমার সঙ্গে কথা বলতে চাইত। কিন্তু সেই সময়ে আমি খুব লজ্জা পেতাম অশ্লীল ভিডিও শেয়ার করতে, কিন্তু এখন বিষয়টি খুবই স্বাভাবিক হয়ে গিয়েছে আমার কাছে। কারণ এখন বড় অভিনেতারাও নিজস্ব অ্যাপ চালু করেছেন।’

আসলে খুশির অ্যাপটি তে অভিনেত্রীর খোলামেলা পোশাকে অনেক ছবি রয়েছে। যেগুলো দেখতে হলে ভক্তদের কিছু টাকা খরচ করতে হয়। তবেই সেগুলো আনলক হয়। যেমন অভিনেত্রীর বিদেশী ভক্তরা অ্যাপটিতে প্রবেশ করার জন্যে কোটি কোটি টাকা খরচ করেন। একবার তাঁর এক বিদেশী ভক্ত ১.৩৫ কোটি টাকা খরচ করেছিলেন। তবে অভিনেত্রীর দাবী, অ্যাপটিতে কোনও অশ্লীল ছবি ও ভিডিও নেই। শুধুমাত্র হাই হ্যালো ভিডিও রয়েছে তাঁর। যেমনটা ইনস্টাগ্রামের রিল ভিডিওতে দেখা যায়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির কার্যনির্বাহী প্রযোজক রাহুল গান্ধি?

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ