নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে রেকর্ড গড়ার লক্ষ্যে শাহরুখের ‘জওয়ান’। বাদশার বাজিমাত এখনও ২০-৩০ বছর জারি থাকবে, তাই যেন পরতে পরতে প্রমাণ করছেন বাদশা। এককালে তাঁর পরপর একাধিক ছবির ব্যর্থতা, অনেকে কটাক্ষের মুখে ফেলেছিল তাঁকে, কিন্তু পাঠান দিয়ে জওয়ানকে হাতিয়ার করে তিনি যেন পরতে পরতে প্রমাণ করছেন তাঁর আজও এখনও চলবে বহু বছর। শাহরুখের জওয়ান দেখে শুধু সাধারণ মানুষই নয়, গোটা বলিউড থেকে টলিউড, মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান সবাই মুগ্ধ। বিশ্বব্যাপী ৩৫০০ স্ক্রিনে মোট ৩ টি ভাষায় মুক্তি পেয়েছে জওয়ান। মুক্তির আগেই প্রায় ৩৭ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছিল জওয়ানের। এই ছবির মাধ্যমে শাহরুখ আবারও প্রমাণ করলেন ওস্তাদের মার শেষ রাতে। প্রথম দিনে এই ছবি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ১৫০ কোটি। দ্বিতীয় দিনেও ভারত এবং বিশ্বব্যাপী বক্স অফিসে দুর্দান্ত আয় করেছে এই ছবি।
ছবিতে আরও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা এবং বিজয় সেতুপতি। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। এটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। ‘জওয়ান’ উদ্বোধনী দিনেই ইতিহাস তৈরি করেছিল। প্রাথমিক অনুমান, দ্বিতীয় দিনও যে ‘জওয়ান’ জাতীয় এবং আন্তর্জাতিক উভয় বক্স অফিসে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। প্রথম দিনে, ‘জওয়ান’ ভারতে সমস্ত ভাষায় ৭৫ কোটি টাকা আয় করেছে। প্রাথমিক অনুমান, জওয়ান দ্বিতীয় দিনে আয় করেছে ‘জওয়ান’ ৫৩ কোটি টাকা।
হিন্দিতেই এই ছবির জয়জয়কার। সুতরাং এখনও পর্যন্ত ছবিটির মোট ভারতীয় সংগ্রহ ১২৮ কোটি টাকায় পৌঁছেছে। আন্তর্জাতিকভাবে, ছবিটি ২০০ কোটি রুপি অতিক্রম করেছে। ছবিতে এসআরকে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন- একজন গোয়েন্দা কর্মকর্তা এবং একজন চোর হিসেবে। পুনে, মুম্বাই, হায়দরাবাদ, চেন্নাই, রাজস্থান এবং ঔরঙ্গাবাদ জুড়ে ছবিটির শুটিং হয়েছে। অনিরুধ রবিচন্দর এই ছবির জন্য সুর করেছিলেন এবং এই ছবির মাধ্যমেই তিনি বলিউডে একক সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।