এই মুহূর্তে




৭ মাস ধরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ, নোবেলের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাড়িতে আটকে রেখে তরুণীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছেন ‘সারেগামা’-খ্যাত জনপ্রিয় বাংলাদেশি সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। জানা গিয়েছে, মঙ্গলবার (২০ মে) ডেমরার শারুরিয়ার আমতলায় গায়কের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেদিনই তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহম্মদ তালেবুর রহমান। তিনি জানিয়েছেন, তরুণ গায়ক নোবেলের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। শুনানি শেষে মঙ্গলবার নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ঠিক কী অভিযোগ নোবেলের বিরুদ্ধে? জানা গিয়েছে, ভুক্তভোগীর সঙ্গে ২০১৮ সালে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল নোবেলের।

তিনি তখন ইডেন মহিলা কলেজে পড়াশোনা করতেন। নোবেলের সঙ্গে প্রায়শই মোবাইল ফোনে কথা হত ভুক্তভোগী তরুণীর। নোবেলের সঙ্গে একাধিক বার দেখাও করেছেন তিনি। এরপর একদিন নোবেল তাঁকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তাঁর বাড়িতে নিয়ে যান। সেই তরুণী বাড়ি ফিরতে চাইলে নোবেল আরও দু-তিনজনের সঙ্গে মিলে তাঁকে বাড়িতে আটকে রাখেন। তরুণীর মোবাইল ফোনও ভেঙে দেন নোবেল। এরপর তাঁকে যৌন নির্যাতন করেন এবং ভিডিও মোবাইল ক্যামেরায় ধারণ করেন। জানা গিয়েছে, প্রায় ৭ মাস ধরে মেয়েটিকে ধর্ষণ করছেন নোবেল। নোবেলের বিরুদ্ধে অপহরণের অভিযোগও উঠেছে। এদিকে নোবেলের সঙ্গে কয়েকটি অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়েছে নির্যাতিতার। যেখানে রমণীর সঙ্গে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায় নোবেলকে। পাশাপাশি ওই তরুণীকেও হাসতে হাসতে একসঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে।

আবার একটি ছবিতে নোবেল এবং ভুক্তভোগীকে একই টিশার্টেও দেখা গিয়েছে। এমতাবস্থায় ভুক্তভোগীর অভিযোগকে মিথ্যা তকমা দিয়ে নেটিজেনরা বলেছেন, এদের দুজনের তো খুবই ভাল সম্পর্ক। এটা তো কোনভাবেই অপহরণ হতে পারেনা। এদিকে নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ জানিয়েছেন, কোনও মেয়েকে ৭ মাস ধরে আটকে রাখা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কেউ যদি মনে করেন, প্রযুক্তির যুগে কাউকে জোরপূর্বক আটকে রাখা সম্ভব তা সম্পূর্ণ হাস্যকর। যদিও নোবেলের বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই চলছে। কখনও তাঁর বিরুদ্ধে স্ত্রীকে মদ খেয়ে মারধরের অভিযোগ এসেছে, আবার কখনও ধর্ষণের অভিযোগ উঠেছে আবার কখনও আর্থিক প্রতারণার দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রংপুরের পীরগঞ্জ থেকে গ্রেফতার শেখ হাসিনার নাতি

‘তোমায়…..দিবা’, এনসিপি নেত্রীকে অশালীন প্রস্তাব ইউনূস ঘনিষ্ঠের, তোলপাড় বাংলাদেশ

মুক্তিযুদ্ধে একাই খতম করেছিলেন ৬ রাজাকারকে, না ফেরার দেশে বীরাঙ্গনা সখিনা

মিলল ছাড়পত্র, ২০ জুন কি মুক্তি পাচ্ছে আমির অভিনীত ‘সিতারে জমিন পর’?

গোবিন্দার পদবী সরিয়ে ফেললেন সুনিতা, তবে কি বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটছেন দম্পতি?

শিরোনামে পূজা ও কুণাল, উঠল প্রযোজককে অপহরণ করে ৬৪ লক্ষ টাকা আদায়ের অভিযোগ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ