নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সালের পর ২০২৩। গোটা দেশের নজর আজ ভারতের দিকে। ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে যে নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়ে বাড়িতে ফিরে যেতে হয় ভারতের, সেই নিউজি ল্যান্ডেরই আবার মুখোমুখি ভারত। বিশ্বকাপের প্রথম থেকেই বিরাট-রোহিত দের নজিরবিহীন পারফরম্যান্সের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। তাই এদিনের ম্যাচ যে সকল ভারতীয়দের কাছে এটি প্রত্যাশিত একটু ম্যাচ হতে চলেছে, তা বলাই বাহুল্য! আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে হাজির হয়েছেন বলিউড সেলিব্রিটিরা। সোনম কাপুর এবং আনন্দ আহুজা ম্যাচের পরে বেকহ্যামের জন্য নৈশভোজের আয়োজন করেছেন। যাই হোক, টস জিতে ভারত আগে ব্যাটিং করার সুযোগ পেয়েছে।
বিশ্বকাপের শুরু থেকেই স্বামী বিরাট কোহলির প্রতিটি ম্যাচে চিয়ারলিডার বনেছিলেন অনুষ্কা শর্মা। প্রেগনেন্সি নিয়েই মাঠে খেলা দেখেছেন। যদিও এখনও তারা ঘোষনা করেননি দ্বিতীয়বার মা হওয়ার কথা। মনে হচ্ছে, বিশ্বকাপের ফাইনালে ভারত জিতলে তাঁরা ঘোষণা করবেন। আজও অনুষ্কা তাঁর স্বামী বিরাট কোহলি এবং দলের জন্য উল্লাস করতে মাঠে উপস্থিত হয়েছেন। ভারত বনাম নিউজি ল্যান্ড সেমিফাইনাল ম্যাচ ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। গত কয়েকদিন ধরেই অনুষ্কা শর্মার গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন চলছে। এদিন অনুষ্কা শর্মা একটি হলুদ ফুলের প্রিন্ট করা পোশাক পরে স্ট্যান্ডে ছিলেন। তিনি তার স্বামীকে সমর্থনের জন্য সেখানে তার পথ তৈরি করেছিলেন। ভাইরাল হওয়া একটি ছবিতে তাকে জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায়।
অন্যদের মধ্যে, তাকে খুশিতে হাসতে দেখা যায়। অভিনেত্রীও তার স্বামীর জন্য উল্লাস ও প্রার্থনা করেছেন। হিন্দুস্তান টাইমসের একটি সূত্র দাবি করেছে, “অনুষ্কা তার দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। গতবারের মতো, তারা পরবর্তী পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সঙ্গে খবরটি শেয়ার করবেন।” অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির মেয়ে ভামিকার জন্ম ২০২১ সালে ১১ জানুয়ারি। ২০১৭ সালের নভেম্বরে তারা বিয়ে করেন। কাজের ফ্রন্টে, অনুষ্কাকে শীঘ্রই ‘চাকদা এক্সপ্রেস’-এ দেখা যাবে। ছবিটি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনী।