এই মুহূর্তে




জুবিনের মৃত্যু নিছক দুর্ঘটনা? তদন্তে নামছে CID, কার কার বিরুদ্ধে এফআইআর দায়ের?

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত অসমীয়া গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে উঠছে নানা প্রশ্ন! সিঙ্গাপুরে গিয়ে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘ইয়া আলি’ গায়কের। তাঁর মৃত্যুর পর কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একবার দেখা গিয়েছে, গায়ক লাইফ জ্যাকেট পরে সমুদ্রে সাঁতার কাটছেন, আবার এক সময়ে লাইভ জ্যাকেট পরে অস্বস্তি হওয়ায় তা জাহাজে খুলে রেখে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছেন। অনেকে দাবি করেছেন এই কারণে মারা গিয়েছেন গায়ক। যদিও প্রকৃতার্থে স্কুবা ডাইভিং-এর সময়ে হঠাৎই শ্বাসকষ্ট অনুভব করেন গায়ক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে পারফরম্যান্সের জন্যে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন গর্গ।

আজ তাঁর গান গাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ। জুবিনের মৃত্যুর পর নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এদিকে গায়কের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এবং শনিবার রাতে দিল্লি ফিরবে তাঁর দেহ। রবিবার সকালে তাঁকে অসমে নিয়ে যাওয়া হবে। তবে অসম সরকার জুবিন গর্গের মৃত্যুর তদন্ত করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যেই নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত এবং গায়কের ব্যবস্থাপক সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে মরিগাঁও থানায় একটি FIR দায়ের করা হয়েছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “অসম পুলিশ জুবিন গর্গের মৃত্যুর তদন্ত করবে। মহন্ত, শর্মা এবং শেষ মুহূর্তে গায়কের সঙ্গে যারা উপস্থিত ছিলেন সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের প্রিয় জুবিন গর্গের দুর্ভাগ্যজনক এবং অকাল মৃত্যুতে শ্রী শ্যামকানু মহন্ত এবং শ্রী সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। আমি DGPAssamPolice-কে সমস্ত এফআইআর সিআইডিতে স্থানান্তর করার এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য একটি সমন্বিত মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছি।”

এমনও খবর প্রকাশিত হয়েছে যে মৃত্যুর আগের রাতে গায়ককে একটি পার্টিতে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার সিঙ্গাপুরে “লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে” গর্গের মৃত্যু হয়েছে। অসমের মুখ্যমন্ত্রীর মতে, সিঙ্গাপুরের কর্তৃপক্ষও তাদের তদন্ত শুরু করেছে, “কারণ ঘটনাস্থল ভারত নয়। অসম সরকার তদন্ত করবে যে গায়ককে অসম থেকে ভুল উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল কিনা। মৃত্যুকালে জুবিনের বয়স হয়েছিল ৫২ বছর। গর্গের শেষকৃত্য আগামিকাল সম্পন্ন হবে। তাঁকে জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্যে গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে রাখা হবে। এদিকে গায়কের ভক্তরা দাবি করেছেন অসমের ভূমিপুত্রের স্মৃতিসৌধ নির্মাণ করতে। তবে জনগনের দাবি মেনে বিষয়টি বিচার বিবেচনা করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢাকায় গিয়ে চড়লেন রিকশায়, ফুচকা-ঝালমুড়িতে মজলেন পাক নায়িকা হানিয়া

ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু গ্র্যামি-জয়ী গীতিকার ব্রেট জেমসের

‘এত হিংসা, তাই আমাকে গালিগালাজ করছেন’, মাচা অনুষ্ঠানে গিয়ে কটাক্ষে বিদ্ধ ‘ভিলেন’ সুমিত

চির বিদায় জুবিন, রবিবার গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে গায়ককে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা

মুখেই শুধু বাংলাকে ভালবাসার কথা, পুজোর মধ্যেই পরীক্ষা ফেলল শাহের স্বরাষ্ট্রমন্ত্রক

জুবিনের ময়নাতদন্ত শেষ, সিঙ্গাপুর থেকে দেশে ফিরছে গায়কের দেহ, জানালেন অসমের মুখ্যমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ