এই মুহূর্তে




সলমন খানের সঞ্চালনায় আগামিকাল থেকেই বিগ বস সিজন ১৫




নিজস্ব প্রতিনিধি: ফের ফিরছে টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস। এবারের সিজন ১৫, যার থিম সম্পূর্ণ আলাদা। সলমান আগেই জানিয়েছিলেন এবারের বিগ বস সিজনে প্রতিযোগীদের কষ্ট সহ্য করতে হবে। অন্যান্য বারের থেকেও এবারের সিজন হবে বেশি চ্যালেঞ্জিং। বিগ বস সিজন ১৫-এর আগে ওটিটিতে বিশেষ রিয়্যালিটি শোতে ঝড় তুলে দেয়। করণ জোহারের সঞ্চালনায় নানান বিতর্কের জন্ম নিলেও হিট হয় বিগ বস ওটিটি। এবার টেলিভিশন অর্থাৎ বিগ বস তাঁর নিজের জায়গায় ফের ফিরে এসেছে। আগামিকাল অর্থাৎ ২ অক্টোবর কালার্স টিভিতে দেখা যাবে বিগ বস সিজন ১৫। সরাসরি দেখা যাবে ভুট টিভিতে।

জানা গিয়েছে, বিগ বস সিজন ১৫-তে দু’সপ্তাহ ধরে প্রতিযোগীদের জঙ্গলের সেটআপ কাটাতে হবে। এই সংক্রান্ত বিষয়ে প্রোমো কিছুদিন আগেই সম্প্রচার করেছিলেন সলমন খান। শুরুতেই সলমন জানিয়েছিলেন, ‘জঙ্গলে মঙ্গল নাকি দঙ্গল? হাসিখুশি মুখ দেখতে চাই কিন্তু ঝগড়া থাকুক। নিজের বন্ধু কিংবা ভালোবাসার মানুষদের সঙ্গে ঝগড়া হবে।’ বিগ বস ওটিটিতে থাকা কিছু প্রতিযোগী সরাসরি সিজন ১৫ তে সলমনের শোতে প্রবেশ করবেন বলে জানা গিয়েছে। সেই প্রতিযোগীদের মধ্যে থাকছেন শামিতা শেট্টী, প্রতীক শেহজপাল, নিশান্ত ভাট। বিগ বস সিজন ১৫ তে কিছু প্রতিযোগীর নাম সামনে এসেছে যারা থাকছেন। তালিকায় রয়েছেন, করন কুন্দ্রা, সিম্বা নাগপাল, বিধি পান্ডিয়া, বিশাল কোটেইন, শাহিল শ্রফ, মিয়াসা আইয়ার, তেজস্বী প্রকাশ, আকাশা সিং, ডোনাল বিস্ট ও উমার রিয়াজ।

শনি-রবিবার রাত ৯.৩০ নাগাদ ও সোম-শুক্র রাত ১০.৩০ সম্প্রচার হবে। শুধুমাত্র শনিবার ও রবিবার সঞ্চালনা করবেন সলমন খান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সন্তানদের মানুষ করতে পারছিনা’, চরম দারিদ্র্যে ইন্দর কুমারের প্রাক্তন স্ত্রী, হাত পাতলেন সলমানের কাছে

টাকার অভাবে হল না কিডনি প্রতিস্থাপন, অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

ডেবিউ ছবিতেই কামাল, মুক্তির দিনেই ২০ কোটি আয় করল আহান পান্ডের ‘Saiyaara’

‘ভেবেছিলাম মরেই যাব’, ক্যান্সারের কঠিন দিনগুলি কীভাবে পার করলেন মণীষা কৈরালা?

কুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল, মোনালিসার শুটিং দেখতে জনসমুদ্র, অবরুদ্ধ রাস্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ