এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বলিউডের সাড়া নেই, প্রতিবাদী কুস্তিগীরদের সমর্থনে গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রি

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে প্রতিবাদী কুস্তিগীরদের সমর্থনে গোটা দেশ। সরকারের ভয়াবহ রূপ দেখে ছিঃ ছিঃ করছে গোটা দেশ। মাস পাঁচেক ধরেই রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদে নেমেছে দেশের শীর্ষমানের কুস্তিগীর রা। রয়েছেন, সঙ্গীতা ফোগাট, ভিনেশ ফোগাট সহ একাধিক অলিম্পিক বিজয়ী কুস্তিগীররা। দিল্লি পুলিশের নগন্য অত্যাচার, সরকারের এহেন হিংসাত্মক রূপ দেখে গোটা দেশ ক্ষুব্ধ। গতকালই প্রতিবাদী কুস্তিগীররা নিজেদের অলিম্পিক পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই নিয়ে গোটা দেশ কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছে। যাদের জন্যে দেশ গর্বিত হয়েছে, সরকার তাঁদের পাশেই দাঁড়াচ্ছেন না। পুলিশের এই ভয়াবহ সংঘর্ষের বিরূপ নিন্দা করেছেন গোটা দেশ। কিন্তু বলিউডের কোনও সাড়া নেই দেখে অনেকেই সমালোচনা করছেন। চলমান কুস্তিগীরদের প্রতিবাদ সারা দেশে বিভিন্ন চলচ্চিত্র শিল্পে কর্মরত অসংখ্য লোকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

বলিউডকে আক্রমণ করে সিনিয়র অভিনেতা নাসিরুদ্দিন শাহ জানিয়েছেন, ‘এবার ক্রীড়াবিদদের উপর সিনেমা তৈরি করবে না কেউ?’ কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং সঙ্গীতা ফোগাটকে বল প্রয়োগ করে আটক করছে নিরাপত্তা কর্মীরা, এমন একটি কোলাজ শেয়ার করে, মালায়ালাম অভিনেতা টোভিনো থমাস ইনস্টাগ্রামে লিখেছেন, “তাঁরা আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে আমাদের খ্যাতি বাড়িয়েছে। পুরো জাতির আশাকে তাঁরা সাফল্যের রঙ দিয়েছে! তাঁদের ন্যায়বিচার জাতির প্রতিটি নাগরিকের প্রাপ্য। তারা যেন সেই ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। তাঁদের কথা শোনা উচিত এবং তাদের দাবি বিবেচনা করা উচিত। জয় হিন্দ।”

বিখ্যাত তামিল পরিচালক পা রঞ্জিত ক্রীড়াবিদদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের তীব্র নিন্দা করে টুইটে লিখেছেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তেরঙা পতাকা উত্তোলনকারী চ্যাম্পিয়নদের কোনো মর্যাদা ও সম্মান ছাড়াই এই ধরনের আচরণের সম্মুখীন হতে হচ্ছে। এটা লজ্জাজনক যে সরকার প্রতিবাদে সাড়া দেয়নি বা তাঁদের পদক নদীর জলে ডুবিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিও সাড়া দেয়নি। আমি অবিলম্বে সিংকে ডাব্লুএফআই এবং এমপির চেয়ারম্যান পদ থেকে অপসারণ এবং সিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি”। অভিনেত্রী রিতিকা সিং, বলেন, “এই মুহূর্তে অনুভূতি সারা বিশ্বের সামনে তাঁদের অসম্মান ও অমর্যাদা করা হচ্ছে! এ তো অমানবিক আচরণ করা! আমাদের তাঁদের পিছনে থাকা উচিত যেমন তারা ভারতের পিছনে রয়েছে।” তামিল অভিনেতা কালাইয়ারসান টুইটে জানিয়েছেন, “আমাদের চ্যাম্পিয়ন, যারা আমাদের গর্বিত করেছে তাঁদের ন্যায়বিচারের পেতে আমরা সবসময় চ্যাম্পিয়নদের সঙ্গে আছি।”

মালায়ালাম পরিচালক অঞ্জলি মেননও প্রতিবাদী ক্রীড়াবিদদের সমর্থন করে বলেছেন, “দেশের শীর্ষ কুস্তিগীরদের এমন অপমানের শিকার হতে দেখে হৃদয় কাঁদছে। অলিম্পিক স্বর্ণ বিজয়ী অভিনব বিন্দ্রাকে তাঁদের পাশে দাঁড়াতে দেখে খুব ভালো লাগছে। প্রতিটি ক্রীড়াবিদের একটি নিরাপদ এবং ক্ষমতায়ন পরিবেশ প্রাপ্য।” সম্প্রতি ভাইরাল হওয়া কুস্তিগীরদের মর্ফড ইমেজ এবং তার আসল সংস্করণের একটি কোলাজ শেয়ার করে, Uorfi জাভেদ জানিয়েছেন, “কেন লোকেরা তাঁদের মিথ্যা প্রমাণ করার জন্য এইরকম ফটো এডিট করে!” এদিকে IB71 তারকা বিদ্যুৎ জাম্মওয়াল ও সংবাদ সম্মেলনে বলেছেন, “এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাঁরা আমাদের ক্রীড়াবিদ এবং দেশের নাগরিক। তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া উচিত। আমার মনে হয় কর্তৃপক্ষ তাদের কথা শুনছে কিন্তু এরপর কি?”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গরমে নাজেহাল মানুষকে বাঁচাতে অভিনব উদ্যোগ অরিজিৎ সিংয়ের

চন্দননগরে প্রচারে গিয়েও প্রসিদ্ধ ‘জলভরা সন্দেশ’ চাখা হল না রচনার, কেন?

হোটেল পর্যন্ত ধাওয়া পাপারাজ্জিদের, মেজাজ হারালেন NTR জুনিয়র

নিখোঁজের ১ বছর পর বাহরাইন থেকে মিলল থাই মডেলের মৃতদেহ

ভোট দিতে গিয়ে বেহাল দশা ‘KGF’ তারকা যশের, সই-সেলফি তোলার বায়না ভক্তদের

১২ বছর বয়সে যৌন নিগ্রহের শিকার, সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিবাদ চূর্ণীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর