এই মুহূর্তে

যৌন হয়রানির শিকার চিন্ময়ী, তামিলনাড়ু মুখ্যমন্ত্রীকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিনিধি: তামিল গায়িকা চিন্ময়ী শ্রীপাদ। যিনি মাঝে মধ্যেই তাঁর সঙ্গে হওয়া অবিচারের জন্যে গর্জে ওঠেন। ২০০৫ সালে এক ছবির সেটে তামিল গীতিকার ভাইরামুথু তাঁকে যৌনহেনস্থা করায়, প্রতিবাদ করতে গিয়ে তামিল ইন্ডাস্ট্রি থেকে তাঁকে নিষিদ্ধ করা হয়েছিল। কিছুদিন আগেই এই বিষয়ে সুপারস্টার কমল হাসানের একটি বক্তব্যকে ঘিরে তুলোধনা করেছিলেন তিনি। যখন কমল হাসান দিল্লিতে যন্তর মন্তরে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নারী কুস্তিগীরদের সমর্থনে এগিয়ে এসেছিলেন। এবার তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের কাছে অনুরোধ করলেন চিন্ময়ী। যাতে তিনি অভিযুক্ত গীতিকার ভাইরামুথুর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেন। চিন্ময়ীর দাবি, বহু বছর ডিএম পার্টির সদস্যরা এবং স্ট্যালিনের ঘনিষ্ঠ লোকেরা এই বিষয়ে তাঁকে চুপ করার চেষ্টা করেছিলেন। এমনকী তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে আরও অনুরোধ করে বলেন, যাতে তিনি তামিলনাড়ুর সমস্ত কাজের জায়গা মহিলাদের জন্য নিরাপদ করে দেন।

চিন্ময়ীর কথায়, “শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী, স্যার, ভারত জুড়ে যখনই একটি মামলা নজরে আসে তখনই আপনি যৌন হয়রানির শিকার ব্যক্তিদের ন্যায়বিচারের জন্যে গর্জে ওঠেন। অনেক শিল্পে বিশেষ করে চলচ্চিত্র শিল্পে কোনও আইসিসি নেই। আপনার বন্ধু/সমর্থক মিঃ ভাইরামুথু যিনি আপনার সান্নিধ্য উপভোগ করেন। তামিলনাড়ুর অন্যান্যদের মতো আপনার দল তাঁকে সমর্থন করছে। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে প্রায় ৫ বছর নিষিদ্ধ ছিলাম। আমি 2018-2019 সালে NCW-তে একটি অভিযোগ দায়ের করেছিলাম, পুলিশ অফিসারদের হাতে লিখিত অভিযোগ দিয়েছিলাম। আমার কাছে ফোন কল রেকর্ড থাকা সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। ভাইরামুথু এবং ব্রিজ ভূষণের জন্য নিয়ম আলাদা হতে পারে না।” গায়কও বিষয়টিকে দিল্লিতে কুস্তিগীরদের চলমান বিক্ষোভের সঙ্গে তুলনা করেছেন।

তিনি শেষে বলেন, “এটি আপনার নাকের ডগায় ঘটছে। অনুগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। মানুষ রাজনৈতিক সংযোগের কারণে তাঁর বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। আমার শিল্পে সমস্ত ইউনিয়নে ICC এবং POCSO ইউনিট রয়েছে (যেহেতু শিশুরা গণমাধ্যমে নিযুক্ত এবং শিশু যৌন নির্যাতন থেকে নিরাপদ)- অনেক নারী এবং পুরুষ টিভি এবং চলচ্চিত্রে যৌন হয়রানির শিকার হচ্ছেন।”তাঁর পোস্টের মন্তব্য বিভাগে, একজন বলেন যে, ‘আমরা যদি কমল হাসানকে ভোট দিতাম, তাহলে এই ধরনের ঘটনা ঘটত না।’ উত্তরে গায়িকা বলেন, ‘আপনার কামাল স্যারও ভাইরামুথুর সঙ্গে একটি অনুষ্ঠান মঞ্চে এসেছিলেন। কামাল স্যার এবং স্ট্যালিন স্যারের মধ্যে কোন পার্থক্য নেই।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সত্যিই কি প্রেম করছেন, সোহিনীর সঙ্গে ছবি দিয়ে ফের জল্পনা উস্কে দিলেন শোভন

ভোট বেলাতে জোর টক্কর! রাজনীতিতে ডেবিউ করতে চলেছেন ‘কাপুর সিস্টার্স’

‘বিয়ে নয়, বাগদান সেরেছেন’! নিজেই রহস্যভেদ করলেন অদিতি

২০ বছর পর ভোট রাজনীতিতে ফের এন্ট্রি ‘হিরো নং 1’ গোবিন্দার

৫০ বছর বয়সে বাবা হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান

দইয়ের পর এবার হুগলীর ঘুগনিতে মুগ্ধ রচনা, খেলেন আবার খাওয়ালেনও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর