27ºc, Mist
Monday, 23rd May, 2022 7:05 am
নিজস্ব প্রতিনিধিঃ টলিউডে করোনার থাবায় আক্রান্ত একের পর এক তারকা। এবার এই তালিকা থেকে বাদ গেলেন না স্বয়ং ‘ইন্ডাস্ট্রি’ও। এবার করোনা আক্রান্ত হলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই জানালেন অভিনেতা। লিখলেন- ‘দুর্ভাগ্যজনক ভাবে আমি করোনা আক্রান্ত। চিকিৎসকের পরামর্শক্রমে আইসোলেশনে রয়েছি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব’। প্রসেনজিৎ এর এই পোষ্টের পরেই টলিপাড়ার তাঁর শুভানুধ্যায়ীরা দ্রত আরোগ্য কামনা করেছেন, সেখানে টুইট করে দেব লিখেছেন ‘ওয়েলকাম টু ক্লাব’। বলে রাখা ভালো, মজার ছলেই বুম্বাদাকে স্বাগত জানিয়েছেন দেব। কারণ কয়েকদিন আগে দেব নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার সেই তালিকায় সংযোজন হল প্রসেনজিতের নামও।
Welcome to the Club Dada 😜
— Dev (@idevadhikari) January 12, 2022
তবে শুধু দেব নন, সুপারস্টারের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দর্শনা বণিকসহ আরও অনেকে । সদ্য ‘আয় খুকু আয়’ ছবির কাজ শেষ করেছেন। দেবের ‘কাছের মানুষ’ ছবিতে কাজ করার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। যদিও করোনার ত্রাসে তা পিছিয়েছে। সম্প্রতি শুরু হওয়ার কথা ছিল এনা সাহার প্রযোজনায় ‘ডাক্তার কাকু’ ছবির কাজও।
করোনার গ্রাফ যে হারে বাড়ছে তাতে একের পর এক আক্রান্তের খবরে দিশেহারা সকলেই। টলিপাড়াতেও সেই তালিকা বেশ দীর্ঘ হয়েছে। রাজ-শুভশ্রী, মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, দেব, রুক্মিণী, সৃজিত মুখোপাধ্যায়, মিথিলা, শ্রীজাত, শ্রীলেখা, রূপম ইসলাম, স্বস্তিকা মুখোপাধ্যায় ও এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তালিকা।
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) January 12, 2022