এই মুহূর্তে




গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ ভারতীয় সিনেমার ‘হি-ম্যান’ তথা বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র দেওল। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। কী হয়েছে অভিনেতার? আগামী ডিসেম্বরে ৯০ বছরে পদার্পণ করবেন ধর্মেন্দ্র, তার মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কিংবদন্তি। তবে চিন্তার কোনও কারণ নেই। নিয়মিত চেকআপের জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। একটি সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ধর্মেন্দ্র বয়সজনিত রোগে ভুগছেন। কিছুদিন আগেই তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছে। তবে এই নিয়েও তিনি অভিনয়ে সক্রিয়। ইতিমধ্যেই তাঁর একাধিক ছবি আসন্ন।

জানা গিয়েছে, স্বাস্থ্যগত কিছু পরীক্ষার জন্যে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর কিছু হয়নি তাঁর। তবে অনেকদিন ধরেই হেমা মালিনী ও ধর্মেন্দ্রর সম্পর্ক ভাঙা নিয়ে গুজব চলছে। কেননা হেমার সঙ্গে এখন থাকেন না অভিনেতা। যদিও সম্প্রতি একটি সাক্ষাৎকারে, ধর্মেন্দ্রের ছোট ছেলে তথা অভিনেতা ববি দেওল প্রকাশ করেছিলেন যে, তার বাবা এখন তার মা অর্থাৎ প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে মুম্বইয়ের কাছে খান্ডালায় তাদের ফার্মহাউসে থাকেন। পাশাপাশি হেমার সঙ্গেও বর্ষীয়ান অভিনেতার সম্পর্ক বহাল রয়েছে। ধর্মেন্দ্র প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তার ফিটনেস এবং ওয়ার্কআউট ভিডিও শেয়ার করেন।

কয়েকদিন আগে, তিনি তার ফিজিওথেরাপি সেশনের একটি অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করেছিলেন। এবং এই বয়সেও স্বাস্থ্য-ফিটনেসের জোর দিয়েছিলেন। বুড়াত্বকে উপেক্ষা করে নিয়মিত ওয়ার্কআউট এবং ফিজিওথেরাপির মধ্যে থাকেন তিনি। আর অভিনেতার এমন আত্মবিশ্বাস ভক্তদের মুগ্ধ করেছিল। এদিকে, কাজের ক্ষেত্রে, ধর্মেন্দ্রকে পরবর্তীতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শ্রীরাম রাঘবনের ইক্কিস ছবিতে দেখা যাবে। ছবিটিতে মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও অভিনয় করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাহেবের জন্মদিনেই সম্পর্কে সিলমোহর ‘কথা’ সুস্মিতার, কীভাবে?

মুখ্যমন্ত্রী স্ট্যালিন-সহ তামিলনাড়ুর একঝাঁক তারকার বাড়িতে বোমা, হুমকি বার্তায় আতঙ্ক

‘আবারও আমার চরিত্র হননের চেষ্টা’, মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিলেন নোরা

আদালতে গিয়ে আত্মসমর্পণ, অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী মেহজাবিন

৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া, এখন কেমন আছেন কিংবদন্তি?

অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এবার অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ