নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডে শোকের লম্বা লাইন। দাদার মৃত্যুর দু বছরের মধ্যেই মারা গেলেন বোন। ২০২২ সালের ৭ জুলাই মারা যান কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। যার মৃত্যুর সঙ্গে সঙ্গে অবসান হয় বলিউডের একটি যুগের। বলিউডের আইকনিক অভিনেতার মৃত্যুর শোক আজও দগদগে হয়ে রয়েছে। স্বামীর একাধিক স্মৃতি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্ত্রী সায়রা বানু। বলিউডের প্রথম সুপারস্টার ছিলেন দিলীপ কুমার। তাই তাঁর কদর কখনই ভোলার নয়! স্বামীর মৃত্যুর পর এবার ননদকেও হারালেন সায়রা বানু। মারা গেলেন দিলীপ কুমারের ছোট বোন সাইদা ইকবাল খান। গত ২৩ সেপ্টেম্বর মুম্বইতে মারা গিয়েছেন তিনি। সোমবার সাঈদার পরিবার তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
গতকাল অর্থাৎ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার মেহবুব স্টুডিওতে সাঈদা খানের শোকসভা অনুষ্ঠিত হয়েছিল। তাঁর মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছে, সাঈদা দীর্ঘদিন ধরে বয়স্কজনিত অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সকালে তিনি তাঁর মুম্বাইয়ের বান্দ্রার মেহবুব স্টুডিওতে অর্থাৎ তাঁর বাংলোতেই মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর খবর জানিয়ে পরিবারের তরফ থেকে বিবৃতিতে বলা হয়, “তিনি আমাদের হৃদয়ে সবসময় বেঁচে থাকবেন। তিনি তাঁর অসীম সাহস, করুণা এবং অনন্য প্রেমময় ব্যক্তিত্বের জন্য সর্বদা আমাদের স্মরণে থাকবেন।” প্রয়াত অভিনেতা মেহবুব খানের ছেলে ইকবালকে বিয়ে করেছিলেন সাঈদা খান। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।
তাঁর স্বামী, ইকবাল, ২০১৮ সালে মারা যান। তিনি তাঁর মেয়ে ইলহাম এবং ছেলে শাকিব কে রেখে গিয়েছেন, যারা তার যত্ন নিচ্ছিলেন। প্রসঙ্গত, দিলীপ কুমারের ছয় বোন ছিলেন—ফৌজিয়া খান, সাকিনা খান, তাজ খান, ফরিদা খান, সাঈদা খান এবং আখতার আসিফ। তারও পাঁচ ভাই ছিল- নাসির খান, আসলাম খান, এহসান খান, নূর মোহাম্মদ, আইয়ুব সারওয়ার।