নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে উৎসবের মরসুম শেষ পর্যায়ে। আলোর উৎসবও শেষ। কিন্তু এখনও মানুষ পটকা, আতশবাজি পুড়িয়েই চলেছেন। যদিও দিওয়ালি উৎসবের আগেই সুপ্রিমকোর্ট আতশ বাজি পোড়ানোর নিয়মকানুন আবারও মনে করিতে দিয়েছিলেন দেশবাসীদের। কিন্তু কে শোনে কার কথা! মানুষ উৎসবের আনন্দে মজে রাতভর আতশবাজি ফাটিয়েছেন। এর ফলে বায়ু যেমন দূষিত হয়েছে, তেমনি রাতভর বাজি ফাটানোর ফলে সাধারণ মানুষের ঘুমের ব্যাঘাত ঘটেছে। শুধু সাধারণ মানুষ নয়, সেলিব্রিটিরাও বিপাকে পড়েছিলেন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাইক, খুব শীঘ্রই তিনি মা হতে চলেছেন। অভিনব শুক্লার সঙ্গে তিনি প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয়, প্রায়শই গর্ভাবস্থার ছবি এবং ভিডিও শেয়ার করেন।
গতকাল ভাইফোঁটার মরসুম শেষ হয়েছে। মানুষ গভীর রাত পর্যন্ত পটকা ফাটিয়েছেন। এতে অভিনেত্রীর রীতিমতো ঘুমের ব্যাঘাত ঘটেছিল। তাই অভিনেত্রী এদিন সবাইকে পটকা ফাটানো বন্ধ করতে বলেছিলেন ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে। অভিনেত্রী বলেছিলেন যে দীপাবলি শেষ হয়ে গেছে, ১০ ই নভেম্বর থেকে মানুষ প্রতিদিন ভোর ৩ টা পর্যন্ত পটকা ফাটাচ্ছে। যা দেশের যেমন বায়ু দূষণ করেছে, তেমনি পটকা তাঁর ঘুমের উপর প্রভাব ফেলছে। কিন্তু অভিনেত্রীর এই কথা একেবারেই বরদাস্ত করতে পারেননি কিছু লোক। এই কারণে তাঁরা রুবিনাকে হিন্দু বিরোধী প্রচার বন্ধ করতে বলেছেন। তাঁকে তার মন্তব্য মুছে ফেলার হুমকি দিয়েছেন অনেকেই, অন্যথায় তারা তাঁর বিরুদ্ধে বয়কট প্রচার শুরু করবে। রুবিনা দিলাইক তার টুইটার হ্যান্ডেলে (এখন এক্স নামে পরিচিত) এদিন ট্রলদের ডাক দেন। তার পোস্টের নীচে মন্তব্যের একটি স্ন্যাপশট শেয়ার করে, রুবিনা বিদ্বেষীদের সম্বোধন করে বলেছেন যে, তিনি জ্ঞান দিচ্ছেন না। বরং বলেছেন উৎসব পালন করুন কিন্তু কখনই অন্যদের কষ্ট না দিয়ে।
অবশেষে, রুবিনা পটকা সম্পর্কে তার আগের একটি টুইট পুনরায় শেয়ার করে লিখেছেন, “দীপাবলি, আলোর উত্সব, শ্রী রামের অযোধ্যায় ফিরে আসার উদযাপন! আচ্ছা, রামায়ণে ১০ দিনের জন্য পটকা ফাটানো কখনও উল্লেখ করা হয়নি, তাই আপনি সমস্ত ছদ্ম হিন্দু প্রচার এজেন্টরা, যান এবং আপনার অর্থপ্রদানের অ্যাকাউন্ট এবং জাল আইডি হাইলাইট করার জন্য অন্য কাউকে খুঁজুন! সাহস করবেন না”। রুবিনা গত ৫ থেকে ৬ দিনে ঘুমোতে পারেননি। যা তার শরীরকে প্রভাবিত করেছে।