এই মুহূর্তে

আথিয়া শেট্টির সই জাল করে কোটি টাকা প্রতারণার অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি: সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টির সাক্ষর নকল করে জালিয়াতি! সোমবার (৫ জানুয়ারী) আম্বোলি পুলিশ তিন চলচ্চিত্র ব্যক্তিত্বের সই নকল ও জাল নথিপত্রের মাধ্যমে হরি মিডিয়া নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের থেকে ১.৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই সংস্থার প্রাক্তন সিনিয়র ম্যানেজার ঋষভ সুরেকা, হুরয় মুভিজের সিইও যশ নাগরকোটি এবং আশয় শাস্ত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে। ঋষভ সুরেকার বিরুদ্ধে বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির স্বাক্ষর নকল এবং অভিনেতা আরশাদ ওয়ার্সির নামে একটি জাল ইমেল আইডি তৈরি করে জালিয়াতি চালানোর অভিযোগ রয়েছে। বিজ্ঞাপন এবং বিপণন পরিষেবা প্রদানকারী হরি মিডিয়া নেটওয়ার্কের প্রধান কার্যালয় রয়েছে হরিয়ানায়। পাশাপাশি তাঁদের একটি শাখা যশরাজ ফিল্মসের বিপরীতে মুম্বইয়ের আন্ধেরিতেও রয়েছে। সূত্রের খবর, ২০২৩ সালের জুলাই মাসে এই সংস্থায় ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছিলেন ঋষভ সুরেকা।

তিনি সংস্থার ব্র্যান্ডিং, প্রকল্প সমন্বয়, আর্থিক দিক, সিইওর সঙ্গে যোগাযোগ পরিচালনা করতেন। জানা যায়, তিনি এই সংস্থায় যোগদানের পরপরই, মায়ের চিকিৎসার জন্য ১৫ লক্ষ টাকার সুদমুক্ত ঋণ নিয়ে ছিলেন। একাধিক জাল ইনভয়েসের মাধ্যমে তাঁর জালিয়াতি প্রকাশ পেয়েছে। এরপর ২০২৪ সালের অগস্টে, সুরেকা দাবি করেছিলেন যে, অভিনেত্রী দিয়া মির্জা অভিনীত হ্যাভেলস প্রকল্পের জন্য হুররে মুভিজের ৩১ লক্ষ টাকা প্রয়োজন, তিনি তাঁর সংস্থা থেকে এটির অনুমোদন করে নেন। এরপর তিনি হুররে মুভিজকে বলেন, তাঁকে ৬২ লক্ষ টাকা অর্থ প্রদান করতে হবে। কিন্তু কাজ শেষ হওয়ার পর, নাগরকোটি ভিডিওটি আটকে রাখেন এবং সুরেকার একটি জাল ইমেলের উদ্ধৃতি দিয়ে অতিরিক্ত টাকা দাবি করেন। ভিডিওটি প্রকাশের পর ওই সংস্থা অতিরিক্ত ১৯ লক্ষ টাকা দেয়।

তদন্তে জানা যায়, সুরেকা, নাগরকোটি এবং শাস্ত্রী হ্যাভেলস, মাহিন্দ্রা লাইফস্পেসেস, রিয়েলমি নম্বর সিরিজ এবং বিড়লা এস্টেটের মতো ব্র্যান্ডের নামে জাল বিল জমা দেওয়ার ষড়যন্ত্র করেছিল। এই জাল বিলগুলিতে থাকা মোট টাকার পরিমাণ ৫২ লক্ষ টাকারও বেশি। যা সুরেকার ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছিল। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে, সুরেকা ম্যাট্রিক্স এন্টারটেইনমেন্ট, আথিয়া শেট্টির প্রতিভা ব্যবস্থাপকদের সঙ্গে যোগাযোগ করেন। এবং অভিনেত্রীর সংস্থার ইমেলের অপব্যবহার করেন। খান্না জুয়েলার্সের সঙ্গে ৪০ লক্ষ টাকার বিজ্ঞাপন চুক্তি করে। সেই জাল চুক্তিতে আথিয়া শেট্টির স্বাক্ষর নকল করে তিনি জুয়েলার্সের কাছ থেকে ১৫ লক্ষ টাকা আদায় করেন। শুধু তাই নয় আথিয়া এবং ক্রিকেটার কেএল রাহুলকে জড়িত করে একটি জাল জোমাটো ইনভয়েসও তৈরি করেছিলেন। এইভাবে জালিয়াতির জাল বিছিয়ে ছিলেন সুরেকা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সামনেই মাধ্যমিক, শুটিংয়ের ফাঁকে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পর্দার কুসুম, লাজবন্তী?

বয়স পেরিয়েছে ৩৮, কবে বিয়ে করবেন? মুখ খুললেন শ্রদ্ধা কাপুর

নতুন বছরে দর্শকদের উপহার, ফের জুটিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, পরিচালক কে?

কবে রিলিজ হবে ‘বর্ডার ২’? সানি দেওলের কাছে জানতে চাইলেন পাকিস্তানি ভক্ত

‘আমি তাঁর গার্লফ্রেন্ড নই’, কার্তিক আরিয়ানের সঙ্গে ডেটিংয়ের গুজব ওড়ালেন ব্রিটিশ কিশোরী

কারুরে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় অভিনেতা বিজয়কে তলব CBI-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ