এই মুহূর্তে




‘বর্ডার 2’ থেকে বাদ পড়ছেন না দিলজিৎ, ভূষণ কুমারের অনুরোধে নিষেধাজ্ঞা তুলল FWICE




নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ছবি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিখ্যাত অভিনেতা গায়ক দিলজিৎ দোসাঞ্জ। দিন কয়েক আগেই রিলিজ করেছেন ‘সর্দারজি 3’। কিন্তু বিতর্কের জেরে ভারতে মুক্তি পায়নি এই ছবি। কিন্তু পাকিস্তানে রমরমিয়ে চলছে ‘সর্দারজি 3’। আসলে পহেলগাঁও সন্ত্রাসী (২২ এপ্রিল) হামলার প্রতিশোধ তুলতে পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করেছে ভারত। পাশাপাশি পাক তারকাদেরও দেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। বলিউড কোনও পাক তারকাকে নিয়ে ছবি নির্মিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনটাও হুঙ্কার দিয়েছে ভারতীয় শিল্প সংগঠনগুলি। এত কিছুর পরেও পাক অভিনেত্রী হানিয়া আমির, কীভাবে ‘সর্দারজি 3’-তে জায়গা পেল, তা নিয়েই বিতর্ক তুঙ্গে। আর ছবিতে হানিয়ার সঙ্গে জুটি বেঁধে বিপাকে পড়েছেন দিলজিৎ। তাঁর ভারতীয় নাগরিকত্বও বাতিল করার আবেদন জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে। যদিও ছবির নির্মাতারা জানিয়েছেন পহেলগাঁও হামলার অনেক আগেই সর্দারজি 3-র শুটিং হয়ে গিয়েছিল।

পাশাপাশি শোনা গিয়েছিল, বিতর্ক চলাকালীন ‘বর্ডার 2’ থেকেও বাদ পড়তে পারেন দিলজিৎ। আপাতত তা হচ্ছে না। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাই তাঁকে বর্ডার ২-এর শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। চলচ্চিত্র সংস্থাটি জানিয়েছেন যে, দেশাত্মবোধক চলচ্চিত্রের প্রযোজক ভূষণ কুমার ব্যক্তিগতভাবে দিলজিৎকে কাজ করার অনুমতি দেওয়ার জন্য তাঁদের কাছে আবেদন করে ছিলেন। সেই কারণে তাঁকে বর্ডার 2 থেকে বাদ দেওয়া হচ্ছেনা। কারণ ছবিটির অর্ধেক শুটিং হয়ে গিয়েছে। সমিতির সভাপতি বিএন তিওয়ারি প্রকাশ করেছেন যে, ভূষণ ব্যক্তিগতভাবে আবেদন করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে FWICE-এর সঙ্গে যুক্ত প্রবীণ চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত বলেছেন, “একটি সতর্কতার পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তবে দিলজিতের বিরুদ্ধে আমাদের অসহযোগিতা অব্যাহত রয়েছে। অন্য যে কেউ তাঁকে দলে নিলে সেই পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। এর ফলে যে আর্থিক ক্ষতি হতে পারে তার জন্য ফেডারেশন দায়ী থাকবে না ভবিষ্যতের প্রকল্পগুলিতে দিলজিতের বিরুদ্ধে অসহযোগিতা অব্যাহত থাকবে। ভূষণজি এবং তাঁর দল আমাদের ব্যাখ্যা করেছিলেন যে, ছবিটি প্রায় ৮০-৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে। দিলজিতের সঙ্গে বেশিরভাগ কাজ শেষ। তাই, তিনি ফেডারেশনের কাছে এই ছবিটি সম্পন্ন করার অনুমতি চেয়েছিলেন এবং ভবিষ্যতে তিনি তাঁকে আর কোনও ছবিতে নেবেন না। তিনি এই অনুরোধ করেছিলেন বলে আমরা দিলজিৎকে ছবিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” এদিকে গুজব উড়িয়ে দিলজিৎ ২ জুলাই বর্ডার ২ এর সেট থেকে কয়েকটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাকে ইউনিফর্ম পরিহিত, নেভি ব্লু পাগড়ি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। তিনি ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ডে মূল বর্ডারের আইকনিক ট্র্যাক “স্যান্ডেস আতে হ্যায়” যোগ করেছিলেন। বর্ডার ২-তে আরও অভিনয় করেছেন সানি দেওল, বরুণ ধাওয়ান এবং আহান শেট্টি। বর্ডার ২ সম্ভবত ২৩ জানুয়ারী, ২০২৬ তারিখে মুক্তি পাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভেবেছিলাম মরেই যাব’, ক্যান্সারের কঠিন দিনগুলি কীভাবে পার করলেন মণীষা কৈরালা?

কুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল, মোনালিসার শুটিং দেখতে জনসমুদ্র, অবরুদ্ধ রাস্তা

‘কিংডম’ রিলিজের আগেই অসুস্থ বিজয় দেবেরাকোন্ডা, হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

মহারাষ্ট্র বিধানসভায় ধুন্ধুমার! ‘হাম হোঙ্গে কাঙ্গাল’ গেয়ে ফের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন কুণাল কামরা

ঐশ্বর্য, প্রিয়াঙ্কার মতো তিনিও বিশ্বসুন্দরী, কিন্তু বলিউডে কেন ঠাঁই হল না যুক্তার?

শুটিং শুরুর আগেই ‘ডন ৩’ থেকে বেরিয়ে গেলেন বিক্রান্ত ম্যাসি, খলনায়ক তবে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ