এই মুহূর্তে




‘অতিরিক্ত খাটুনি ও ক্লান্তির কারণেই অসুস্থতা’, হাসপাতাল থেকে ছাড়া পেয়েই জানালেন গোবিন্দা

নিজস্ব প্রতিনিধিঃ কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর ‘ভুয়ো’ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তোলপাড় পড়ে যায় গোটা দেশে। সেই আবহেই আরও একটি খবর প্রকাশ্যে আসে।জানা যায়, অসুস্থ বলিউডের ‘হিরো নং ওয়ান’ গোবিন্দাও। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে তিনি বাড়িতেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গেই অভিনেতাকে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। আর এই খবরটি প্রকাশ্যে আসা মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। তবে চিন্তার কারণ নেই, ভাল আছেন গোবিন্দা। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ দুপুরে অভিনেতা নিজেই স্যুটেড ব্যুটেড হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে নিজের স্বাস্থ্যের আপডেট দিয়েছেন। ৬১ বছর বয়সী অভিনেতা বলেছেন, ‘আমি ভাল আছি, মাথা ঘোরা, ক্লান্তির কারণে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। অতিরিক্ত পরিশ্রমের কারণে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। তবে যোগব্যায়াম এবং প্রাণায়াম ভাল, কিন্তু অতিরিক্ত ব্যায়াম করা কঠিন। আমি আমার ব্যক্তিত্বকে আরও উন্নত করার চেষ্টা করছি। আমার মনে হয় যোগব্যায়াম-প্রাণায়াম ভাল। চিকিৎসকেরা আমাকে ওষুধ দিয়েছেন।’

গতকাল রাতে বাড়িতে অস্থির বোধ করার পর অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং এখন তাকে বিশ্রাম, হালকা ব্যায়াম এবং ধ্যানের উপর মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাকে একজন স্নায়ু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে বলা হয়েছে। ডিসচার্জের পর অভিনেতাকে সুস্থ অবস্থায় দেখে সোশ্যাল মিডিয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অভিনেতার ভক্তরা। গোবিন্দের বন্ধু এবং আইনি উপদেষ্টা ললিত বিন্দালের মতে, সকালে তাকে হাসপাতালের জরুরি ওয়ার্ড থেকে একটি সাধারণ কক্ষে স্থানান্তরিত করা হয়েছিল। জানা গিয়েছে, অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে টেলিফোনে চিকিৎসকের পরামর্শে অভিনেতাকে প্রাথমিকভাভবে ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কোনও সুরাহা না হওয়ায় গতকাল রাত ১ টায় জরুরি অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক বছরের মধ্যে দ্বিতীয়বার গোবিন্দা হাসপাতালে ভর্তি হলেন।

গত বছর, অক্টোবরে, গোবিন্দা বাড়িতেই তাঁর লাইসেন্স প্রাপ্ত রিভলভার থেকে ভুলবশত গুলি চালিয়ে নিজেকে আহত করেছিলেন, তাঁর পায়ে গুলি লেগেছিল। হাঁটুর নীচে ক্ষত নিয়ে অভিনেতাকে দ্রুত জুহুর তার বাড়ির কাছে ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল। এক ঘন্টা ধরে অস্ত্রোপচারের পর গুলিটি বের করা হয়। ঘটনার তিন দিন পর গোবিন্দাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ১৯৮০ এবং ১৯৯০ এর দশকের শেষের দিকে ইলজাম (১৯৮৬), লাভ ৮৬ (১৯৮৬) এবং ইশক মে জিনা ইশক মে মারনা (১৯৯৪) এর মতো চলচ্চিত্রের মাধ্যমে এই অভিনেতা খ্যাতি অর্জন করেন। ডেভিড ধাওয়ানের মতো পরিচালকদের সঙ্গে তাঁর সহযোগিতায় কুলি নম্বর ১, হিরো নম্বর ১, রাজা বাবু এবং পার্টনারের মতো হিট ছবি তৈরি হয়। কমেডির বাইরে, গোবিন্দা আরও গুরুতর বা নাটকীয় চরিত্রে স্মরণীয় অভিনয় করেছেন, তার ৩ দশকেরও বেশি সময় ধরে ক্যারিয়ারে তার বহুমুখী প্রতিভা প্রদর্শন করেছেন। তার শেষ ছবি ছিল রঙ্গিলা রাজা, যা ২০১৯ সালে মুক্তি পায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফর্মে ফিরল ‘পরশুরাম’, টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’-র, শীর্ষাসন দখলে কার?

বিরাট পদক্ষেপ! দুবাইয়ে ‘আল্ট্রা-লাক্সারি’ প্রাইভেট আইল্যান্ড তৈরি করতে চলেছেন রণবীর-আলিয়া

‘আপনাদের লজ্জা নেই?’ ধর্মেন্দ্রর জুহুর বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড় দেখে চটলেন সানি দেওল

জনসমক্ষে রশ্মিকার হাতে আদরের চুম্বন, তবে কী সম্পর্কে সিলমোহর দিয়েই দিলেন বিজয়?

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

‘যব মেট জয়-বীরু’, একাই গাড়ি চালিয়ে বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে গেলেন অমিতাভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ