এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গোবিন্দার জন্যেই ‘হিরো নং 1’-এর শুটিং ৩ দিন আটকে ছিল, অভিযোগ ওড়াল টিম

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ২০ বছর রাজনীতিতে ফেরার আনন্দে আটখানা মেজাজে রয়েছেন গোবিন্দা। সপ্তাহ কয়েক আগেই তিনি মহারাষ্ট্রের একনাথ শিন্ডে দলে যোগ দিয়েছেন। লোকসভা নির্বাচনে শিন্ডের দলের হয়ে মুম্বইয়ের উত্তরে টিকিট পেয়েছেন তিনি। যে অঞ্চল থেকে ২০০৪ সালে কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়েছেন তিনি এবং জিতেওছেন। কিন্তু তিনবছর রাজনীতি করার পর ছেড়ে দেন। অবশেষে ২০ বছর পর আবার ও রাজনীতিতে প্রত্যাবর্তন করলেন অভিনেতা।তাই এখন সংবাদের আলোচনায়ও রয়েছেন প্রবীণ অভিনেতা। কিন্তু এই আবহেই গোবিন্দার বিরুদ্ধে একটি অনৈতিক খবর সামনে এল। তাঁর অভিনীত বিখ্যাত ছবি ‘হিরো নং 1’-এর শুটিং গোবিন্দার জন্যেই দেরিতে শেষ হয়, তিনি নাকি ইচ্ছে করেই শুটিংয়ে আসেননি। আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে বহু প্রতীক্ষিত সিনেমা ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। ছবিটির প্রথম সিক্যুয়েলে কাজ করেছিলেন গোবিন্দা এবং অমিতাভ বচ্চন।

ছবির প্রযোজক বাশু ভগনানি সম্প্রতি একটি সাক্ষাৎকারে হিরো নং ১-এর একটি অভিজ্ঞতা স্মরণ করে বলেন, এই ছবির সুইজারল্যান্ডের শুটিংয়ের সময়ে তিন দিন গোবিন্দা সেটে উপস্থিত হননি, যদিও শেষ পর্যন্ত তিনি যখন সেটে অবতরণ করেন, তখন একদিনেই বেশিরভাগ কাজ শেষ করেন। কিন্তু বিষয়টির বিরোধিতা করেছেন গোবিন্দার ম্যানেজার শশী সিনহা। তাঁর কথায়, ‘এখন এসব বলার কোনও মানে হয় না’। আমি গোবিন্দার ছবির শুটিং সমন্বয় করার জন্য দায়ী ছিলাম। এমনকি যদি তিনি (গোবিন্দা) দিনে ২-৩ ঘন্টা দেরি করেন তবে তা স্বাস্থ্যগত কারণে, বা ফ্লাইটে বিলম্ব হওয়ার কারণেই হয়েছে। এমনকি বাসু ভগনানিও স্বীকার করেছেন যে গোবিন্দা জি দেরি করলেও তিনি সময়মতো তাঁর কাজ শেষ করেছিলেন।” শশী আরও বলেন, “আমরা সবাই বাসু স্যারকে অনেক সম্মান করি। আমাদের প্রথম দিনগুলোতে আমরা তাঁর সঙ্গে অনেক কাজ করেছি। এত বছর অভিনেতা ও প্রযোজকদের মধ্যে আমার একটা যোগসূত্র রয়েছি। কিন্তু এত বছর পর এখন এই সব কথা তুলে কি লাভ। যদি কোনো সমস্যা থাকে, আমরা তার সঙ্গে বসে সমাধান করতে প্রস্তুত।”

প্রসঙ্গত, সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বাসু বলেছিলেষ, “লোকেরা গোবিন্দা সম্পর্কে যাই বলতে পারে, তবে তার সঙ্গে আমার একটি দুর্দান্ত ট্র্যাক রেকর্ড রয়েছে এবং তিনি আমার কাছে খুব ভাল ছিলেন। কখনও কখনও তিনি দুই ঘন্টা দেরিতে, সেটে এলেও সবসময় কাজ শেষ করেই যেতেন।” এরপর তিনি ডেভিড ধাওয়ান পরিচালিত হিরো নং 1-এর একটি ঘটনাও স্মরণ করে বলেছিলেন যে, এই ছবিতে শুটিংয়ে গোবিন্দা সময়মত সুইজারল্যান্ডে না আসার কারণে ৭৫ জনের পুরো ইউনিট সুইজারল্যান্ডে তিন দিন ধরে বসেছিল। তিনদিন পর তিনি যখন ফোনে গোবিন্দাকে জিজ্ঞেস করলেন যে, ‘আপনি যদি না আসেন, তাহলে আমরা ফিরে আসব।’ তিনি বিরক্ত হয়ে বললেন আমি আসছি। সকাল ৬টায় তিনি অবতরণ করেন। এয়ারপোর্টে তাকে নিতে গিয়েছিলাম। তিনি ভ্যানে বসেছিলেন এবং আমরা ১০-১৫ মিনিটের জন্য একে অপরের সঙ্গে কথা বলিনি। তারপর সে বলে ‘আমি শেভ করতে চাই’ এবং আমি ভেবেছিলাম, সকাল ৬ টায় কোন কোথায় তিনি শেভ করবেন। এরপর পেট্রোল পাম্পে নিয়ে গেলাম। আমরা এক ইউরো দিয়ে একটি মৌলিক রেজার কিনলাম। সেখানে বাথরুমে দ্রুত শেভ করেন গোবিন্দা। সকাল সাড়ে ৭টায় তিনি প্রথম শট দেন। এটি ছিল ছবির ১ নম্বর গান। একদিনেই গানের ৭০ শতাংশ শেষ করেছেন তিনি। তিনি তিন দিন সেখানে ছিলেন না কিন্তু তিনি একদিনেই এটির ৭০ শতাংশ শেষ করেছিলেন। এটা প্রশংসার যোগ্য।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রেভ পার্টিতে ফুর্তি করছেন তেলেগু অভিনেত্রী, বিপাকে পড়েই কী সাফাই হেমার?

ভারতীয় নাগরিকত্ব ফিরে পাওয়ার পর প্রথমবার ভোট দিলেন অক্ষয়

লাইন দিয়ে ভোট দিলেন জাহ্নবী, রাজকুমার, ধর্মেন্দ্র, গুলজার, তব্বু, গোবিন্দারা

অপেক্ষার অবসান! বিয়ের ৩ বছর পর মা হলেন ইয়ামি, ছেলে না মেয়ে হল?

ভোটের পরেই ছেলেকে নিয়ে ঘুরতে যাবেন রচনা

মুরলিকান্ত পেটকারের বায়োপিক এবার পর্দায়, ফুটিয়ে তুলবেন কার্তিক আরিয়ান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর