-273ºc,
Friday, 2nd June, 2023 3:19 am
নিজস্ব প্রতিনিধি: বাংলার মেয়ে তাঁর রাজ-সংসার নিয়ে বাংলায় ফিরলেন। যদিও এর পেছনে রয়েছে বিশেষ কারণ। দুই মেয়ের মুখে ভাত। ১ বছরের মধ্যেই দুই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দোপাধ্যায়। বঙ্গতনয়া হলেও মুম্বইতেই তাঁর রাজকার্য। সেখানেই কেরিয়ার গড়ে তোলা, এবং স্বামী গুরমিতের সঙ্গে সংসার প্রতিস্থাপন করা। দুই সন্তানের জননী হওয়া। মুম্বই টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় দম্পতি তাঁরা।
প্রথম মেয়ে লিয়ানার জন্মের চারমাসের মধ্যেই দেবিনার দ্বিতীয়বার গর্ভধারণ করা, সন্তান প্রসব করা। এই নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি। কিন্তু তাতে কি, সফলভাবেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন দেবিনা। বর্তমানে গুরমিত এবং দেবীনার দুই মেয়ে লিয়ানা এবং দিবিশা। তাঁদের জন্মদিন ও মুখেভাত উপলক্ষে গোটা পরিবারকে নিয়ে কলকাতায় এসেছেন দেবিনা।
এই তারকা জুটির প্রথম সন্তান লিয়ানা ৩ এপ্রিল ১ বছর পূর্ণ করবে। আর ঠিক সেসময়েই মুখেভাত দ্বিতীয় সন্তানের। দেবিনা তাঁর কলকাতায় আসার আভাস আগেই দিয়ে ছিলেন। তবে সেই সময় লিয়ানার জন্মদিনের কথা জানালেও ছোট মেয়ে দিবিশার ‘অন্নপ্রাশন’-এর কথা জানান নি। এদিন নিজেই তাঁর দুই সন্তানের জন্মদিন ও মুখেভাত সেলিব্রেশনের ছবি পোস্ট করলেন। বিশেষ দিনে ম্যাচিং পোশাকে সেজে উঠল দুই বোন। লাল এবং বেইজ ব্রোকেডের পোশাকে দুজনেই যেন ডলপুতুল। লাল পাড়ের সাদা শাড়ি পরেছিলেন দেবিনাও। চুলের খোঁপায় ফুলের মালা।
ধুতি-পঞ্জাবিতে গুরমিতও পুরো বাঙালি বাবু। একদিনে পুরো পরিবার একসঙ্গে কাটালেন। ২০০৮ সালে রামায়ণের সেটে প্রথম আলাপ দেবিনা আর গুরমিতের। তারপর ২০১১ সালে বিয়ে, বিয়ের পর বহুবছর পর ২০২২ সালের ৩ এপ্রিল জন্ম হয় প্রথম সন্তান লিয়ানার। লিয়ানার ৩ মাসের মাথায় ২০২২ সালের ১১ নভেম্বর দিবিশার জন্ম দেন দেবিনা।