এই মুহূর্তে

২০২৬-এ বিয়ে করলেই বিচ্ছেদ চূড়ান্ত, হানিয়া আমিরকে সাবধান করলেন জ্যোতিষী

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও জ্যোতিষ ভবিষ্যদ্বাণীতে বিশ্বাসী। বর্তমানে অনেক জ্যোতিষী প্রকাশ্যে তারকাদের ভবিষ্যদ্বাণী করেন। আর ২০২৬ সাল শুরু হতে না হতেই পাকিস্তানের বিনোদন জগতে খুশির আবহাওয়া। আবারও তাজা হয়েছে অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসাম আজহারের প্রেমের গুঞ্জন। অনেকেই বলছেন, এই বছরে তাঁদের চার হাত এক হবে। কিন্তু এই আনন্দের মধ্যেই একজন প্রখ্যাত জ্যোতিষী দিলেন এক সতর্কবার্তা। জানালেন, এই বছর যদি হানিয়া বিয়ে করেন, তাহলে তাঁদের সম্পর্ক ভাঙার সম্ভাবনা রয়েছে। আনন্দের মধ্যেই দুঃখের খবর। তবে জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণী সবসময় যে প্রযোজ্য হয়েছে তা নয়। কিন্তু কিছু কিছু বার্তা ফলেছে।

জানা যায়, ২০১৮ সালে সম্পর্কে জড়িয়ে পড়েন হানিয়া ও আসিম। তাঁদের প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। কিন্তু ২০২০ সালে তাঁদের সম্পর্কের ইতি ঘটে। এরপর আসিম আজহারের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি তাঁদের বাগদান ভেঙে যায়। এর পর থেকে আবারও হানিয়া ও আসিমের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে তাঁদের একসঙ্গে ছবি ভাইরাল, বিভিন্ন পাবলিক ইভেন্টে তাঁদের একসঙ্গে উপস্থিতি, সবটাই ভক্তদের কাছে তাঁদের সম্পর্ক পুনঃস্থাপনের বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। তাই গুঞ্জন এই বছর তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন।

এমন গুঞ্জনের মাঝেই নাদিয়া খানের ‘রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে জানালেন, ২০২৬ সালে বিয়ে এড়িয়ে হানিয়ার কেরিয়ারের দিকে মনোনিবেশ করাই ভাল হবে। যদি হানিয়া এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে তাঁদের সম্পর্ক ভাঙনের প্রবল সম্ভাবনা রয়েছে, যা তা ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে যিনি হানিয়ার পূর্বের ব্রেকআপের পূর্বাভাস দিয়েছিলেন সেই জ্যোতিষী কিনান চৌধুরী জানিয়েছেন, হানিয়া বর্তমানে নতুন সম্পর্কে রয়েছেন এবং এই বছরই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। তবে সব ধরণের জল্পনা-কল্পনার মাঝেও হানিয়া আমির বা আসিম আজহার কেউই এখনও বিয়ে সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লিতে ভয়ঙ্কর হত্যাকাণ্ড, আর্থিক টানাটানির জেরে মা-ভাই-বোনকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবকের, রইল ভিডিও

জ্যান্ত সাপ নিয়ে পুলিশকে ভয় দেখাল অটোচালক, তার পর যা ঘটল………

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের বাড়ি লক্ষ্য করে চলল গুলি, আটক ১

পারিশ্রমিকে তরুণ অভিনেতাদের টেক্কা, ‘বর্ডার 2’-এর জন্যে কত কোটি নিচ্ছেন ‘বুড়ো’ সানি দেওল?

‘Sorry মাম্মি-পাপা, আমি ভাল মেয়ে হতে পারিনি’, চিঠে লিখে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী

মোদির রাজ্যে পঞ্চায়েতের দুর্নীতি ফাঁস করায় কৃষককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ