এই মুহূর্তে




অসুস্থ ধর্মেন্দ্র, হাসপাতালে ভর্তি, এখন কেমন আছেন? জানালেন স্ত্রী হেমা মালিনী

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই খবরের শিরোনামে উঠেছিল যে, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। খবরটি প্রকাশ্যে আসা মাত্রই দেশজুড়ে তোলপাড় পড়ে যায়। কিন্তু পরক্ষণেই জানা যায়, উদ্বেগের কিছু নেই। রুটিন চেকআপের জন্যে বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তবে এখন তিনি সুস্থ আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী তথা প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী। আগামী ডিসেম্বরে ৯০ বছরে পদার্পণ করবেন ধর্মেন্দ্র, তার আগেই তাঁর অসুস্থতার খবর গোটা দেশকে উদ্বিগ্ন করেছিল। সোশ্যাল মিডিয়ায় অলওয়েজ সক্রিয় থাকেন বর্ষীয়ান অভিনেতা। এই বয়সেও তিনি ফিটনেস মজবুত রাখতে নিয়মিত সাঁতার করেন, জিমে যান, বাড়িতেই শরীরচর্চা করেন। সেই ভিডিও মাঝে মধ্যেই ফেসবুক-ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেতা।

তাতেই বোঝা যায়, এই বয়সেও অভিনেতার শরীরের স্টেমিনা দুর্দান্ত। তাই আচমকাই তাঁর শরীর খারাপ শুনে উদ্বিগ্ন হয়ে গিয়েছিলেন ভক্তরা। সূত্রের খবর, প্রথমে জানা গিয়েছিল, ৮৯ বছর বয়সী এই অভিনেতাকে রুটিন চেকআপের জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু পরে অভিনেতার শ্বাসকষ্টের জন্যে তাঁকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। এখন কেমন আছেন আপনি তিনি? সোমবার (৩ নভেম্বর) সকালে, অভিনেত্রী হেমা মালিনীকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল, সেখানেই অভিনেত্রী পাপারাজ্জিদের ক্যামেরায় জানান যে, ধর্মেন্দ্র ভালো আছেন। পাপারাজ্জিদের শেয়ার করা ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, হেমা মালিনী ফুলের গোলাপী-সাদা সালোয়ার স্যুট পরে আছেন।

তিনি আলোকচিত্রীদের অভ্যর্থনা জানান। এবং তাদের দেখে কিছুক্ষণের জন্য থামেন, তখনই পাপারাৎজিরা তাঁর কাছ থেকে ধর্মেন্দ্রর স্বাস্থ্যের খোঁজখবর নেন। তখন অভিনেত্রী উষ্ণ হাসি, মাথা নাড়িয়ে এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে হাত জোড় করে আশ্বস্ত করেন যে, ধর্মেন্দ্র ভাল আছেন। এর আগে গুজব উঠেছিল যে, হেমা মালিনীর সঙ্গে এক ছাদের তলায় থাকেন না ধর্মেন্দ্র। এমনকি তাঁর ছোট ছেলে ববি দেওলও জানিয়েছিলেন যে, তাঁর বাবা তাদের একটি ফার্মহাউসে মায়ের সঙ্গে থাকেন। যদিও এই গুজব নিয়ে আর কোনও কথা রটেনি। ডিসেম্বরে ৯০ বছর বয়সী ধর্মেন্দ্র এখনও চলচ্চিত্র জগতে সক্রিয়। কর্মক্ষেত্রে, তিনি আসন্ন জীবনীভিত্তিক যুদ্ধ নাটক ‘ইক্কিস’-এ অভিনয় করতে চলেছেন, যেখানে অগস্ত্য নন্দ এবং জয়দীপ আহলাওয়াতও অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন এবং ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাহেবের জন্মদিনেই সম্পর্কে সিলমোহর ‘কথা’ সুস্মিতার, কীভাবে?

মুখ্যমন্ত্রী স্ট্যালিন-সহ তামিলনাড়ুর একঝাঁক তারকার বাড়িতে বোমা, হুমকি বার্তায় আতঙ্ক

‘আবারও আমার চরিত্র হননের চেষ্টা’, মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিলেন নোরা

আদালতে গিয়ে আত্মসমর্পণ, অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী মেহজাবিন

৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া, এখন কেমন আছেন কিংবদন্তি?

অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এবার অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ