এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

WEB Ad_Valentine



বাংলাদেশে ৭ দিনে কত আয় করল ‘জওয়ান’?



নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ: প্রতিদিনই প্রায় নতুন নতুন রেকর্ড গড়ছে শাহরুখ খানের ‘জওয়ান’। ইতিমধ্যেই ৮০০ কোটির টাকার দরবারে প্রবেশ করে ফেলেছে জওয়ান। ভারতের পাশাপাশি কানাডা, দুবাই, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রে ভালো ব্যবসা করছে জওয়ান। প্রথম সপ্তাহ শেষে জওয়ানের আয় ছিল ৩৮৯.৮৮ কোটি। আর গতকাল ছবির আয় হয়ে দাঁড়িয়েছে ২১ কোটি, সুতরাং বর্তমানে ছবির আয় হয়ে দাঁড়িয়েছে ৪১০.৮৮ কোটি। কিন্তু দেশের পাশাপাশি বাংলাদেশে জওয়ানের আয় কত, সেটিও নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে? কারণ জওয়ান মুক্তিকে ঘিরে সে দেশে রীতিমতো তাণ্ডব চলেছিল। ঢাকাই ইন্ডাস্ট্রির বহু পরিচালক, তারকা, এই ছবি মুক্তির বিরোধীতা করেছিল। কারণ সে দেশে হিন্দি ছবি আসলে আর কোনও ঢাকাই ছবি কেউ দেখবে না।

কিন্তু অনেক বিতর্কের পর অবশেষে ৭ সেপ্টেম্বর দুপুরে সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছিল ছবিটির এবং পরদিন ৮ সেপ্টেম্বর থেকে জওয়ানের শো শুরু হয়। শাহরুখের পাঠানকে নিয়েই প্রথম ঝড় শুরু হয়েছিল। কিন্তু পাঠান মুক্তির ৫ মাস বাদে বাংলাদেশে মুক্তি পাওয়ায় তেমন সাফল্য অর্জন করতে পারেনি। কিন্তু জওয়ান তো একই দিনে মুক্তি পেয়েছে, জওয়ানের আয় কত হল বাংলাদেশে? গতকাল শুক্রবার বিকেলের তথ্য অনুযায়ী, মুক্তির এক সপ্তাহে বাংলাদেশে ‘জওয়ান’-এর আয় অর্ধকোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশের ৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম দিন থেকে ২৫৩টি করে শো চলছে। তবে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসে সিনেমাটির শোর সংখ্যা বেশি। সব মিলিয়ে দ্বিতীয় সপ্তাহে শোর সংখ্যা পৌঁছেছে  ২৭৩টি। ছবির অন্যতম আমদানিকারক পরিচালক অনন্য মামুন জানিয়েছেন তাঁরা প্রায় ৫৫ লাখ টাকা দিয়ে জওয়ান-আয় করেছেন। 

এদিকে বাংলাদেশের সিঙ্গেল হলগুলির মালিকরা বলছে, ‘জওয়ান’ ‘মন্দের ভালো’। জওয়ান মুক্তির প্রথম দিনে হাউসফুল হলেও বাকি দিনগুলো ৫০০ আসনের মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ দর্শক আসন পূর্ণ হচ্ছে। শুরু থেকে বিক্রি সন্তোষজনক। তবে তাঁদের বক্তব্য ছবিটি প্রথম দিনেই পাইরেসি application গুলিতে ফাঁস হয়ে যাওয়ায় তাঁদের হলের এমন হাল। ময়মনসিংহের ছায়াবাণী, রংপুরের শাপলা, শ্রীপুরের চন্দ্রিমা, মানিকগঞ্জের নবীন, সাভারের সেনা অডিটরিয়াম—এই পাঁচ হলে প্রায় ১৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। ঢাকার মধুমিতা হলে টিকিটের মূল্য ৩০০, ২০০ ও ১০০ টাকা থেকে কমিয়ে ২০০, ১২০ ও ৭০ টাকা করা হয়েছে। তাই দর্শকের সংখ্যা বেড়েছে। 

৭ সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন হলে এসেছিল জওয়ান। এই সিনেমায় বলিউডের বাদশা শাহরুখ খান ছাড়াও অভিনয় করছেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা নয়নতারা, ভিলেন চরিত্রে আছেন বিজয় সেতুপতি। সঙ্গে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রিয়ামানি, সানিয়া মলহোত্রা, ঋদ্ধি ডোগরা। ছবিতে সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। শাহরুখ ও গৌরী খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট ছিল এই সিনেমার প্রযোজনার দায়িত্বে। 



Published by:

Sushmitaa

Share Link:

More Releted News:

রাঘব-পরিণীতির বিয়েতে অতিথিদের ফোন ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা নেই

নয়া সংসদ ভবনে তামান্না ভাটিয়া, ‘মহিলা সংরক্ষণ বিল’ নিয়ে তাঁর কী মত?

অদ্রিজার হিন্দি সিরিয়ালের সেটে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ২৩ বছরের লাইটম্যানের

প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ চলাকালীন অক্ষয়ের বিজ্ঞাপন দেখে ক্ষুব্ধ দর্শক

রাজ আমার সঙ্গে যেসব অন্যায় করেছে তাতে তাঁর জেল হওয়ার কথা: পরীমণি

রান্নাঘর থেকে পড়ে মৃত্যু আমির খানের সহ-অভিনেতার

Advertisement

এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর