নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ: প্রতিদিনই প্রায় নতুন নতুন রেকর্ড গড়ছে শাহরুখ খানের ‘জওয়ান’। ইতিমধ্যেই ৮০০ কোটির টাকার দরবারে প্রবেশ করে ফেলেছে জওয়ান। ভারতের পাশাপাশি কানাডা, দুবাই, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রে ভালো ব্যবসা করছে জওয়ান। প্রথম সপ্তাহ শেষে জওয়ানের আয় ছিল ৩৮৯.৮৮ কোটি। আর গতকাল ছবির আয় হয়ে দাঁড়িয়েছে ২১ কোটি, সুতরাং বর্তমানে ছবির আয় হয়ে দাঁড়িয়েছে ৪১০.৮৮ কোটি। কিন্তু দেশের পাশাপাশি বাংলাদেশে জওয়ানের আয় কত, সেটিও নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে? কারণ জওয়ান মুক্তিকে ঘিরে সে দেশে রীতিমতো তাণ্ডব চলেছিল। ঢাকাই ইন্ডাস্ট্রির বহু পরিচালক, তারকা, এই ছবি মুক্তির বিরোধীতা করেছিল। কারণ সে দেশে হিন্দি ছবি আসলে আর কোনও ঢাকাই ছবি কেউ দেখবে না।
কিন্তু অনেক বিতর্কের পর অবশেষে ৭ সেপ্টেম্বর দুপুরে সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছিল ছবিটির এবং পরদিন ৮ সেপ্টেম্বর থেকে জওয়ানের শো শুরু হয়। শাহরুখের পাঠানকে নিয়েই প্রথম ঝড় শুরু হয়েছিল। কিন্তু পাঠান মুক্তির ৫ মাস বাদে বাংলাদেশে মুক্তি পাওয়ায় তেমন সাফল্য অর্জন করতে পারেনি। কিন্তু জওয়ান তো একই দিনে মুক্তি পেয়েছে, জওয়ানের আয় কত হল বাংলাদেশে? গতকাল শুক্রবার বিকেলের তথ্য অনুযায়ী, মুক্তির এক সপ্তাহে বাংলাদেশে ‘জওয়ান’-এর আয় অর্ধকোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশের ৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম দিন থেকে ২৫৩টি করে শো চলছে। তবে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসে সিনেমাটির শোর সংখ্যা বেশি। সব মিলিয়ে দ্বিতীয় সপ্তাহে শোর সংখ্যা পৌঁছেছে ২৭৩টি। ছবির অন্যতম আমদানিকারক পরিচালক অনন্য মামুন জানিয়েছেন তাঁরা প্রায় ৫৫ লাখ টাকা দিয়ে জওয়ান-আয় করেছেন।
এদিকে বাংলাদেশের সিঙ্গেল হলগুলির মালিকরা বলছে, ‘জওয়ান’ ‘মন্দের ভালো’। জওয়ান মুক্তির প্রথম দিনে হাউসফুল হলেও বাকি দিনগুলো ৫০০ আসনের মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ দর্শক আসন পূর্ণ হচ্ছে। শুরু থেকে বিক্রি সন্তোষজনক। তবে তাঁদের বক্তব্য ছবিটি প্রথম দিনেই পাইরেসি application গুলিতে ফাঁস হয়ে যাওয়ায় তাঁদের হলের এমন হাল। ময়মনসিংহের ছায়াবাণী, রংপুরের শাপলা, শ্রীপুরের চন্দ্রিমা, মানিকগঞ্জের নবীন, সাভারের সেনা অডিটরিয়াম—এই পাঁচ হলে প্রায় ১৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। ঢাকার মধুমিতা হলে টিকিটের মূল্য ৩০০, ২০০ ও ১০০ টাকা থেকে কমিয়ে ২০০, ১২০ ও ৭০ টাকা করা হয়েছে। তাই দর্শকের সংখ্যা বেড়েছে।
৭ সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন হলে এসেছিল জওয়ান। এই সিনেমায় বলিউডের বাদশা শাহরুখ খান ছাড়াও অভিনয় করছেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা নয়নতারা, ভিলেন চরিত্রে আছেন বিজয় সেতুপতি। সঙ্গে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রিয়ামানি, সানিয়া মলহোত্রা, ঋদ্ধি ডোগরা। ছবিতে সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। শাহরুখ ও গৌরী খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট ছিল এই সিনেমার প্রযোজনার দায়িত্বে।