নিজস্ব প্রতিনিধি: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে রীতিমত নড়েচড়ে বসেছে এনসিবি। তদন্তে উঠে এসেছে বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর নাম।
১. রিয়া চক্রবর্তী- সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তী। বর্তমানে জামিনে মুক্তি পেয়েছেন রিয়া।
২. দীপিকা পাড়ুকোন- সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় নাম জড়ায় লিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। দীপিকা এবং তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে তলব করেছিল এনসিবি।
৩. অর্জুন রামপাল- অভিনেতা কেন্দ্রীয় সংস্থাকে ডাক্তারের একটি প্রেসক্রিপশন দিয়েছিলেন। যদি সেটি ভুয়ো বলে প্রমাণিত হয়। টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেতাকে। পাশাপাশি এনসিবির প্রশ্নের মুখে পড়তে হয়েছে অর্জুন রামপালের সন্তানের মা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে।
৪. রাকুল প্রীত সিং- ৪ বছরের পুরনো, ২০১৭-র একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ED-র তরফে রাকুল প্রীত সিং সহ ১২ জনকে তলব করা হয়। ২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লক্ষ টাকার মাদক আটক করে পুলিস। এই মামলায় হায়দরাবাদের আবগারি বিভাগের তরফে একটি মামলা রুজু করা হয়। এক্ষেত্রে আর্থিক তছরুপের একটি মামলার তদন্ত শুরু করে ED। একাধিক দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
৫. ভারতী সিং- মাদক মামলায় ভারতী ও হর্ষের বাড়ি ও প্রযোজনা সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে ৮৬.৫ গ্রাম মতো গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে আপাতত জামিনে মুক্ত দুই কমেডিয়ান
৬. সারা আলি খান- সুশান্ত মামলা- মাদক কাণ্ডে উঠে এসেছিল সারা আলি খানের নাম। এই কাণ্ডে সমন পাঠানো হয়েছিল তাঁকে।