এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘ভারত মাতা কী জয়’, দেশের নাম বদল ইস্যুতে মোদির পাশে অমিতাভ

নিজস্ব প্রতিনিধি: ‘ভারতবর্ষ’ জাতীয় ভাষায় ভারত নামটি থাকলেও ইংরেজীতে দেশের নাম ‘ইন্ডিয়া’। অর্থাৎ বিদেশের মানুষজন ভারতকে ইন্ডিয়া নামেই চেনে। কিন্তু পরিবর্তনের যুগে গোটা বিশ্বের উচিত ভারতকে নামেই চেনার, ইন্ডিয়া নামে নয়। তাই পরিবর্তনের যুগে ভারতের ইংরেজি নাম ভারতই হতে হবে। যেহেতু ভারত বাদে পৃথিবীর যেকোন দেশের স্থানীয় নাম এবং ইংরেজী নাম একই। জানা গিয়েছে, সংসদের আসন্ন বিশেষ অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের নাম পরিবর্তন করে ইংরেজিতেও ভারত নামকরণের প্রস্তাব দেবেন। এবার মোদীর এই ধরণের সিদ্ধান্ত সায় দিয়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন মেগাস্টার অমিতাভ বচ্চন। মঙ্গলবার অভিনেতা নিজের টুইটার হ্যান্ডেলে 

‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সংসদ ভবনের আসন্ন বিশেষ অধিবেশনে ভারতের নাম পরিবর্তন করার একটি প্রস্তাব আনা হতে চলেছে। যদিও ভারতের নাম পরিবর্তনের গুঞ্জন অনেকদিন ধরেই চলছিল, অবশেষে সুপারস্টারের ভারতীয় পতাকার ইমোজি সহ ‘ভারত মাতা জি জয়’ পোস্টটি গুঞ্জনে শিলমোহর দিল। এদিকে প্রতিটি ভারতীয়রাও বিষয়টি সমর্থন করেছেন। যেখানে সাংবিধানিক ভারতের ইংরেজী নাম পরিবর্তন হয়ে ভারত করা হবে। সূত্র অনুযায়ী, সরকার পরিবর্তনটি কার্যকর করার জন্য একটি রেজোলিউশন পেশ করতে পারে। গত ১৫ অগস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লার প্রাচীর থেকে বক্তৃতা দেওয়ার সময় তাঁর অনুভূতি প্রকাশ করে দেশের জন্যে পাঁচটি অঙ্গীকার বদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ছিলেন। গত ২৩ অগস্ট চন্দ্রযান ৩-এর সাহায্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য প্রথম দেশ হয়ে উঠেছে ভারতবর্ষ। এর ফলে বিশ্বের চোখে এখন ভারতের নাম একটি অপরের দিকেই চলে গিয়েছে। কিন্তু ইন্ডিয়াই যে ভারতবর্ষ, এই বিষয়টি যাতে আর কোনও প্রকার কনফিউশন না করতে পারে সেই কারণেই খুব শীঘ্রই ভারতবর্ষের ইংরেজি নামও ভারত হতে চলেছে। আর মোদীর এই দুর্দান্ত সিদ্ধান্তে তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন অমিতাভ বচ্চন। হিন্দিতে অমিতাভ টুইটে লিখেছেন, “ভারত মাতা কি জয় (জয় মা ভারত)”। তিনি তার টুইটে একটি ত্রিবর্ণ ইমোজি এবং একটি লাল পতাকা ইমোজিও যোগ করেছেন। মাত্র ৩০ মিনিটে টুইটটি ৭০০০ লাইক পেয়েছে। যদিও অনেকে তার পোস্টের সমর্থনে প্রতিক্রিয়া জানিয়েছেন, কেউ কেউ জিজ্ঞাসা করেছেন কেন তিনি এমন একটি টুইট করেছেন।

ভারত বনাম ভারত বিতর্ক

আসলে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি নৈশভোজের আমন্ত্রণের স্ক্রিনশট দিয়ে ভারতের নাম পরিবর্তনের প্রথম গুঞ্জন শুরু হয়েছিল। ৯ সেপ্টেম্বর একটি G20 নৈশভোজের আমন্ত্রণটি সাধারণ ‘ভারতের রাষ্ট্রপতি’র পরিবর্তে ‘ভারতের রাষ্ট্রপতি’ নামে ছিল। অনেক রাজনৈতিক নেতা এই বিষয়ে আপত্তি তুলেছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছিলেন, “ভারত, যা ছিল ভারত, রাজ্যগুলির একটি ইউনিয়ন হবে” এবং সরকারকে রাজ্যগুলির ইউনিয়নের ধারণাকে আক্রমণ করার জন্য অভিযুক্ত করেছে৷

বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব বলেছেন, সমগ্র দেশ দাবি করছে যে, ভারতের পরিবর্তে ‘ভারত’ শব্দটি ব্যবহার করা উচিত। এদিকে মেগাস্টার অমিতাভ বচ্চনকে সম্প্রতি বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ গোল্ডেন টিকিট দিয়েছেন। যেহেতু নায়ক একজন দাপুটে ক্রিকেটপ্রেমী। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটের পরেই ছেলেকে নিয়ে ঘুরতে যাবেন রচনা

মুরলিকান্ত পেটকারের বায়োপিক এবার পর্দায়, ফুটিয়ে তুলবেন কার্তিক আরিয়ান

ভয়াবহ দুর্ঘটনার কবলে লোকমান্য তিলকগামী এক্সপ্রেস, আহত শিশুসহ ৪

পঞ্চম দফায় ২৬ আসনে ‘লাল সতর্কতা’, তালিকায় বনগাঁ, ব্যারাকপুর

দলিত দম্পতিকে জুতোর মালা পরিয়ে খুঁটিতে বেঁধে মারধর, অভিযুক্ত ১০ জন

স্বাতী মালিওয়াল মামলায় কেজরির বাসভবন থেকে ল্যাপটপ- সিসিটিভি বাজেয়াপ্ত দিল্লি পুলিশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর