এই মুহূর্তে




এবার মেঘনা গুলজারের ছবিতে করিনা কাপুর, জুটিতে পৃথ্বীরাজ




নিজস্ব প্রতিনিধি: ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পর, এবার পরিচালক মেঘনা গুলজারের ছবিতে কাজ করতে চলেছেন করিনা কাপুর। জুটি বাঁধতে চলেছেন মালয়ালম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে। সোমবার নতুন ছবির ঘোষণা দিলেন ‘রাজি’, ‘তলওয়ার’, ‘ছাপ্পাক’ এবং ‘স্যাম বাহাদুর’-মতো একাধিক সুপারহিট ছবির নির্মাতা মেঘনা গুলজার। নতুন ছবির নাম দিয়েছেন ‘দায়রা’, যাতে প্রধান ভূমিকায় দেখা যাবে পৃথ্বীরাজ-করিনা কাপুরকে। জঙ্গলি পিকচার্সের সঙ্গে ক্রাইম থ্রিলারটির সহ-প্রযোজনা করবেন মেঘনা গুলজার। ছবিতে অসাধারণ কাহিনী এবং রোমাঞ্চকর গল্প বলার জন্যে পরিচিত মেঘনা গুলজার। আলিয়া ভাটের ‘রাজি’ ছবির পরিচালক ছিলেন মেঘনা গুলজার।

ছবিটির কাহিনী মুগ্ধ করেছিল সকলকে। এবার তিনি ২০১৯ সালের একটি ধর্ষণ মামলার প্রেক্ষাপটে বাঁধতে চলেছেন ‘দায়রা’ ছবির গল্প। তাঁর বেশিরভাগ ছবিই সমাজের অপরাধমূলক ঘটনার ভিত্তিতে তৈরি। ছাপ্পাক ছবিটিও তিনি এক মহিলার ওপর ‘Acid Attack’-এর ভিত্তিতে নির্মিত করেছিলেন। যাতে প্রধান ভূমিকায় অভিনয় করছিলেন দীপিকা পাড়ুকোন। তবে দায়রা ছবিতে আয়ূষ্মান খুরানার সঙ্গে করিনার জুটি বাঁধার কথা ছিল। কিন্তু পরে তিনি ছবি থেকে সরে আসেন। ছবিটি সম্পর্কে বলতে গিয়ে মেঘনা জানিয়েছেন, ‘দায়রা এমন একটি গল্প যা মানুষকে সমাজের প্রতিফলন ঘটাতে বাধ্য করে। আমার ছবিতে করিনা এবং পৃথ্বীরাজ মুখ্য চরিত্রগুলিকে জীবন্ত করে তুলবেন। গল্পের গতিশীলতা আরও উন্নত করার জন্য প্রস্তুত!’ অন্যদিকে পৃথ্বীরাজ এবং মেঘনার সঙ্গে একটি ছবি পোস্ট করে করিনা লিখেছেন, ‘আমি সবসময় বলেছি, আমি একজন পরিচালকের অভিনেতা। এবার আমি আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে দক্ষ পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে কাজ করা থেকে নিজেকে থামাতে পারছি না। এছাড়াও আছেন অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন, যার কাজের আমি একজন ভক্ত। মেঘনা যশ কেশওয়ানি এবং সীমা আগরওয়ালের সঙ্গে মিলে ছবিটির গল্প লিখেছেন।

 

ছবিটি বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই এর শুটিং শুরু হবে।” প্রতিবেদন অনুসারে , দায়রা ২০১৯ সালে হায়দরাবাদের শামশাবাদে ২৬ বছর বয়সী এক পশু চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলার উপর ভিত্তি করে তৈরি। চার অভিযুক্ত- মোহাম্মদ আরিফ, চিন্তাকুন্তা চেন্নাকেশভুলু, জোলু শিবা এবং জোল্লু নবীন – যাদের গ্রেফতার করা হয়েছিল, পরে পুলিশের গুলিতে তারা নিহত হন। প্রসঙ্গত, মেঘনা গুলজার ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফিলহাল’ ছবি দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। তার প্রথম ছবি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। এর পরে, তিনি আরও দুটি ছবি নিয়ে এসেছিলেন কিন্তু তার ভাগ্যের খুব একটা পরিবর্তন হয়নি। এরপর তিনি চলচ্চিত্র নির্মাণ থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন। কিন্তু ২০১৫ সালে, তিনি ‘তলোয়ার’ ছবি দিয়ে প্রেক্ষাগৃহে ফিরে আসেন এবং অসাধারণ সাফল্য অর্জন করেন। এরপর তিনি ‘রাজি’-এর মতো সুপারহিট ছবি উপহার দিতে সক্ষম হন। ‘রাজি’ ছবির জন্য তিনি অনেক পুরষ্কারও পেয়েছিলেন। ছবিটি কেবল ভারতেই নয়, অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। এখন ‘দয়ারা’ মেঘনার জন্যও একটি বড় ছবি হতে চলেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কার সঙ্গে বলি অভিনেত্রী করিনাকে দেখে নির্লজ্জ-গদ্দার কটাক্ষ নেটিজেনদের

গুরুনানকের ভূমিকায় আমির খান? জলঘোলা হতেই মুখ খুললেন সুপারস্টার

OTT-তে অশ্লীল বিষয় সম্প্রচার, কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের

৮৯ বছর বয়সেও তরতাজা ধর্মেন্দ্র, অভিনেতার পুল ওয়ার্কআউটের ভিডিওতে মুগ্ধ নেটপাড়া

‘এখন বিরতি নেওয়া উচিত’, পহেলগাঁও হামলার শোকে বড় পদক্ষেপ সলমানের

পহেলগাঁও হামলা নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, গায়িকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর