এই মুহূর্তে




‘চুল রঙ করে ব্র্যাড পিটকে নকল করেছেন শাহরুখ’, কিং-এর টিজার প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি: ৬০ তম জন্মদিনে ভক্তদের বিরাট উপহার দিয়েছেন শাহরুখ খান। প্রকাশ্যে এসেছে সুপারস্টারের আগামী ছবি ‘কিং’-এর টিজার। যা আগামী বছর মুক্তি পাবে। টিজারে কিং খানকে এক অনন্য রূপে দেখা গিয়েছে। যেমন লুকে আগে কখনও তাঁকে দেখা যায়নি। কিং এর চুল সাদা-পাকা ছিল। রক্তে মাখা অবতার ছিল তাঁর। যা অভিনেতার ব্লকবাস্টার হিট ‘জওয়ান’-এর কথা মনে করিয়েছে। টিজারেই স্পষ্ট, কিং সম্পূর্ণ অ্যাকশন ভিত্তিক ছবি হতে চলেছে। তবে কিং-এর টিজার ইন্টারনেটে যেমন আলোড়ণ তুলেছে, তেমনি চুল রূপালী বর্ণ করে সমালোচনার শিকারও হচ্ছেন শাহরুখ খান। অনেকেরই দাবি, শাহরুখ হলিউড অভিনেতা ব্র্যাড পিটকে নকল করতে চাইছেন। কিং- এ অভিনেতার লুকটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটপাড়া পুরো হামলে পড়েছে শাহরুখের নিন্দার জন্যে।

ব্র্যাড পিটের ‘এফ১’-এর সঙ্গে কিং-এর তুলনা টেনেছেন কিছু নেটিনাগরিক। এবং ইন্টারনেটের একাংশ যুক্তি দিয়েছে যে, শাহরুখ খান চুলে রূপালি কালার করে ব্র্যাড পিটকে শ্রদ্ধা জানিয়েছেন, অন্যদিকে ট্রোলাররা দাবি করেছে যে, তিনি ব্র্যাড পিটকে নকল করার চেষ্টা করেছেন। তবে বিতর্কের সময়, শাহরুখ খানের কিছু ভক্ত আরও এক ধাপ এগিয়ে বলেছেন এবং ২০১৭ সালের ছবি ‘জব হ্যারি মেট সেজাল’ থেকে শাহরুখের একটি ছবি খুঁজে বের করে দাবি করেছেন যে, শাহরুখের রূপালি রঙা ছবি বহুবছর ধরেই ট্রেন্ডিংয়ে আছে। এমনকী ‘কিং’-এর টিজারে, শাহরুখ খানকে নীল শার্টের ওপরে একটি সরিষার হলুদ জ্যাকেট পরে থাকতে দেখা গিয়েছিল। আর সেই পোশাকের সঙ্গেই অভিনেতা তাঁর রূপালি চুল এবং দুর্দান্ত লুকের প্রদর্শন করেছেন। ডান হাতের কব্জিতে ঘড়ি পরে তিনি তাঁর স্টাইলিশ লুকটির সোয়াগ বাড়িয়ে দিয়েছেন।

তবে F1-এ, ব্র্যাড পিটও একটি ডেনিম-অন-ডেনিম পোশাক পরেছিলেন এবং তার উপরে একটি ট্যান জ্যাকেট পরেছিলেন। এবং তাঁর চুলের বর্নও ছাই এবং বাদামী রঙের রঙের ছিল। শাহরুখ এবং ব্র্যাড পিটের সঙ্গে তুলনা টেনেই ট্রোলরা দাবি করেছেন যে, শাহরুখ খান ব্র্যাড পিটকে নকল করেছেন। আরেকজন লিখেছেন, “না কেউ কাউকে নকল করেনি, এটি কেবল মৌলিক স্টাইলিং সেন্স।” আর এই ব্যাপারটি এখন শাহরুখ ট্রোলার এবং ভক্তদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। ২০২৬ সালে কিং-এর মাধ্যমে শাহরুখ খান ৩ বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন। তাকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে। কিং এ অভিনেতা তাঁর পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দ এর সঙ্গে পুনরায় মিলেছেন। কিং-এ শাহরুখ সুহানা খানের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং রানি মুখোপাধ্যায়ও অভিনয় করবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

‘যব মেট জয়-বীরু’, একাই গাড়ি চালিয়ে বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে গেলেন অমিতাভ

মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে হাঁটা, সরকারি অনুষ্ঠানে যোগদান, তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন রাজা-মধুবনী?

‘বিয়েতে মেয়াদ এবং পুনর্নবীকরণের বিকল্প থাকা জরুরি’, কাজলের বিতর্কিত মন্তব্যে তোলপাড় নেটপাড়া

‘অতিরিক্ত খাটুনি ও ক্লান্তির কারণেই অসুস্থতা’, হাসপাতাল থেকে ছাড়া পেয়েই জানালেন গোবিন্দা

গর্ভবতী সোনাক্ষী, তাই কী সলমানের দাবাং ট্যুর থেকে বাদ পড়লেন অভিনেত্রী, জল্পনা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ