নিজস্ব প্রতিনিধি: গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। আর মুক্তির দিন থেকেই একেবারে বিশ্বজুড়ে তাণ্ডব শুরু করেছে ‘জওয়ান’। অ্যাটলি দ্বারা পরিচালিত ছবিটিতে ইতিমধ্যেই ব্লকবাস্টারের ট্যাগ লেগে গিয়েছে। নয়নতারার সঙ্গে শাহরুখ খানের প্রথমবার জুটি, যা ভক্তদের কাছে ব্যপক সাড়া ফেলেছে। মুক্তির দিনেই ছবিটি ভারতে ৭৫ কোটি টাকা আয় করেছিল। যা বলিউডের সমস্ত রেকর্ড একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে। গতকাল গোটা বিশ্বব্যাপী ছবির আয়ের সংখ্যা ছিল ৩৫০ কোটি ছুঁই ছুঁই। এবার চলে এলো ছবির চতুর্থ দিনের রেজাল্ট। প্রাথমিক অনুমান অনুযায়ী, ‘জওয়ান’-এর জাতীয় এবং আন্তর্জাতিক কালেকশন বক্সঅফিসে অপ্রতিরোধ্য। প্রথম দিনে, ‘জওয়ান’ ভারতের সমস্ত ভাষায় ৭৫ কোটি টাকা আয় করেছিল।
কাল পর্যন্ত ছবিটি ৩৫০ কোটি রুপি অতিক্রম করেছিল বলে জানিয়েছিলেন বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা। চতুর্থ দিনের পর ‘জওয়ান’-এর ভারতে মোট সংগ্রহ ২৮৭.০৬ কোটি টাকা। মুক্তির দিন ছবিটি বিশ্বব্যাপী ১২৯ কোটি আয় করেছিল। বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান জানিয়েছেন যে, ৪ দিনে বিশ্বব্যাপী সংগ্রহ করেছে ১৫৬.৪০ কোটি টাকা। বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান জানিয়েছেন যে, সব মিলিয়ে জওয়ানের মোট সংগ্রহ ৫৩১ কোটি টাকা হয়েছে।
ছবিটি হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধনী দিনের সাক্ষী হয়ে গিয়েছে। অ্যাটলি পরিচালিত, ছবিটিতে শাহরুখ খানের সঙ্গে আরও অভিনয় করছেন, বিজয় সেতুপতি, নয়নথারা, সানিয়া মালহোত্রা এবং প্রিয়মণি অভিনয় করেছেন।
দীপিকা পাড়ুকোন একটি বর্ধিত ক্যামিওতে রয়েছেন। ছবিতে SRK একটি দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। একজন গোয়েন্দা কর্মকর্তা এবং একজন চোর। পুনে, মুম্বাই, হায়দরাবাদ, চেন্নাই, রাজস্থান এবং ঔরঙ্গাবাদ জুড়ে ছবিটির শুটিং হয়েছে। অনিরুধ রবিচন্দর এই ছবির জন্য সুর করেছিলেন এবং বলিউডে একক সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।