এই মুহূর্তে

‘হিন্দুস্থান কারো বাবার নয়’, ইন্দোর কনসার্টে বজরং দলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলজিৎ

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসঞ্জের ‘দিল লুমিনাটি ট্যুর’ ঘিরে প্রথম থেকেই বিতর্ক। শোয়ের টিকিট বুকিং নিয়ে ঝামেলা, কনসার্ট আয়োজনে আয়োজকদের চরম গাফিলতি, টিকিট বিক্রিতে কালো বাজারি, ভিড়ে ঠাসা কনসার্ট-সহ একাধিক অভিযোগ উঠেছিল দিলজিৎ দোসঞ্জের কনসার্ট ঘিরে। গত নভেম্বর থেকে ভারতে ‘দিল লুমিনাটি ট্যুর’ শুরু করেছেন দিলজিৎ দোসঞ্জ। ইতিমধ্যেই দিল্লি, কলকাতা, পঞ্জাব, বেঙ্গালুরু, চেন্নাই- সহ একাধিক জায়গায় কনসার্ট সেরে ফেলেছেন গায়ক দিলজিৎ দোসঞ্জ। কিন্তু সব জায়গায় ভালমতো কনসার্ট সারলেও ইন্দোরে গিয়ে বিপাকে পড়লেন দিলজিৎ। তবে এক্কেবারেই ছেড়ে দেওয়ারও পাত্র নন দিলজিৎ দোসঞ্জ। কিন্তু ইন্দোর কনসার্টে  ঠিক ঘটেছে?

রবিবার (৮ ডিসেম্বর) দিলজিৎ দোসঞ্জের কনসার্ট ছিল ইন্দোরে। স্বাভাবিকভাবেই তাঁর কনসার্টে ভক্তদের ভিড় উপচে পড়েছিল। কিন্তু ইন্দোরে পারফর্ম চলাকালীন লাভার গায়কের মুখ থেকে একটি বিবৃতি শোনা যায়। যেখানে তিনি প্রবীণ গীতিকার রাহাত ইন্দোরির লেখা কিছু লাইন আবৃত্তি করে বলেন, “কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়” (হিন্দুস্তান কারো বাপের নয়)। আচমকা গায়কের মুখে এমন বাণী শুনে স্বাভাবিকভাবেই চমকে যান ভক্তরা। আসলে অনুষ্ঠানে দিলজিৎ পরোক্ষভাবে বজরং দলের সদস্যদের আক্রমণ করেছিলেন। যাঁরা ইন্দোরে দিলজিতের কনসার্টের অনুষ্ঠানস্থলে মদ ও মাংসের উন্মুক্ত বিক্রয় চালিয়ে যাচ্ছিলেন। এরপরেই কনসার্টের মধ্যে দিলজিৎ একসময় বিরতি নেন। এবং তাঁকে রাহাত ইন্দোরির বিখ্যাত ‘আগর খেলাফ হ্যায় হোন দো’ থেকে একটি আবৃত্তি করতে শোনা যায়। তিনি বলেন, “সব কা খুন হ্যায় ইস মিট্টি মে শামিল, কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়!”

 

গায়কের এমন বিবৃতি যে বজরং দলের বিরুদ্ধেই ছিল, তা জানতে বাকি নেই কারোর। অভিযোগ, শুধু মদ, মাংস বিক্রি নয়, দিলজিতের কনসার্টের আগে, বজরং দলের নেতৃত্বে বেশ কয়েকটি হিন্দু ফ্রেঞ্জ দল অনুষ্ঠানস্থলে হামলা চালিয়েছিল। এমনকী কনসার্টে বজরং দলের এই হামলাকে সমর্থন জানিয়েছেন সেখানকার দুই স্থানীয় বিজেপি বিধায়ক, ঊষা ঠাকুর এবং গোলু শুক্লাও। সরাসরিভাবে দিলজিতের কনসার্টের বিরোধীতা করেছেন। এই নিয়েই দিলজিতের ইন্দোর কনসার্টে হুলস্থূল পড়ে যায়। এর আগে, হায়দরাবাদ কনসার্টের সময় দিলজিতের একটি গানে অ্যালকোহল উল্লখিত থাকার জন্যে তেলেঙ্গনা সরকার গায়কের সেই গান নিষিদ্ধ করেছিল। এরপরেই গায়ক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে প্রতিবাদ জানিয়েছিলেন। পুণেতেও দিলজিতের কনসার্টের আগে, স্থানীয় নেতারা অনুষ্ঠানস্থলে মদ বিক্রির প্রতিবাদ জানিয়েছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সইফের হামলাকারীর নয়া ছবি প্রকাশ্যে, হামলার পরেই বদলে নিয়েছিল পোশাক

আজ থেকেই প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর বাড়তি ২০ মিনিট দেখতে পারবেন ভক্তরা

TRP-তে চমক! গীতা LLB, ফুলকিকে বোল্ড-আউট করে নতুনের জয়জয়কার

সইফের হামলাকারী অধরা, নিরীহ লোককে পাকড়াও পুলিশের

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের মধ্যেই ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

সইফের ওপরে হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করল পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর