-273ºc,
Tuesday, 30th May, 2023 1:13 pm
নিজস্ব প্রতিনিধিঃ টলিউডে অভিষেক হতে চলেছে ক্রুশল আহুজার। বহুদিন ধরে ছোটপর্দায় কাজ করছেন ক্রুশল। তাঁর মহিলা ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও নেহাত কম নয়। চুটিয়ে ছোটপর্দায় কাজ করার পর এবার তাঁর প্রথম বাংলা ছবি ‘ ডিয়ার ডি’ এর শুটিংয়ে লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাবেন তিনি। নবাগত পরিচালক রবিন নাম্বিয়ার পরিচালনায় এই ছবিতে ক্রুশলের পাশাপাশি দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়কে।
ছবি সম্পর্কে ক্রুশল জানিয়েছন এটি একটি প্রেমের গল্প। তবে এর থেকে বেশি কিছু সংবাদমাধ্যমের সামনে খোলসা করেননি। পাশাপাশি বলেছেন শ্রাবন্তীর মত অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই আপ্লুত। সঙ্গে দিতিপ্রিয়াও রয়েছে। ও খুব ভালো একজন অভিনেত্রী।
প্রথম ছবিতে অভিনয়। টলিউডে হাতেখড়ি, তা যে এক আলাদাই অভিজ্ঞতার সঞ্চার করছে তা বলার অপেক্ষা রাখে না। নিজের প্রথম ছবি নিয়ে বলতে গিয়ে ক্রুশল বলেছে এটা আমার প্রথম বিদেশ সফর, তাও আবার লন্ডনে। কাজেই আমি আমার ছবি নিয়ে ভীষণ এক্সাইটেড”।
সম্প্রতি হিন্দি সিরিয়াল ‘রিস্তো কা মাঞ্ঝা’তে অভিনয় করেছেন ক্রুশল। গত বছর শেষ করেছেন বাংলা সিরিয়াল ‘কী করে বলব তোমায়’। স্বস্তিকার বিপরীতে ক্রুশলের জুটিকে দারুণ ভাবে নিয়েছিলেন দর্শক। তবে এইমুহূর্তে কোনও সিরিয়ালে দেখা যাচ্ছে না ক্রুশলকে। এই প্রসঙ্গে ক্রুশল জানিয়েছেন এখুনি কোনও সিরিয়ালে তিনি ফিরছেন না। চিত্রনাট্য মনের মত না হওয়ায় ছোটপর্দার কোনও কাজে এখুনি সে ফিরছে না। আপাতত ছবির কাজ নিয়েই ব্যাস্ত সে।