17ºc, Mist
Thursday, 2nd February, 2023 3:24 am
নিজস্ব প্রতিনিধি: স্টার জলসা এবং জি বাংলার মধ্যে লড়াই ক্রমশ জারি রয়েছে। একের পর এক ধারাবাহিক শেষ হচ্ছে এবং সেই জায়গা দখল করছে নতুন ধারাবাহিক। কোনও কোনও ধারাবাহিক কয়েক মাস হতে না হতেই পাততাড়ি গোটাচ্ছে, আবার কোনও কোনও ধারাবাহিক বছরের পর বছর টিআরপির শীর্ষে জায়গা করে নিচ্ছে। বলা চলে, সবটাই টিআরপির খেলা। এদিকে প্রায় ১ বছর পর ধারাবাহিকে প্রত্যাবর্তন করছেন অভিনেত্রী শ্রুতি দাস। এবারও তাঁর পুরোনো নায়ক গৌরব রায়চৌধুরীর সঙ্গেই অভিনয়ের ফিরছেন তিনি। কিছুদিন আগেই শেষ হয়েছে, গৌরবের শেষ ধারাবাহিক ‘পিলু’।
সুতরাং গৌরবের আর ফুরসদ নেই, শ্রুতির সঙ্গে জুটি বেঁধেই ফিরছেন তিনি। ইতিমধ্যেই জি বাংলার নতুন ধারাবাহিক ‘রাঙা বউ’-এর টিজার এবং ট্রেলার দুটোই লঞ্চ হয়ে গিয়েছে চ্যানেলের তরফ থেকে। তবে নায়ক-নায়িকার নাম তো প্রকাশ্যে এসেছে, কিন্তু সিরিয়ালের যিনি অন্যতম আকর্ষণ থাকেন অর্থাৎ খলনায়ক, তিনি কে হচ্ছেন? যদিও শুরু থেকেই এই ধারাবাহিক নিয়ে নানান বিতর্ক চলছে। তবে কথাতেই তো আছে, নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো আ পাবলিসিটি। জানা গিয়েছে, রাঙা বউ-তে থাকছেন ‘লালকুঠি’র ভিলেন হৃতজিৎ চট্টোপাধ্যায়। এখানে তিনি হিরো গৌরবের ভাই।
তাঁর চরিত্রে বেশ কয়েকটি শেডস রয়েছে, অর্থাৎ বেশ চুটিয়ে শয়তানি করবেন তিনি আর কি! হৃতজিৎ ছাড়াও রাঙা বউতে থাকছেন সুমন বন্দ্যোপাধ্যায়, মনোজ ওঝারা। প্রথম যখন এই ধারাবাহিকের খবর রটে যায় তখন একটি পোস্ট করেছিলেন গৌরব। জানিয়েছিলেন, নতুন কোনও ধারাবাহিক তিনি করছেন না। তখনও পিলু শেষ হয়নি। এরপর প্রোমো আসতেই সবাই চটে যায়, কেন গৌরব মিথ্যে কথা জানাল। পরে অবশ্য ক্ষমা চেয়েছেন নায়ক। আসলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কারণেই তিনি এমনটা বলেছিলেন। তবে কবে থেকে এই ধারাবাহিক টেলিকাস্ট হবে তার অফিসিয়াল ঘোষণা এখনও হয়নি।