এই মুহূর্তে

জল্পনায় সিলমোহর! ১৪ বছরের সম্পর্কে ইতি টানলেন জয়-মাহি, সন্তানদের দায়িত্ব কে নিচ্ছেন?

নিজস্ব প্রতিনিধি: জল্পনায় সিলমোহর! ১৪ বছরের সম্পর্কে ইতি টানলেন জনপ্রিয় তারকা দম্পতি মাহি ভিজ এবং জয় ভানুশালী। আর তাঁরা নিজেরাই বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। বহুদিন ধরেই হিন্দি টেলিভিশনের বিখ্যাত এই দম্পতির সম্পর্ক ভাঙা নিয়ে গুঞ্জন চলছিল। কিন্তু এই বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা। অবশেষে পারস্পরিক সহযোগিতায় আলাদা হওয়ার সিদ্ধান্তের নিলেন তাঁরা এবং ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন তাঁরা। এই খবরটি ভক্তদের হতবাক করেছে। কারণ জয়-মাহি বলিউডের পাওয়ার দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন চলছে।

সম্প্রতি মাহি ভিজ ও জয় ভানুশালী একটি যৌথ বিবৃতিতে বিবাহবিচ্ছেদের কথা নিশ্চিত করে জানিয়েছেন যে, তাঁরা সাবধানে বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের সম্পর্কের মধ্যে কারোরই কোনও দোষ বা অন্যায় ছিল না। একটি উন্নত ভবিষ্যতের জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে দম্পতি লিখেছেন, “আজ আমরা এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যা জীবন আমাদের জন্য বেছে নিয়েছে। শান্তি, আমাদের সন্তান এবং আমাদের সুখের জন্য আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা সেরা বন্ধু থাকব। যদিও আমাদের পথ এখন আলাদা, এই সিদ্ধান্তে কোনও খলনায়ক নেই। দয়া করে বুঝতে পারছেন যে, আমরা শান্তি, স্বাচ্ছন্দ্য এবং আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য এই পদক্ষেপ নিচ্ছি। অন্য কোনও কারণে নয়। আমরা একে অপরকে সম্মান করব, একে অপরকে সমর্থন করব এবং একে অপরের জন্য প্রার্থনা করব। আমরা আপনাকে আমাদের সিদ্ধান্তকে সম্মান করার জন্য অনুরোধ করছি। যাতে আমরা এগিয়ে যেতে পারি। মাহি এবং জয় ভানুশালী।”

জয় এবং মাহি আরও জানিয়েছেন, তাঁরা তাঁদের ৬ বছরের মেয়ে তারাকে একসঙ্গে বড় করবেন। এছাড়া তাঁরা তাঁদের দত্তক নেওয়া সন্তানদেরও একসঙ্গে দেখাশোনা করবেন। মাহি ভিজ এবং জয় ভানুশালী ২০১১ সালে বিয়ে করেছিলেন এবং টিভির সবচেয়ে প্রিয় দম্পতিদের মধ্যে একজন ছিলেন তাঁরা। বিয়ের আগে তাঁরা দীর্ঘদিন ধরে ডেট করেছিলেন। মাহি বর্তমানে “সেহার হোনে কো হ্যায়” শোয়ে অভিনয় করছেন। যা তাঁর নয় বছর পর টেলিভিশনের প্রত্যাবর্তন। আর জয় এখন বিভিন্ন শোয়ের সঞ্চালক। বর্তমানে বিদেশ সফর করছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পারিশ্রমিকে তরুণ অভিনেতাদের টেক্কা, ‘বর্ডার 2’-এর জন্যে কত কোটি নিচ্ছেন ‘বুড়ো’ সানি দেওল?

SIR শুনানিতে এবার ডাক পেলেন সাংসদ-অভিনেতা দেবও, সঙ্গে আর কাদের তলব?

বক্সঅফিসে সুনামি! ৮০০ কোটি আয় করে ‘পুষ্পা 2’-এর রেকর্ড ভাঙার মুখে ‘ধুরন্ধর’

আথিয়া শেট্টির সই জাল করে কোটি টাকা প্রতারণার অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা

শৌচাগারে গোপন ক্যামেরায় তুলছিল মহিলাদের ছবি, প্রেক্ষাগৃহে বমাল পাকড়াও কিশোর

সলমানের ভয়ে ‘জুজু’ আমিরের ছেলে জুনায়েদ, পিছিয়ে গেল ‘মেরে রেহো’ মুক্তির দিনক্ষণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ