এই মুহূর্তে




সাত পাকে বাঁধা পড়লেন মহিমা চৌধুরী ও সঞ্জয় মিশ্র, তাঁদের বিয়ের ভিডিও ঘিরে হৈচৈ

নিজস্ব প্রতিনিধি: গোটা ইন্টারনেট ভেঙে দিয়েছে প্রবীণ অভিনেতা সঞ্জয় মিশ্র এবং অভিনেত্রী মহিমা চৌধুরির বর-কণে সাজের ছবি। তবে কী বয়সকালে এসে বিয়ে করলেন বলিউডের এই প্রবীণ জুটি? গতকাল রাত থেকেই ভাইরাল হচ্ছে তারকা জুটির কয়েকটি ভিডিও। তা নিয়েই কৌতূহলী নেটপাড়া। ঠিক কী কেস? যদিও অভিনেত্রী মহিমা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন। তবে বর্তমানে তিনি একেবারে ফিট। তাই অভিনয়ে ফিরেছেন। অন্যদিকে অভিনেতা সঞ্জয় মিশ্র বলিউডের অন্যতম জনপ্রিয় কৌতুকাভিনেতা। তাই বিয়ের পোশাকে তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আলোচনা জন্ম দিয়েছে।

অনেকেই ভেবে বসেছেন তারা বিয়ে করে ফেললেন নাকি? মহিমা ২০০৬ সালে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন, এই দম্পতি ২০০৭ সালে তাদের মেয়েকে স্বাগত জানান। এবং ২০১৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তাই সঞ্জয়ের সঙ্গে মহিমার বিয়ের ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকেই ভেবে বসেন যে, মহিমা আবারও বিয়ে করলেন এবং তাঁর দ্বিতীয় সঞ্জয় মিশ্র ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, তাঁরা একটি ভবন থেকে বেরিয়ে ফটোগ্রাফারদের জন্য পোজ দিচ্ছেন। কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আসল বিষয় হল, তাঁরা তাদের আসন্ন সিনেমার জন্য বিয়ের পোশাকে প্রচার সারছেন। আর তাঁদেরকে বিয়ের পোশাকে প্রকাশ্যে আনার পরিকল্পনা ছিল নির্মাতা সিদ্ধান্ত রাজের। তাঁর আসন্ন ছবি ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’-এ গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয় করছেন মহিমা এবং সঞ্জয়। তাই তাঁদেরকে ছবির প্রচারণার অংশ হিসেবে বিয়ের পোশাকে সাজানো হয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এর আগে, নির্মাতারা একটি মোশন পোস্টারও শেয়ার করেছেন যেখানে সঞ্জয় মিশ্রকে কনের সাজে মহিমার ছবি ধরে থাকতে দেখা গিয়েছে। পোস্টারের ক্যাপশনে লেখা ছিল, “দুলহান মিল গায়ি হ্যায়, আব তয়ার হো জায়ে, কিয়ঙ্কি বারাত নিকালনে ওয়ালি হ্যায়, আপকে নাজদেকি ইয়া থোড়ে দরজা কে সিনেমা সে (বধূ পাওয়া গেছে, তাই রেডি হও, বিয়ের মিছিল শীঘ্রই শুরু হবে, হয় আপনার কাছাকাছি বা সামান্য দূরত্বে)।” ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, প্রবীণ অভিনেতা সঞ্জয় মিশ্র দুইবার বিবাহ করেছেন, প্রথমটি রোশনি আচার্যের সঙ্গে, যার সঙ্গে অভিনেতার একটি ছেলে রয়েছে। বর্তমানে তিনি কিরণ মিশ্রের সঙ্গে বিবাহিত। কাজের ক্ষেত্রে, ‘পরদেস’, ‘ধড়কান’, ‘ইমার্জেন্সি’ এর জন্যে বিখ্যাত মহিমাকে শেষবার দেখা গিয়েছিল ‘নাদানিয়ান’ ছবিতে। যে ছবিটি সইফ আলি খানের ছেলে ইব্রাহিম খানের ডেবিউ ছবি ছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

‘যব মেট জয়-বীরু’, একাই গাড়ি চালিয়ে বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে গেলেন অমিতাভ

মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে হাঁটা, সরকারি অনুষ্ঠানে যোগদান, তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন রাজা-মধুবনী?

‘বিয়েতে মেয়াদ এবং পুনর্নবীকরণের বিকল্প থাকা জরুরি’, কাজলের বিতর্কিত মন্তব্যে তোলপাড় নেটপাড়া

‘অতিরিক্ত খাটুনি ও ক্লান্তির কারণেই অসুস্থতা’, হাসপাতাল থেকে ছাড়া পেয়েই জানালেন গোবিন্দা

গর্ভবতী সোনাক্ষী, তাই কী সলমানের দাবাং ট্যুর থেকে বাদ পড়লেন অভিনেত্রী, জল্পনা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ