নিজস্ব প্রতিনিধি: বরাবরই লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন অভিনেত্রী জয়া বচ্চন। তবে পরিবারের সঙ্গে ছবিতে হাসিমুখেই দেখা যায় তাঁকে।
সম্প্রতি শ্বেতা-কন্যা নভ্যার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবিতে দেখা গেছে দুজনকে। অমিতাভ এবং জয়া বচ্চনের বড় মেয়ে শ্বেতার কন্যা নভ্যা। সম্পর্কে অমিতাভ-জয়ার নাতনি সে। বিশেষ করে দিদা জয়া বচ্চনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সে। সোমবার ইনস্টাগ্রামে ফের একবার বর্ষীয়ান বলি-অভিনেত্রীর সঙ্গে নিজের ছবি দিলেন শ্বেতা-কন্যা। ছবিতে দেখা যাচ্ছে হাসিমুখে পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে বসে রয়েছেন তাঁরা।
হলুদ রঙের চুড়িদারের সঙ্গে সাদা ওড়নায় বেশ স্নিগ্ধ লাগছে নভ্যাকে। অন্যদিকে, একগাল হাসি নিয়ে ফ্লোরাল প্রিন্টের পোশাক পরে বেশ ক্যাজুয়াল অবতারেই ধরা দিয়েছেন জয়া। ক্যামেরার দিকে তাকিয়ে দু’জনের মুখেই ধরা পড়েছে বেশ চওড়া হাসি। ছবির ক্যাপশনে নভ্যা জুড়েছেন স্রেফ ‘নানী’ শব্দটি। বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘দিদা’।
তবে এই ছবির পর নেটিজেনরা কেউ কেউ বলে বসলেন, জীবনে কোনওদিন জয়া বচ্চনকে এত মন খুলে হাসতে কোনও ছবিতে দেখেননি। আবার কেউ কেউ বলেছেন জয়া বচ্চনকে হাসতেই প্রথমবার দেখা গেছে।