এই মুহূর্তে




‘বুড়ো বয়সে ভীমরতি’, মাহিরা-হুমায়ুনের ‘উদ্ভট’ নাচ দেখে বিরক্ত নেটমহল




নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরেই ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। উভয় দেশই যুদ্ধের জন্যে প্রস্তুত। কিন্তু ভারতের ‘অপারেশন সিঁদুর’ হামলা একেবারে ঠ্যাং খোড়া করে দিয়েছে পাকিস্তানের। নির্লজ্জ পাকিস্তান হারে হারে টের পাচ্ছে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই। এদিকে পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানি সমস্ত তারকাকে ভারত থেকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও এদিক-সেদিকে তাঁদের নিয়ে নানারকম ট্রোলিংয়ের স্ক্রিনশট ভাইরাল হয়েই চলেছে। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান।

ভারতীয় ছবি ‘রইস’-এ শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। তাই ভারতীয় ভক্তদের কাছে পরিচিত নাম মাহিরা খানের। শীঘ্রই তাঁকে অভিনেতা হুমায়ুন সঈদের সঙ্গে ‘লাভ গুরু’ ছবিতে দেখা যাবে। সদ্য প্রকাশিত হয়েছেন এই ছবির মিউজিক অ্যালবাম। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। কিন্তু কেন? আসলে এই ছবিতে পাকিস্তানি গায়ক ‘আরিফ লোহারের’ বিখ্যাত গান ‘আ তেনু মওজ কারওয়ান’ নেওয়া হয়েছে। আর গানেই কোমর দোলাতে দেখা গিয়েছে হুমায়ুন এবং মাহিরাকে। আর তাতেই নেটপাড়ায় হাসির রব উঠেছে। তাঁদের নাচ নিয়ে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং।

কারণ ভিডিওতে মাহিরা খান যথেষ্ঠ সেক্সি অবতারে ধরা দিয়েছেন।তাঁর নাচের মুভগুলোও অসাধারণ। কিন্তু নেটিজেনদের ধারণা, তিনি জোর করে এমন নাচের চেষ্টা করছেন। তা তাঁকে একেবারেই মানাচ্ছে না। ভিডিওতে একজন নেটিজেন বলেছেন, ‘মাহিরা নাচতে জানেনা। তিনি বুড়ি হয়ে গিয়েছেন। নাচতে গিয়ে হাঁপাচ্ছেন। গায়িকার কন্ঠও তাঁকে মানাচ্ছে না।’ একই সঙ্গে হুমায়ুনকে তাঁর বয়স নিয়ে কটুক্তি করা হয়েছে।বলা হয়েছে, ‘হুমায়ুন কাকার নাচের পর নিশ্চয়ই ফোস্কা পড়েছে।’ আসলে তাঁদের বক্তব্য, ৫৩ বছর বয়সী হিরোর সঙ্গে ৪০ বছর বয়সী মাহিরার কেমিস্ট্রি একেবারেই জমেনি। বৃদ্ধ বয়সে তাঁদের দিয়ে এমন নাচ করানো মনে নিষ্ঠুরতার সমান। এদিকে এই মূহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘লাভ গুরু’ ছবির প্রচার চালাচ্ছেন হুমায়ুন এবং মাহিরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মিলল ছাড়পত্র, ২০ জুন কি মুক্তি পাচ্ছে আমির অভিনীত ‘সিতারে জমিন পর’?

গোবিন্দার পদবী সরিয়ে ফেললেন সুনিতা, তবে কি বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটছেন দম্পতি?

শিরোনামে পূজা ও কুণাল, উঠল প্রযোজককে অপহরণ করে ৬৪ লক্ষ টাকা আদায়ের অভিযোগ

রাজ কাপুরের ‘ববি’-তে নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন বলি অভিনেত্রী

বিয়ের খবর সংবাদপত্রে ফাঁস হওয়ায় ভয়ে কেঁদে ফেলেছিলেন বলি অভিনেতার স্ত্রী

‘গোবিন্দার স্ত্রী হয়ে আমি বাথরুম পরিষ্কার করতে পারব না’, কেন এ কথা বললেন সুনীতা?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ