এই মুহূর্তে




মায়ের ভিডিও শুট করতে গিয়ে ফাঁস মালতির কণ্ঠস্বর, মেয়ে ও স্বামীকে নিয়ে হ্যালোইন হুল্লোড় প্রিয়াঙ্কার

নিজস্ব প্রতিনিধি: প্রিয়াঙ্কা চোপড়া, ‘দ্য গ্লোবাল স্টার’, বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী। তবে ২০১৮ সালে পপ গায়ক নিক জোনাসকে বিয়ের পর থেকে লস অ্যাঞ্জেলসেই পাকাপাকিভাবে আস্তানা গেড়েছেন। যদিও বিন্দুমাত্র ভোলেননি দেশকে, দেশের সংস্কৃতি কে। বিয়ের ৫ বছরের মাথায় ২০২৩ সালের জানুয়ারি তে সারোগেসির মাধ্যমে কন্যা মালতিকে স্বাগত জানান অভিনেত্রী। মা হন। বাবা হন নিক জোনাস। স্ত্রীর সব সিদ্ধান্তে তাঁর পাশে থাকার চেষ্টা করেন নিক। অথচ নিকের থেকে প্রিয়াঙ্কা চোপড়া প্রায় ১০ বছরের বড়। কিন্তু তাদের রসায়ন হার মানাতে বাধ্য যেকোনও তরুণ যুগলকে। যাই হোক, দীর্ঘ ৯ বছর পর দেশীয় ছবিতে প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী। তবে সেটি দক্ষিণী ছবি। এবার তাঁর নায়ক মহেশবাবু। এসএস রাজামৌলির ছবিতে সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নায়িকা।

এছাড়াও হৃতিক রোশনের ‘কৃষ 4’-এও তাঁকে দেখা যাবে। এদিকে বিদেশে যখন পরিবারের সঙ্গে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া, পুরো সময়টাই মেয়ে এবং স্বামীকেই দেন। এবং সেইসব মূহুর্তের ছবি অনবরত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন তিনি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সক্রিয়। কিছুদিন আগেই মেয়ে ও স্বামীর সঙ্গে ফ্লোরিডা ভ্রমণে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, সেখানে তিনি তাঁর মেয়েকে ডিজনি ল্যান্ডে নিয়ে গিয়েছিলেন। সেই সব ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন। যার মধ্যে একটিতে অভিনেত্রী কে গলায় অ্যানাকোন্ডা জড়িয়ে থাকতে দেখা গিয়ে ছিল। যাই হোক, ছুটি কাটিয়ে নিউইয়র্কে ফিরে এসেছেন নায়িকা। গতকাল পরিবারের সঙ্গে হ্যালোউইন সেলিব্রেশন করেছেন প্রিয়াঙ্কা। কিন্তু হ্যালোউইন উদযাপনের আগে অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

যেখানে প্রথমবারের মতো অভিনেত্রীর মেয়ে মালতির কন্ঠস্বর শোনা গিয়েছে। এবং অভিনেত্রীর মেয়ে মালতিই ভিডিওটির শুট করেছে। ভিডিওতে দেখা গিয়েছে, ক্যামেরা অন করার মালতি তার মা প্রিয়াঙ্কা কে কিছু বলতে বলছে। আর ওই ভিডিওটি শেয়ার করেই অভিনেত্রী তাঁর স্বামীকে জিজ্ঞাসা করেন যে, ‘আমাদের মেয়ে কি একজন ফিল্ম পরিচালক হয়ে গেল?’ হ্যালোউইন উদযাপনে অভিনেত্রী এবং তাঁর স্বামী কালো পোশাক পরেছিলেন। আর তাঁদের মেয়ে সাদা রঙের পরীর পোশাকে আবৃত হয়েছিল। ছবিতে অভিনেত্রীকে একটি মানড়সা সমন্বিত অনন্য আংটি ধারণ করতেও দেখা যায়। আর প্রিয়াঙ্কার ফ্যামিলি ছবিতে অভিনেত্রীর অনন্য স্টাইল আবারও মুগ্ধ করল ভক্তদের। বিশেষ করে মালতির কন্ঠস্বর শুনেও মুগ্ধ হয়েছেন ভক্তরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া, এখন কেমন আছেন কিংবদন্তি?

অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এবার অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

‘শিশুরা আমাদের সবচেয়ে বড় আশা’, ইউনিসেফের নতুন ‘সেলিব্রিটি অ্যাডভোকেট’ হলেন কীর্তি সুরেশ

দিশা পাটানির বাড়িতে গুলি হামলা, নায়িকার বাবাকে বৈধ আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দিল প্রশাসন

মানসিকভাবে বিপর্যস্ত, সোশ্যাল মিডিয়া ত্যাগ করলেন ‘সাইয়ারা’ সুরকার তানিষ্ক বাগচি

‘আমি কখনও নেতা হতে চাইনি’, ভোটে হেরেই ‘ইউ-টার্ন’, রাজনীতি থেকে দূরে সরলেন খেসারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ