এই মুহূর্তে




নতুন ইনিংস শুরু করছেন আপ সাংসদ রাঘব চাড্ডা, অভিষেক ঘটছে…




নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে গিয়েছে আম আদমি পার্টি। অসংখ্য ভোটের ব্যবধানে হেরেছে অরবিন্দ কেজরিওয়াল বাহিনী। যদিও নিজের দলের হারের ব্যাপারে খুব একটা মুখ খোলেননি রাঘব চাড্ডা। কেননা তিনি আপের সর্বকনিষ্ঠ সাংসদ ছিলেন। নিজের দল হারার কারণেই কী এবার রাজনীতির পাঠ চোকাতে চলেছেন রাঘব চাড্ডা? ২০২৩ সালের শেষের দিকে গ্লোবাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন পরিণীতি চোপড়াকে ভালবেসে বিবাহ করেন রাঘব চাড্ডা। যদিও তাঁদের ডেটিংয়ের জল্পনা বহুদিন ধরেই অব্যাহত ছিল।

ফাইনালি রাজস্থানের একটি বিলাস বহুল রিসোর্টে শুভ পরিণয় সম্পন্ন হয় তাঁদের এবং বিয়ের পর যৌথভাবে তাঁরা নতুন জীবন শুরুর ঘোষণা দেন। যাই হোক, বলিউডের অন্যতম আরাধ্য ও প্রেমময় দম্পতি হলেন রাচব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। তাঁদের প্রেম ও ভালোবাসা প্রতি মুহূর্তে ভক্তদের মুগ্ধ করছে। ভিন্ন পেশায় থাকা সত্ত্বেও পরস্পর পরস্পরের কাজে সর্বদা উৎসাহ প্রদান করেন। এই মূহুর্তে পরিণীতি অভিনয়ে এবং রাঘব চাড্ডা রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। কিন্তু যখন থেকেই রাঘব পরিণীতিকে বিবাহ করেছেন, তখন থেকেই ভক্তদের নানা কৌতুহল রাঘবকে নিয়ে। কেননা রাঘব সৌন্দর্য এবং চেহারায় নায়কসুলভ। তাই তিনি স্ত্রীর পথ অনুসরণ করে চলচ্চিত্রে অভিষেক করবেন কিনা, সেটাই প্রশ্ন সবার মনে! অবশেষে বহুদিনের এই জল্পনা-কল্পনার অবসান ঘটালেন পরিণীতি নিজেই।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বামীর চলচ্চিত্রে ডেবিউ-র বিষয়ে অভিনেত্রী মজার ছলে জানিয়েছেন, ‘রাঘব সত্যিই খুব সুন্দর দেখতে। মানুষ মজা করে আমাকে বলে যে, রাঘব চাড্ডার চলচ্চিত্রে আসা উচিত! আমার এটা শুনে সবসময় হাসি পায়। কারণ আমার এটা শুনতে খুব মজা লাগে। কিন্তু সে তাঁর কাজে ব্যস্ত। সে সবসময় রাজনীতিতেই থাকতে চায় আর দেশের জন্যে নিজেকে উৎসর্গ করতে চায়। কারণ রাঘব একজন দেশপ্রেমিক। সে শুধু আমায় বলে, তুমি তোমার মতো কাজ করো। আমি তোমার কাজে কোনও বাধা দেব না। আর আমিও আমার কাজ করব। রাজনীতি করে যাব।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

‘কী করছ এটা’, বাড়ির বাইরে ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বিগ বি, জোর ধমক পাপারাজ্জিদের

বলিউডে শোকের ছায়া, প্রয়াত অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির পরিচালক চন্দ্র বারোট

‘সন্তানদের মানুষ করতে পারছিনা’, চরম দারিদ্র্যে ইন্দর কুমারের প্রাক্তন স্ত্রী, হাত পাতলেন সলমানের কাছে

টাকার অভাবে হল না কিডনি প্রতিস্থাপন, অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ