নিজস্ব প্রতিনিধি: সকাল থেকে বাংলার আকাশে মুখ ভার হলেও বলিউডে কিন্তু খুশির মেজাজ। যদিও উৎসবের মেজাজ মুম্বইতে আটকে নেই তা পৌঁছেছে রাজস্থানে। এখন রাজস্থানের উদয়পুরের লীলাবতী প্যালেসে হৈহৈ রব। গত দুদিন ধরেই সেখানে উৎসবের মেজাজ, বহু প্রতীক্ষিত বিগ ফ্যাট ওয়েডিং-এর প্রস্তুতি চলেছে। অবশেষে আজ সেই শুভ দিন। সারাজীবনের জন্যে একে অপরের বাহুডোরে বাধা পড়বেন আপনেতা রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। ইতিমধ্যেই মেহেন্দি, হলদি, সঙ্গীত সব অনুষ্ঠান শেষ। দুপুরে হয়ে গিয়েছে পরিণীতির চুরা অনুষ্ঠান। যেহেতু তারকা দম্পতি দুজনেই পাঞ্জাবী ঘরানার, তাই তাঁদের সম্পূর্ণ পঞ্জাবী মতেই বিয়ে হবে।
সাংবাদিকদের তাঁদের বিয়েতে আজ্ঞা না দেওয়া হলেও লীলাবতী প্যালেসের আনাচে কানাচে থেকে ছবি তুলে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন মুম্বই পাপারাজ্জিরা। রাঘব হাতির দাঁতের শেরওয়ানি পরে মণ্ডপে চলে গিয়েছেন। কথা অনুযায়ী, নৌকায় করে তাঁর বারাত রওনা দিয়েছে। তবে পরিণীতি এবং রাঘব দুজনেই তাঁদের বিয়ের লুক মিডিয়া থেকে আড়াল করে রেখেছেন। প্রতিবেদন অনুসারে, লীলার সুইমিং পুল এলাকাটিতে দম্পতির বিয়ের মণ্ডপ স্থাপন স্থাপন করা হয়েছে। পরিণীতি চোপড়া এবং রাঘবের বিয়েতে ইতিমধ্যে তাঁদের সকল বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। তবে পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া বিয়েতে যোগ দিতে পারেননি, কিন্তু তিনি বোনকে শুভেচ্ছা পাঠিয়েছেন।
গতকাল রাত ৩ টে পর্যন্ত রাঘব-পরিণীতির বিয়ের সঙ্গীত পার্টি অনুষ্ঠিত হয়েছে। যা কিনা ৯০ এর দশকের সঙ্গীতে পূর্ণ ছিল। অভিনেত্রীর বন্ধু, সানিয়া মির্জা এবং মনীশ মালহোত্রা বিয়েতে উপস্থিত হয়েছেন। তবে করণ জোহরের তাঁদের বিয়েতে থাকার কথা থাকলেও এখনো তিনি যেতে পারেননি।বিয়েতে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও।