এই মুহূর্তে




‘সেজানের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল শ্বেতার’, বোমা ফাটালেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী




নিজস্ব প্রতিনিধি: সংসার জীবনেই পরকীয়ায় জড়িয়েছিলেন শ্বেতা তিওয়ারি। বিস্ফোরক দাবী অভিনেত্রীর প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর। ১৯৯৮ সালে ‘কসৌটি জিন্দেগি’ খ্যাত অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে বিবাহ করেছিলেন রাজা চৌধুরী। কিন্তু কিছু বছরের মধ্যেই তাঁদের সংসারে অশান্তি শুরু হয়। পারিবারিক সহিংসতা এবং রাজার মদ্যপানের সমস্যার কথা উল্লেখ করে শ্বেতা ২০১২ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এবং তাঁরা আলাদা হয়ে যান। রাজার সঙ্গে শ্বেতার দুটি সন্তান। একজন ছেলে ও একজন মেয়ে। মেয়ে পলক তিওয়ারি কে মোটামুটি সবাই চেনেন। যিনি এখন বলিউডের একজন পরিচিত নাম। ইতিমধ্যেই সলমান খানের সঙ্গে ছবিতে কাজ করে ফেলেছেন। তাঁর ফলোয়ার সংখ্যাও প্রচুর। যাই হোক, বহু বছর পর এবার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন রাজা চৌধুরী।

জানালেন, কসৌটি জিন্দেগি কে-এর সহ-অভিনেতা সেজান খানের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন শ্বেতা তিওয়ারি। সেটা তিনি জানতে পেরেছিলেন। তিনি মনে করলে ২০০৩ সালেই তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারত। একটি পডকাস্ট শোতে রাজা বলেছেন যে, তিনি শ্বেতাকে একাধিকবার সেজানের গাড়িতে চড়ে কসৌটি জিন্দেগি কে-এর সেটে যেতে দেখেছিলেন। তখন থেকেই তাঁর মনে সন্দেহ জেগে ওঠে। সেই সময়ে তাদের সম্পর্কের প্রকৃতি নিয়ে তিনি প্রশ্নও তুলেছিলেন। 

তিনি আরও বলেন, “আমাদের একটি গাড়ি ছিল। সেই গাড়িতে আমার ডকুমেন্টস ছিল। সেই গাড়ি করে আমার কোথাও যাওয়ার কথা ছিল। সেই গাড়িটি আনতেই আমাকে শ্বেতার শুটিং সেটে যেতে হয়েছিল। তখনই দেখি শ্বেতা সেজানের গাড়ি করে সেটে আসছেন। তাহলে বাড়ির গাড়ি নিয়ে যাওয়ার কী দরকার ছিল! তখন শুটিং একসঙ্গে, সেটে আসছেনও একসঙ্গে, কী ব্যাপার, আমি তাঁকে সেটা জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু শ্বেতা তাঁকে বারবার বলেছেন তিনি এমন কিছুই করছেন না। তাঁদের একটি মিটিং ছিল। আমি যেন তাঁকে বিশ্বাস করি। এরপর থেকেই আমাদের সম্পর্ক ভাঙতে শুরু করে।’

একবার একটি সাক্ষাৎকারে, শ্বেতা সেজানের সঙ্গে ডেটিং গুজবের প্রতিক্রিয়ায় জানিয়ে ছিলেন যে,’ সবাই মনে করেন আমার একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে! কিন্তু কেউ কি আমাকে কখনও কফি শপ বা রেস্তোরাঁয় দেখেছে? কেউ কি কখনও আমাকে পার্টিতে দেখেছে? আমি KZK-তে মাসে ৩০ দিন শুটিং করেছি। আমার কাছে প্রেমের জন্য কোনও সময় নেই। আর সিজানের সঙ্গে আমার সম্পর্ক ভুয়ো।’ তবে রাজার বিবাহ বহির্ভূত সম্পর্কের এই চাঞ্চল্যকর দাবির বিষয়ে শ্বেতা তিওয়ারি এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুক্তির ২ দিন আগেই জোর ধাক্কা, ‘সাঁইয়ারা’ থেকে আহান পান্ডের অন্তরঙ্গ দৃশ্য ছেঁটে ফেলল সেন্সর বোর্ড

বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট বেচে দিলেন সলমান

‘বাক-স্বাধীনতার ঊর্ধ্বে জীবনের অধিকার’, সুপ্রিমকোর্টের ধমক খেলেন ‘উদয়পুর ফাইলস’-এর নির্মাতারা

কোটি কোটি পুরুষের হৃদয় ভেঙে সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে সেলিনা গোমেজ

সামনে এল হ্যারিপটারের ফার্স্ট লুক

নওয়াজউদ্দিনের কন্যার অভিনয়ে মুগ্ধ নেটা নাগরিকরা, বিঁধলেন বাকি তারকা সন্তানদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ