এই মুহূর্তে




সাদামাটা অবতার ছেড়ে রুদ্রমূর্তি ধারণ করলেন রশ্মিকা, হঠাৎ কী হল অভিনেত্রীর?




নিজস্ব প্রতিনিধি: সাদামাটা লুক থেকে আচমকাই বাঘিনী হয়ে গেলেন কেন রশ্মিকা মান্দান্না? প্যান ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় নায়িকা রশ্মিকা মান্দান্না। দেশজুড়ে তাঁর বিশাল ভক্তসংখ্যা রয়েছে। বর্তমানে তাঁকে ধনুশের ‘কুবেরা’ ছবিতে দেখা যাচ্ছে। বলিউড-দক্ষিণী মিশিয়ে ছবিতে অভিনয় করছেন তিনি। পুষ্পা-পুষ্পা 2, Animal, ছাভা, সিকন্দর-এর পর অভিনেত্রীর জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। সব ছবিতেই রশ্মিকার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। খুব অল্পদিনের কেরিয়ারেই খ্যাতি অর্জন করছেন জাতির ক্রাশ। ইতিমধ্যে বলিউডেও তিনি জায়গা পাকিয়ে নিয়েছেন। যাই হোক, ভক্তরা রশ্মিকার নতুন প্রকল্পগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে রশ্মিকার পরবর্তী সিনেমার পোস্টার প্রকাশ্যে এল। রশ্মিকার পরবর্তী ছবির নাম ‘মাইসা’।

শুক্রবার, ২৭ জুন সকালে ‘মাইসা’-এর প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। যেটি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর পর রশ্মিকার পরবর্তী প্যান ইন্ডিয়া ছবি। আনফর্মুলা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘মাইসা’, একজন মহিলা যোদ্ধার সাহস এবং আবেগকে তুলে ধরবে। ছবির পোস্টারে রশ্মিকা মান্দান্নাকে এক ভয়ঙ্কর অবতারে দেখা যাচ্ছে। রশ্মিকার এমন রূপ আগে কখনও দেখা যায়নি। তার মুখে উজ্জ্বলতা গায়েব। রশ্মিকা মান্দান্না নিজেও এই প্রকল্পটি নিয়ে খুবই উত্তেজিত। তিনি তার সোশ্যাল মিডিয়ায় ছবির শিরোনাম এবং লুক শেয়ার করে ক্যাপশন লিখেছেন, ‘আমি সবসময় আপনাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। উত্তেজনাপূর্ণ কিছু দেওয়া চেষ্টা করি। আর এটি এমনই একটি প্রকল্প। এমন একটি চরিত্র যা আমি আগে কখনও অভিনয় করিনি। এমন একটি পৃথিবী যেখানে আমি আগে কখনও যাইনি এবং নিজের এমন একটি রূপ যা আমি নিজে এখনও পর্যন্ত দেখিনি। এটি রাগে ভরা, খুবই শক্তিশালী এবং খুবই বাস্তব। আমি একটু নার্ভাস কিন্তু খুব খুশি। আমরা কী তৈরি করছি তা দেখার জন্য আমি সত্যিই অপেক্ষা করতে পারছি না। আর এটি কেবল শুরু।’

 

জানা যাচ্ছে যে, এটি একটি অসাধারণ আবেগঘন অ্যাকশন ছবি হতে চলেছে। যা আপনাকে গোন্ড উপজাতির আকর্ষণীয় এবং অদেখা জগতে নিয়ে যাবে। ‘মাইসা’ তৈরি করছেন পরিচালক রবীন্দ্র পুল্লে। ছবিটি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘মাইসা দুই বছরের কঠোর পরিশ্রমের ফসল। মাইসা ছাড়াও, রশ্মিকা মান্দান্নার সামনে আরও অনেক অসাধারণ প্রজেক্ট আছে। শীঘ্রই তাকে ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ‘থামা’ ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে দেখা যাবে। ‘পুষ্পি ৩’ ছবিতে তিনি তাঁর আইকনিক চরিত্র শ্রীবল্লী হিসেবে ফিরে আসবেন। এর পাশাপাশি, তিনি ‘দ্য গার্লফ্রেন্ড’ এবং ‘রেইনবো’-এর মতো ছবিতে বিভিন্ন ধরণের আবেগঘন চরিত্রে অভিনয় করছেন রশ্মিকা। এদিকে শোনা যাচ্ছে, রশ্মিকা পুষ্পা 2-এর পর তাঁর বাজেট কমিয়ে দিয়েছে। কিন্ত কারণ জানা নেই।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি

‘ভয়টা রয়েই গেছে’, লিভার কেটে বাদ দিলেও ফের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন দীপিকা

দীপিকাকে ছেড়ে রক্তাক্ত বেশে ২০ বছরের তরুণীর সঙ্গে রোমান্স, হঠাৎ কী হল রণবীরের?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ