নিজস্ব প্রতিনিধি: দেশে শাহরুখের ‘জওয়ান’-এর রেশ কাটতে না কাটতেই প্রকাশিত হল ‘টাইগার ৩’-এর টিজার।বহু প্রতীক্ষিত এই ছবির জন্যে দীর্ঘ অপেক্ষায় ছিলেন সলমনের অপেক্ষা। পরিশেষে অবিনাশ রাঠোর হয়ে ধরা দিলেন সুপারস্টার সলমন খান। সলমনের অবতার দেখে রীতিমতো ঘুম ছুটল ভক্তদের। মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার 3’ আসন্ন দীপাবলীতে মুক্তি পাচ্ছে। আজ আইকনিক পরিচালক যশ চোপড়ার জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ উপহার পাঠালেন ছবির নির্মাতারা। টিজারেই একেবারে ঝড় তুলেছে টাইগার 3। সুতরাং মুক্তির পর কি হবে তা বুঝতেই পারছেন! এক্কেবারে হাই ভোল্টেজ অ্যাকশন মোডে ফিরে এলেন ভাইজান। চলতি বছরেই মুক্তি পেয়েছে সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’, ছবিটি দীর্ঘদিন পর সলমনের অভিনয়ে প্রত্যাবর্তনকে নিশ্চিত করলেও বক্সঅফিসে তেমন সফলতা অর্জন করতে পারেনি।
তবে এবার সবার নজর সলমনের দীপাবলী রিলিজ ‘টাইগার ৩’-এর দিকে। ট্রেলার রিলিজের সঙ্গে সঙ্গে ভক্তদের জন্য বিশেষ বার্তা দিলেন যশ রাজ ফিল্মস। ছবিতে অবিনাশ রাঠোর, র এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন সলমন খান। তাঁর সংলাপ টি একেবারে মন ছুঁয়ে গেল দর্শকদের, যেখানে তিনি বলছেন, ‘যব তক টাইগার মারা নেহি, তব তক হারা নেহি।’ হিন্দির পাশাপাশি তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘টাইগার 3’, সবকটি টিজার নিজের X-একাউন্টে পোস্ট করেছেন সলমন। টিজারে দেখা যাচ্ছে, রহস্যময় এজেন্ট, টাইগার হিসাবে তাঁর ভূমিকার পুনরাবৃত্তি করেছেন সলমন। এক মিনিট 46-সেকেন্ডের ক্লিপটিতে তৃতীয়বারের মতো টাইগার হিসাবে সালমান খানের প্রত্যাবর্তনকে চিহ্নিত করেছে৷ ক্লিপটিতে সলমানকে RAW এজেন্ট অবিনাশ সিং রাঠোডের চরিত্রে দেখানো হয়েছে। কীভাবে তাঁর ভাবমূর্তি মিডিয়াতে কলঙ্কিত হয়েছে, তাঁকে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করা হয়েছে সে সম্পর্কে কথা বলা হয়েছে। শেষের দিকে, ‘যব টাইগার মরা নেহি, তব তক টাইগার হারা নেহি’ সংলাপটি নিশ্চিতভাবে অভিনেতা আওরেছেন।
যা রীতিমতো ধাক্কা দিয়েছে ভক্তদের। ছবিতে অ্যাকশন সিকোয়েন্সগুলি শীর্ষস্থানীয় ছিল। শত্রুদের শিকার করার জন্য জীবন-হুমকিপূর্ণ মিশনে যায় টাইগার। টাইগারের নায়িকা হয়েছেন ক্যাটরিনা কাইফ। তাঁরা যথাক্রমে টাইগার এবং জোয়ার ভূমিকায় অভিনয় করছেন, তারা এখনও তাদের সবচেয়ে মারাত্মক মিশন নিতে প্রস্তুত! ছবির মোশন পোস্টার অনেক আগেই প্রকাশিত হয়েছিল। আজ মুক্তি পেল টিজার। আগামী ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে টাইগার 3। যেখানে বেশি আকর্ষনে থাকবেন পাঠানের অবতারে শাহরুখের ক্যামিও। যশরাজের স্পাই ইউনিভার্সের ব্যানারে তৈরি টাইগার মুক্তি পেয়েছিল ২০১২ তে, এরপর ২০১৭ তে মুক্তি পায় এক থা টাইগার, এর ৬ বছরের মাথায় মুক্ত পাচ্ছে টাইগার 3।