এই মুহূর্তে




তামাকজাত পান মশলার বিজ্ঞাপনের প্রচার করে আবারও আইনি ঝামেলায় সলমান খান

নিজস্ব প্রতিনিধি: অক্ষয় কুমার, অজয় দেবগন, শাহরুখ খানের পর এবার পান মশলা বিজ্ঞাপনে মুখ দেখিয়ে আইনি বিপাকে পড়লেন সুপারস্টার সলমান খান। এর আগে তামকজাত পান মশলা ব্র্যান্ডে নাম লিখিয়ে আইনি বিপাকে পড়েছিলেন অজয় দেবগন, শাহরুখ খান, আমির খান-সহ বলিউডের একাধিক তারকারা। অভিযোগ উঠেছিল যে, তামকজাত পান মশলার বিজ্ঞাপনে মুখ দেখিয়ে তরুণদের উৎসাহিত করছেন বলিউড তারকারা। যেহেতু তারা বলিউডের জনপ্রিয় তারকারা, তাই গ্রাহকদের কাছে এই পদার্থগুলির গ্রহণযোগ্যতা অনেকটাই। আর বিজ্ঞাপণ সংস্থাগুলি ও ভেবেচিন্তেই এইসব বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানায়। এমন বিতর্ক ওঠাতে এর আগে অক্ষয় কুমার নিজে থেকেই পাণ মশলা বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার একটি বিভ্রান্তিকর পান মশলার বিজ্ঞাপনের মুখ হওয়ার জন্যে সলমান খানের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করলেন রাজস্থানের কোটার একজন ভোক্তা।

যার ফলে আইনি ঝামেলার সম্মুখীন হয়েছেন নায়ক। অভিনেতা এবং তাঁর অনুমোদিত পান মশলা ব্র্যান্ডের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভোক্তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় জনতা পার্টির (BJP) সিনিয়র নেতা এবং রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিংহ হানি সলমানের অভিনীত বিজ্ঞাপনগুলি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এবং বলেছেন, অভিনেতা এবং বিজ্ঞাপন সংস্থাগুলি এমন বিজ্ঞাপন নির্মাণ করে গ্রাহকদের বিভ্রান্ত করেছে। সলমান খান রাজশ্রী পান মশলা প্রস্তুতকারী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই অভিনেতা এবং এই বিজ্ঞাপন সংস্থা উভয়ের বিরুদ্ধেই অভাযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, অভিনেতা বিজ্ঞাপনের মাধ্যমে ‘গেরুয়া মিশ্রিত এলাচ’ এবং ‘গেরুয়া মিশ্রিত পান মশলা’ সমৃদ্ধ পণ্য প্রচার করেছেন। যেটা সত্য নয়, কারণ জাফরানের দাম প্রতি কেজি ৪ লক্ষ টাকা। আর সেই জাফরানের একটি টুকরো ৫ টাকা দামের পণ্যে কিছুতেই থাকতে পারে না। এই ধরণের দাবি তরুণদের পান মশলা খেতে উৎসাহিত করবে। যার ফলে তাদের মুখে ক্যান্সার হতে পারে। অভিযোগকারী আরও বলেছেন, ‘সলমান খান অনেক মানুষের আদর্শ।

তিনি এমন বিজ্ঞাপন করে তরুণদের উৎসাহিত করছেন। তাই তার বিরুদ্ধে কোটা কনজিউমার কোর্টে অভিযোগ দায়ের করা হয়েছে এবং শুনানির জন্য নোটিশ জারি করা হয়েছে। অন্যান্য দেশের সেলিব্রিটি বা চলচ্চিত্র তারকারা এমনকী ঠান্ডা পানীয়ের প্রচারও করেন না। আর আমাদের ভারতীয় তারকারা তামাক এবং পান মশলার প্রচার করছেন। আমাদের অনুরোধ করছি, দয়া করে আপনারা তরুণদের কাছে ভুল বার্তা ছড়ানো বন্ধ করুন, কারণ পান মশলা মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ।’ অভিযোগের পর, কোটা কনজিউমার কোর্ট অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছে এবং তাঁর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চেয়েছে। তবে প্রস্তুতকারক সংস্থা এবং অভিনেতা কেউই এখনও প্রতিক্রিয়া জানায়নি। পরবর্তী শুনানি হবে ২৭ নভেম্বর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাহেবের জন্মদিনেই সম্পর্কে সিলমোহর ‘কথা’ সুস্মিতার, কীভাবে?

মুখ্যমন্ত্রী স্ট্যালিন-সহ তামিলনাড়ুর একঝাঁক তারকার বাড়িতে বোমা, হুমকি বার্তায় আতঙ্ক

‘আবারও আমার চরিত্র হননের চেষ্টা’, মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিলেন নোরা

আদালতে গিয়ে আত্মসমর্পণ, অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী মেহজাবিন

৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া, এখন কেমন আছেন কিংবদন্তি?

অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এবার অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ