এই মুহূর্তে




‘সতীশ শাহকে দেওয়া হোক মরণোত্তর পদ্মশ্রী’, মোদিকে চিঠি ছোট পর্দার কলাকুশলী সংগঠনের

নিজস্ব প্রতিনিধি: সদ্য প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহকে মরণোত্তর ‘পদ্মশ্রী’ দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে ছোট পর্দার কলাকুশলীদের সংগঠন দ্য ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিএ)।

চিঠিতে লেখা হয়েছে, ‘তাঁর (সতীশ শাহের) মৃত্যু তাঁকে এবং তাঁর সৃজনশীল জগতকে যারা চিনতেন তাদের সকলের হৃদয়ে এক শূন্যতা তৈরি করেছে। তাঁর মতো একজন বিরল এবং প্রতিভাবান শিল্পী যার কাজ আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিয়েছে, হাসিয়েছে। প্রয়াত অভিনেতাকে ‘পদ্মশ্রী’ দিয়ে সম্মানিত করা হবে শিল্প, সংস্কৃতি এবং বিনোদনের মাধ্যমে সেবার প্রতি নিবেদিত এক সেনানির প্রতি সবচেয়ে উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি। এই সম্মান এমন একজন মানুষকে স্বীকৃতি দেবে যিনি চার দশকেরও বেশি সময় ধরে দর্শকদের হাসিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম শিল্পীদের অনুপ্রাণিত করেছেন।’ ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের চিঠিতে ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর মতো ক্লাসিক্যাল টিভি সিরিয়ালে সতীশ শাহের অবিস্মরণীয় অভিনয়ের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ‘জানে ভি দো ইয়ারো’ এবং ‘ম্যায় হুঁ না’-এর মতো যুগান্তকারী হিন্দি ছবির কথাও তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত গত ২৫ অক্টোবর মাত্র ৭৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। অজস্র ছবি এবং হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিডনি বিকল হয়েই তাঁর মৃত্যু হয়েছিল বলে শোনা গিয়েছিল। যদিও পরে পরিবারের তরফে তা অস্বীকার করা হয়। সলমন খানের প্রথম ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’র সময় থেকে শুরু করে ‘হম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্য়ায়’— একাধিক ছবিতে কাজ করেছেন সতীশ শাহ। এ ছাড়াও ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে হৃতিক রোশনের বাড়িওয়ালার চরিত্রে হোক কিংবা ‘ম্যায় হুঁ না’ ছবিতে অধ্যাপকের চরিত্রে-সর্বত্র নিজের ছাপ রেখে গিয়েছেন প্রয়াত বর্ষীয়ান অভিনেতা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাহেবের জন্মদিনেই সম্পর্কে সিলমোহর ‘কথা’ সুস্মিতার, কীভাবে?

মুখ্যমন্ত্রী স্ট্যালিন-সহ তামিলনাড়ুর একঝাঁক তারকার বাড়িতে বোমা, হুমকি বার্তায় আতঙ্ক

‘আবারও আমার চরিত্র হননের চেষ্টা’, মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিলেন নোরা

আদালতে গিয়ে আত্মসমর্পণ, অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী মেহজাবিন

৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া, এখন কেমন আছেন কিংবদন্তি?

অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এবার অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ