এই মুহূর্তে




মন্নত ছেড়ে আলিবাগে পার্টির আয়োজন, ৬০-এর জন্মদিনে কী কী চমক দিচ্ছেন কিং খান?

নিজস্ব প্রতিনিধি: ২ নভেম্বর, শুধু একটা দিন নয়, একটা ইমোশন, কেননা ওইদিনেই জন্ম নিয়েছিলেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কিং তথা বাদশা শাহরুখ খান। যার কাছে রোমান্স শেখা, তার জন্মদিন। সুতরাং এ দিনটা নিয়ে আলাদাই উত্তেজনা থাকে শাহরুখ ভক্তদের মধ্যে। দেশের কোনায় কোনায় তাঁর জন্মদিন সেলিব্রেশন করা হয়। পাশাপাশি সেদিনটা অভিনেতার মান্নাতের বাড়ির বাহিরটাও রীতিমতো উৎসবে পরিণত হয়। একটি বার বাদশাকে দেখার জন্যে ভিড় জমান ভক্ত মহল। সেই কারণে আগে থেকেই সেখানে পুলিশ পাহারা থাকে। আর ভক্তদের নিরাশও করেন না অভিনেতা। একবার হলেও ভক্তদের দেখা দেন তিনি। তবে গতবছর থেকে মন্নতে শাহরুখের জন্মদিন পালন বন্ধ হয়েছে, কেননা অভিনেতা এখন মন্নতে থাকেন না। তাঁর বিলাসবহুল বাংলোটি নির্মাণাধীন। তাই পরিবার নিয়ে অভিনেতা বর্তমানে আলিবাগের বাড়িতে থাকছেন। তাই মন্নতও খালি পড়ে রয়েছে। তবুও সারাবছরই মন্নতে ভিড় থাকেই ভক্তদের।

যাই হোক, এ বছর ৬০ বছরে পদার্পণ করবেন শাহরুখ খান। অর্থাৎ সিনিয়রের কোটায় নাম লেখাতে চলেছেন তিনি। তাই এখন প্রশ্ন, শাহরুখের ৬০ বছরের জন্মদিনেও কি ভক্তরা তাঁর দেখা পাবে না? সূত্রের খবর, এবারও মন্নতে হবে না অভিনেতার জন্মদিন পালন। তবে অভিনেতার আলিবাগের বাসভবনে জাঁকজমকপূর্ণভাবে পালন হবে নায়কের জন্মদিন। যেখানে নায়কের বিশাল পরিবার এবং অভিনেতার বন্ধুবান্ধবরা নিমন্ত্রিত থাকবেন। খবর, জন্মদিনেই অভিনেতা তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর ঘোষণা দিতে পারেন। সূত্রগুলি জানিয়েছে, ইতিমধ্যে ই অভিনেতার জন্মদিনের আমন্ত্রণপত্র অভিনেতার ঘনিষ্ঠজনদের কাছে পাঠানো হয়ে গিয়েছে। তারা ১ নভেম্বরেই অভিনেতার বাড়িতে পৌঁছে যাবেন। অবশ্য, মুম্বইয়ে থাকাকালীন, শাহরুখ সাধারণত তার জন্মদিন মন্নতে কাটাতে পছন্দ করেন। কারণ এটি তার ভক্তদের তাকে দেখার এবং তার বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানানোর সুযোগ করে দেয়।

কিন্তু কয়েক মাস ধরে তার বিখ্যাত বান্দ্রার বাংলোটি সংস্কারের কাজ চলছে। তাই অভিনেতা তাঁর পরিবার অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন। কিন্তু পার্টিটি আলিবাগ বাসভবনে হবে। আর এদিনে ‘কিং’ এর ঘোষণা দিতে পারেন অভিনেতা। এটাই শাহরুখ খানের তার মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথম ছবি। ছবিতে অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন , আর্শাদ ওয়ার্সি, রাঘব জুয়াল, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, জ্যাকি শ্রফ রয়েছেন। ‘কিং’ ছবির মাধ্যমে, শাহরুখ আবারও দুই বছরের বিরতির পর বড় পর্দায় ফিরবেন। তাকে শেষবার ২০২৩ সালে বড় পর্দায় দেখা গিয়েছিল। যেখানে তিনি ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’-এর মতো পরপর তিনটি হিট ছবি উপহার দিয়েছিলেন, যার ফলে তিনি ৪ বছর পর সিনেমায় আবারও প্রত্যাবর্তন করবেন। তাঁকে দেখলে বোঝা যায়, বয়স কেবল একটি সংখ্যা এবং ৬০ বছর বয়সেও, শাহরুখ খান এখনও তিনি রাজ্যের রাজা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিপাকে পরিচালক এসএস রাজামৌলি, ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযোগে দায়ের এফআইআর

অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

মুম্বইয়ে তারকাখচিত অনুষ্ঠানে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন ভাইজানের

ধনুশের ম্যানেজারের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন তামিল অভিনেত্রী মান্যা আনন্দ

”এই জন্ম থেকে…”, জুবিনের জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী গরিমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ